রেকর্ড ছুঁয়ে এক ধাক্কায় ৪,০০০ টাকা দাম কমল! এখনই কি সোনা কেনার সময়?

Gold Prices Crash: শুধু ভারত নয়, বিদেশেও একই ছবি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে প্রায় ৫ থেকে ৬ শতাংশ।

রেকর্ড ছুঁয়ে এখন কমছে সোনার দাম। কয়েক সপ্তাহ আগেই ২৪ ক্যারেট সোনার দাম ছিল আকাশছোঁয়া, প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ১,৩২,০০০ টাকা, এখন দাম কমে হলো প্রায় ১,২৮,০০০ টাকা। এক ধাক্কায় প্রায় ৪ হাজার টাকা কমলো। চমকে গিয়েছেন বিনিয়োগকারীরাও। অনেকেই ভাবছেন, এখনই কি সোনা কেনার ভালো সময়, নাকি দাম আরও কমবে?

কেন হঠাৎ কমছে সোনার দাম?

লাভ তুলে নেওয়া: দাম অনেক বেড়ে যাওয়ার পর অনেক বিনিয়োগকারী এখন তাঁদের লাভ তুলে নিচ্ছেন। ফলে বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে।

ডলারের দাম বাড়া: আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম বেড়েছে। সাধারণত ডলারের দাম বাড়লে সোনার দাম কিছুটা কমে যায়।

সুদের হার নিয়ে অনিশ্চয়তা: আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদের হার বদলাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা আছে। এই কারণে অনেক বিনিয়োগকারী সোনায় বিনিয়োগ কমিয়ে দিয়েছেন।

আরও পড়ুন

সোনার থেকেও দামী! বিরিয়ানির গোপন মশলার জন্য যেভাবে রক্ত ঝরিয়েছিল দুই দেশ

শুধু ভারত নয়, বিদেশেও একই ছবি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে প্রায় ৫ থেকে ৬ শতাংশ। প্রতি আউন্স সোনার দাম যেখানে একসময় US$ ৪,৩৮১, এখন সেটি নেমে এসেছে প্রায় US$ ৪,০০০। এখন মুম্বাইয়ে সোনার দাম ১,২৮,০৪০ টাকা দিল্লিতে ১,২৮,২০০ টাকা, কলকাতায় ১,২৮,১০০ টাকা, চেন্নাইয়ে ১,২৮,৩৫০ টাকা।

এখন কি সোনা কেনা উচিত? বিশেষজ্ঞদের দু'রকম মত রয়েছে। কেউ বলছেন, দাম কমে যাওয়ায় এখন কিছুটা সোনা কেনা যেতে পারে। ভবিষ্যতে দাম আবার বাড়লে লাভ পাওয়া সম্ভব। আবার কেউ সতর্ক করে বলছেন, দাম আরও নামতে পারে। ওয়াকিবহাল মহল বলছে, একসঙ্গে বেশি পরিমাণে না কিনে ধাপে ধাপে বিনিয়োগ করতে। ডিজিটাল গোল্ড বা গোল্ড ETF কিনলে সহজে কেনাবেচা করা যায়। নিজের বাজেট, ঝুঁকি ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া ভালো।

More Articles