নায়িকা আসে, নায়িকা যায়, বলিউডি সাম্রাজ্যে নিজের রাজত্ব আজও অটুট রাখেন শাহরুখ খান

Shahrukh Khan Actresses Bollywood 'Pathaan' : রিল লাইফে হিরোইন অনেকেই। নায়িকারা এসেছেন, নায়িকারা গিয়েছেন। কিন্তু শাহরুখ থেকে গিয়েছেন শাহরুখেই!

‘কাভি কাভি জিতনে কে লিয়ে হারনা ভি পড়তা হ্যায়… অউর হারকে জিতনেওয়ালো কো বাজিগর কহেতে হ্যায়…’

জীবন কখনও একই সরলরেখায় চলে না। কখনও সে ওঠে, কখনও নামে। কখনও জুহু বিচের হইহুল্লোড়, আরব সাগরের ঢেউয়ের আস্ফালন; কখনও আবার প্রবল খিদেয় কাঁপতে কাঁপতে বেঞ্চে শুয়ে পড়া। এসবের মাঝেই একটা স্বপ্ন বারবার সামনে আসে। সেই অজস্র স্বপ্নের অন্যতম মুখ হয়ে ভেসে আসেন শাহরুখ খান। ২৫ জানুয়ারি তাঁর সিনেমা ‘পাঠান’ মুক্তি পেল বড়পর্দায়। বাঁধভাঙা উচ্ছ্বাস, সিনেমাহলের বাইরে লাইন দেওয়া, পর্দায় দেখা মাত্রই সিটি, হাততালি – এসব আসলে অনেকগুলো স্বপ্নের গল্প বলে। চার বছর পর কিং খান বড় পর্দায়! যতই ‘বয়কট’ বলে চিৎকার করা হোক, মানুষ কি আর ঘরে বসে থেকেছে! সমস্ত বিতর্ক তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন ভারতের জনতা।

খাতায় কলমে লোকটার ৫৭ বছর বয়স। চুলে একটু একটু করে পাক আসছে। আগের মতো মসৃণ চামড়া আর নেই। বয়সের ভাঁজ পড়েছে। সেইসঙ্গে ছেলে আরিয়ান খানকে নিয়ে প্রবল বিতর্ক যেন চেহারা আরও ভেঙে দিয়েছে। এমনটাই মনে করছিল ভারতের সিনেপ্রেমীরা। বিগত বেশ কয়েকটি সিনেমা সেভাবে হিট করেনি। ‘DDLJ’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ইত্যাদি সিনেমার সেই চার্মিং ব্যাপারটা হয়তো আর দেখা যাবে না, এমনটাই ভেবেছিলেন অনেকে। তার ওপর ‘পাঠান’ সিনেমা, ‘বেশরম রং’ গান আর গেরুয়া বিকিনি নিয়ে বিতর্কের ঝড় তৈরি করল হিন্দুত্ববাদী শিবির। কালি লেপে দেওয়া হল পোস্টারে।

আরও পড়ুন : ‘পাঠান’-এর কামাল! মুক্তির দিনই ভারতের সিঙ্গল স্ক্রিনে যে ম্যাজিক করলেন শাহরুখ খান

কিন্তু বাদশাহ তো একজনই! সিনেমায় শাহরুখ খানের এইট প্যাক, সুঠাম চেহারা, লম্বা চুল, খালি গা দেখে কেউ বলবে লোকটা প্রায় ৬০-এর কোঠায়? তাও অ্যাকশন হিরোর ভূমিকায়! আজ থেকে তো কাজ করছেন না শাহরুখ। সেই নব্বইয়ের দশক ধরে তাঁকে দেখে আসছে ভারতের জনতা। আগে টিভির পর্দায়, সিরিয়ালে, তারপর সিনেমায়। রিয়েল লাইফে নায়িকার নাম গৌরী খান হলেও, রিল লাইফে হিরোইন অনেকেই। নায়িকারা এসেছেন, নায়িকারা গিয়েছেন। কিন্তু শাহরুখ থেকে গিয়েছেন শাহরুখেই!

শ্রীদেবী থেকে হালের দীপিকা – অনেকেই এসেছেন বাদশাহের সিনেমায়। শ্রীদেবীর সঙ্গে অবশ্য মাত্র একটি সিনেমাতেই কাজ করেছেন শাহরুখ খান। কিন্তু নব্বইয়ের মাঝামাঝি থেকেই শুরু হল একের পর এক নায়িকার আগমন। কাজলের সঙ্গে বোধহয় সবচেয়ে বেশি হিট সিনেমার জন্ম দিয়েছেন শাহরুখ। একটা সময় বলিউডের সফল জুটি বললেই সামনে আসবে শাহরুখ-কাজলের নাম। জুটি হিসেবে প্রথম সিনেমা ‘বাজিগর’। এরপরই ১৯৯৫ সালে সামনে আসে সেই সিনেমা, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। DDLJ-এর ম্যাজিক, রাজ-সিমরানের কেমিস্ট্রি আজও অব্যাহত। তারপরও কুছ কুছ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গম, মাই নেম ইজ খান, দিলওয়ালে… ভারত মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছে দুজনের রসায়ন।

