দুবাই হয়ে স্পেন, হঠাৎ কেন বিদেশযাত্রা মমতার?

Spain Tour of Mamata Banerjee: একা নয়, এই সফরে মমতা বন্দ্যাপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন তাঁর প্রতিনিধি দলও। তার এই সফরে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

সবে জি-২০ নৈশভোজ সেরে রাজধানী থেকে কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়। সেখানে মুলাকাত হয়েছে তাঁর দেশ-বিদেশের সব তাবড় নেতাদের সঙ্গে।  এরই মধ্যে আবার বিদেশ সফরের উদ্দেশে রওনা হয়ে গেলেন মুখ্যমন্ত্রী। না, এবার লন্ডন বা আমেরিকা নয়, এমনকী মধ্যপ্রাচ্যের কোনও দেশও নয়। এবার মুখ্যমন্ত্রীর গন্তব্য স্পেন।

পাঁচ বছর পর বিদেশ সফরে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। অনুমতি-সহ নানা অসুবিধার কারণে এতদিন বিদেশ সফর হয়নি তাঁর। তবে এতদিন পর বিদেশ সফরের জন্য স্পেনকেই কেন বেছে নিলেন মুখ্য়মন্ত্রী, স্বাভাবিক ভাবেই উঠেছে প্রশ্ন। মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছে, রাজ্যের কথা ভেবেই খুব বেশি দূরে যাচ্ছেন না। কোনও প্রয়োজন হলে চটজলদি যাতে ফিরে আসতে পারেন, তার জন্যই এমন গন্তব্য বেছে নেওয়া। তবে বিদেশে গেলেও নবান্নের রাশ নিজের হাতেই রাখছেন মুখ্য়মন্ত্রী। বিদেশ সফরের নানাবিধ কর্মসূচির মধ্যেই কড়া দৃষ্টি রাখবেন সেইদিকে।

আরও পড়ুন: ‘জয় বাংলা’-ই অস্ত্র! স্কুলে বাংলা বাধ্যতামূলক করে কতটা এগিয়ে রইলেন মমতা?

তবে একাধিক বিষয়ের কথা মাথায় রেখেই এই সফরের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। তবে এই সফরে প্রাথমিক লক্ষ্যই হল বিদেশি লগ্নি বঙ্গের মাটিতে নিয়ে আসা। পাশাপাশি সেখানকার ফুটবল কাপ ও বিভিন্ন শিল্প সংস্থাগুলির সঙ্গেও একাধিক বৈঠক রয়েছে তাঁর। সেই জন্য বার্সেলোনা, মাদ্রিদের মতো শহরগুলিতেও যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।

মঙ্গলবার সকালের বিমানে কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল মমতার। তবে বিমান বেশ কিছুটা দেরি হয়েছে। এদিন সকাল ৯টা নাগাদই বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে রাজ্যবাসীকে সুস্থ থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি খোলাখুলি কথা বলেছেন সফরসূচী নিয়েও। এত দেশ থাকতে কেনই বা স্পেন, সেই প্রশ্নের উত্তরে মমতা জানান, স্পেন থেকে বারবার প্রতিনিধিরা বাংলায় এসেছেন। তবে বাংলা থেকে এর আগে কেউ স্পেনে যাননি। এর আগে কলকাতা বইমেলায় প্রতিনিধিত্ব করেছে স্পেন। সেই কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "নির্মাণশিল্প-সহ ভালো ভালো কিছু শিল্প রয়েছে ওদের। ওরা বার বার আমাদের এখানে আসে, আমরা যাই না। ওদেরই আমন্ত্রণে আমরা যাচ্ছি। দেখা যাক কী হয়।"


তবে কি বিদেশ থেকে বড়সড় কোনও চমক বাংলায় নিয়ে আসতে চলেছেন মুখ্যমন্ত্রী। আপাতত সেই প্রশ্নটাই ঘুরছে সব মহলে।
তবে মুখ্যমন্ত্রীর সপাট জবাব, "চমক তো পরে। প্রদীপ জ্বালানোর আগে প্রদীপে তো তেল ভরতে হয়।" সম্ভবত সেই ব্যবস্থা করতেই স্পেনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আর স্পেনকে নির্বাচন করার নেপথ্যেও রয়েছে তেমন কারণই।

Mamata Banerjee To Commence 11-Day Tour Of Spain, Dubai Tomorrow

তবে একা নয়, এই সফরে মমতা বন্দ্যাপাধ্যায়ের সঙ্গে যাচ্ছেন তাঁর প্রতিনিধি দলও। কলকাতার তিন ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিংয়ের তরফে এক জন করে প্রতিনিধি থাকছেন সেই দলে। শুধু কি তাই, পরে এই সফরে যোগ দিতে পারেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা ক্রিকেট বোর্ডের প্রাক্তন প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আপাতত লন্ডনে রয়েছেন।

তবে কলকাতা থেকে প্রথমে দুবাই যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। সেখানে বাণিজ্য সম্মেলন সেরে প্রবাসীদের সঙ্গে বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে রওনা হবেন স্পেনের উদ্দেশে। ফবে স্পেনে পৌঁছতে পৌঁছতে তাঁর বুধবার। প্রথমেই স্পেনের রাজধানী মাদ্রিদে যাওয়ার কথা রয়েছে তাঁর। শুধু ক্রীড়া প্রতিনিধিরাই নন, তাঁর সঙ্গে স্পেনে যাচ্ছে রাজ্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে বিদেশি লগ্নি দেশের মাটিতে নিয়ে আসাটাই আপাতত পাখির চোখ তাঁর। দেশে ফিরতে ফিরতে তাঁর ২৩ সেপ্টেম্বর।

তাঁর এই বারোদিনের সফরের শুরুটা হওয়ার কথা ফুটবল বৈঠক দিয়ে। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজ়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। বাংলার ফুটবলের উন্নতিকল্পে লা লিগার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের একটি ‘মউ’ সাক্ষরিত হতে পারে তাঁর। ওই বৈঠকেই উপস্থিত থাকতে পারেন সৌরভ। মমতার সঙ্গে থাকছেন মোহনবাগানের ফুটবলকর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গলের রূপক সাহা এবং মহমেডানের ইশতিয়াক আহমেদ।

আরও পড়ুন:এবার ইন্দিরাকেই চাঁদে পাঠালেন মমতা, ১৪ বছর পরেও একই ভুল কেন শোধরান না মুখ্যমন্ত্রী?

এর আগে একাধিক বার বিদেশসফরের চেষ্টা করলেও ছাড়পত্র পাননি মমতা। সে নিয়ে তাঁর ক্ষোভের শেষ ছিল না। অবশেষে বিদেশ যাওয়ার ছাড়পত্র পেয়েছেন মুখ্যমন্ত্রী। ২০২১ সালে জয়ের পরেই বঙ্গে আরও বেশি শিল্প আনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশি বিনিয়োগ বাড়ানোর কথাও বলেছিলেন। ইতিমধ্যেই মুম্বইতে গিয়ে বণিকমহলের সঙ্গে বৈঠক সেরেছেন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। সব মিলিয়ে বাংলায় শিল্পোন্নয়নে সুদিন ফেরাতে একগুচ্ছ পরিকল্পনা ছকে ফেলেছেন মুখ্যমন্ত্রী তাঁর স্পেন সফর ঘিরে। শেষপর্যন্ত প্রদীপের তেল না আলো, কোনটা নিয়ে দেশে ফিরতে পারেন মমতা, সেটাই দেখার।

 

 

 

 

More Articles