পাঁচ লক্ষ বছর আগেও ছিল মানুষের অস্তিত্ব! কোন রহস্য লুকিয়ে আছে পোল্যান্ডের প্রাচীন গুহায়?

Archaeological sites of Poland : মাওপোলস্কার এই প্রাচীন গুহাটির নাম টুনেল উইলকি। গবেষকরা জানিয়েছেন, এই গুহায় আবিষ্কৃত প্রাচীন সরঞ্জামগুলি প্রায় ৪.৫ মিলিয়ন থেকে ৫.৫ মিলিয়ন বছরের পুরনো।

আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা। পোল্যান্ডের একটি গুহায় খুঁজে পাওয়া যায় প্যালিওলিথিক যুগের কিছু পাথরের হাতিয়ার। তার পর অবশ্য সময়ের সঙ্গে সেই গবেষণায় খানিক ধামা চাপা পড়ে গিয়েছে। সম্প্রতি আবারও প্রচারের আলোয় এসেছে এই গবেষণা। জানা গিয়েছে, খুঁজে পাওয়া ওই সরঞ্জামগুলি আসলে ওই অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন। মাওপোলস্কার এই প্রাচীন গুহাটির নাম টুনেল উইলকি। গবেষকরা জানিয়েছেন, এই গুহায় আবিষ্কৃত প্রাচীন সরঞ্জামগুলি প্রায় ৪.৫ মিলিয়ন থেকে ৫.৫ মিলিয়ন বছরের পুরনো।

১৯৬০ সাল নাগাদ প্রত্নতাত্ত্বিকরা পোল্যান্ডের মাওপোলস্কার ওজকো ন্যাশনাল পার্কের টুনেল উইলকি নামক এই গুহাটি প্রথম খনন করেছিলেন। তখনই জানা যায়, এই গুহার যে স্তর গুলি খুঁজে পাওয়া যায়, তার মধ্যে প্যালিওলিথিক স্তর গুলির বয়স প্রায় ৪০ হাজার বছর এবং হোলোসিন স্তরের বয়স ১১,৭০০ বছর।

আরও পড়ুন - দেবতার সেবা করবে রোবট হাতি! ভারতের এই মন্দিরে হইচই ফেলেছে ৮০০ কেজির রোবট

গবেষকরা জানিয়েছেন, এই সরঞ্জামগুলি থেকে আরও বিস্তারিত জানা যাবে বলেই ধারণা। ইতিমধ্যে, সিদ্ধান্তে পৌঁছনো গিয়েছে যে এত বছর আগেও ওই গুহায় ছিল মানব অস্তিত্ব। শুধু তাই নয় এই সরঞ্জামগুলো থেকে বিজ্ঞানীরা, এর আবিষ্কর্তাদের সম্পর্কেও নানা খুঁটিনাটি জানতে পারবেন বলেই জানিয়েছেন। সেইসাথে ওই ব্যক্তিরা কোথায় এবং কীভাবে বসবাস করত, সে কথাও জানা যাবে।


সম্প্রতি সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিলুপ্ত মানব প্রজাতি হোমো হাইডেলবার্গেনসিসরা এই সরঞ্জামগুলি তৈরি করেছিল। যা সাধারণত নিয়ান্ডারথাল এবং আধুনিক মানুষের শেষ সাধারণ পূর্বপুরুষ হিসাবে বিবেচিত হয়। এর অর্থ হল এই অঞ্চলটি এমন এক সময়ে মানুষের দ্বারা অধ্যুষিত ছিল যখন মধ্য ইউরোপের কঠোর জলবায়ুতে মানুষের শারীরিক এবং সাংস্কৃতিক সমন্বয় খুবই প্রয়োজন হয়ে পড়েছিল। যার জেরেই ওই ধরনের আবিষ্কার। পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ মালগোরজাটা কোট ২০২২ সালের অক্টোবরে পোল্যান্ডে বিজ্ঞান বিষয়ক একটি ব্যাখ্যামূলক আলোচনায় বলেন, এই হোমো হাইডেলবার্গেনসিসের বেঁচে থাকার সম্ভাবনার সীমা এবং প্রতিকূল অবস্থার সাথে কীভাবে তারা খাপ খাইয়েছিল, এগুলিও জানা যাবে আরও পর্যবেক্ষণ করলেই। গবেষকরা আরও জানিয়েছেন যে তাঁদের আশা,  গবেষণায় একদিন প্রাচীন গুহা টুনেল উইলকিতে হোমো হাইডেলবার্গেনসিসের হাড়ও আবিষ্কার করতে সক্ষম হবেন। আর এটিই হবে পোল্যান্ডের প্রাচীনতম পরিচিত মানব দেহাবশেষ। 

More Articles