কেবল কাজল বা শ্রীদেবীই নন। একটা বড় সময় ধরে শাহরুখ খানের নায়িকা ছিলেন জুহি চাওলা। ‘ডর’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’র মতো একাধিক সফল সিনেমা উপহার দিয়েছেন তাঁরা। এখন আবার আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, রেড চিলিজ প্রযোজনা সংস্থা – সিনেমার বাইরেও ব্যবসায় জুটি বেঁধেছেন শাহ্রুখ-জুহি। রয়েছেন রানি মুখোপাধ্যায়ও। কুছ কুছ হোতা হ্যায়-র হাত ধরে রানির জয়যাত্রা শুরু। তারপর কাল হো না হো, কাভি আলভিদা না কহেনা, চলতে চলতে ইত্যাদি আরও অনেক সিনেমায় দুজনে একসঙ্গে কাজ করেছেন। বীর জারা-য় রানির সঙ্গে ছিলেন প্রীতি জিন্টাও।

আরও পড়ুন : রাজ-সিমরানের মাদকতার ২৭ বছর পার, এখনও রমরমিয়ে প্রেম বিলিয়ে চলেছে শাহরুখের ‘DDLJ’

শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন ঐশ্বর্য রাই, মাধুরী দীক্ষিতও। বলিউডের দুই এভারগ্রিন বিউটির পাশে ‘রোমান্স কিং’-কে অনেকদিন ধরেই চাইছিলেন ভক্তরা। ‘মোহাব্বাতে’ সিনেমায় একটু সময়ের জন্য শাহরুখ-ঐশ্বর্যের জুটি সামনে এসেছিল। তবে সমস্ত আক্ষেপ মিটিয়ে দেয় ‘দেবদাস’। বাংলার চিরন্তন ব্যর্থ প্রেমের কাহিনি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসকেই বলিউডে জীবন্ত করেছিলেন শাহরুখ খান। সঙ্গী ছিলেন ‘পারো’ ঐশ্বর্য রাই এবং ‘চন্দ্রমুখী’ মাধুরী দীক্ষিত।

এরপর চলে আসবেন ক্যাটরিনা কাইফ, অনুস্কা শর্মারা। রব নে বানা দি জোড়ি, জব তক হ্যায় জান – বলিউড ফের সাক্ষী থেকেছিল রোমান্সের। গোটা দেশ এক সুরে বলেছিল ‘তেরি আঁখো কি নামকিন মস্তিয়া…’। তবে বর্তমান সময়ের নায়িকাদের ধরলে অবশ্যই সামনে আসবেন দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’ হয়ে হাল আমলের ‘পাঠান’ – শাহরুখ খানের সঙ্গে তাঁর রসায়ন যে কখনও হতাশ করেনি, তা বক্স অফিস দেখলেই বোঝা যাবে।

আরও পড়ুন : পিছিয়ে টম ক্রুজও! বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখের কেনা সবচেয়ে দামি জিনিস কী?

এরকম অজস্র নায়িকা এসেছেন। কয়েকজনের নাম তালিকায় আসেনি। কিন্তু তাঁরাও প্রভাব রেখেছেন সিনেমায়। কিন্তু রোমান্স কিংয়ের বয়স যেন বাড়েইনি! তার প্রমাণ খোদ ‘পাঠান’ সিনেমাটি। ৫৭ বছর বয়সেও দীপিকা পাড়ুকোনের সঙ্গে হট অবতারে সামনে এসেছেন তিনি। মেদবর্জিত চেহারা, সুঠাম দেহ, এইট প্যাক – এখনও মহিলা মহলে ঝড় তুলছেন কিং খান। এই বয়সেও পুরোদস্তুর অ্যাকশন সিনেমা করছেন। এই গাড়ি থেকে লাফাচ্ছেন, বন্দুক নিয়ে স্টান্ট দিয়ে শত্রুর ডেরায় ঢুকে পড়ছেন। রক্তাক্ত হয়েও লড়াই চালিয়ে যাচ্ছেন। ‘পাঠান’ দেখার পর খোদ পরিচালক অনুরাগ কাশ্যপও বলেন, ‘এরকম অ্যাকশন করতে শাহরুখ খানকে এর আগে দেখা যায়নি’। তার পাশাপাশি রোমান্সও করেছেন ভরপুর। মন্নতের সাম্রাজ্য যে এখনও অটুট, এখনও যে তিনি বাদশাহ, সেই কথাই বারবার প্রমাণ করার চেষ্টা করেন শাহরুখ খান। তিনিই তো বলে গিয়েছিলেন, ‘হার কে জিতনেওয়ালো কো…’

More Articles