একাদশ শ্রেণিতে ক্যান্সার, ফুসফুসে ১৯ সেমির টিউমার! ঐন্দ্রিলা আসলে লড়াইয়ের অনুপ্রেরণা!
Oindrila Sharma: গত বছর ফেব্রুয়ারি মাসে ফের ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। স্ক্যান করিয়ে জানা যায় তাঁর ডান দিকের ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার আছে।
বরাবরই নিজের লড়াকু মানসিকতার জন্য পরিচিত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ১৭ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টলি পাড়ার অন্যতম সফল অভিনেত্রী হয়েছেন তিনি। বহুদিন ধরেই ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছেন। একবার নয় দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যান্সারকে হারিয়েছেন অভিনেত্রী। কিন্তু বুধবার সকালে এল খারাপ খবর! মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঐন্দ্রিলা। ডাক্তাররা জানিয়েছেন অভিনেত্রীর মাথায় রক্ত জমাট বেঁধে গেছে। শরীরের একটা দিক অসাড়। জানা যাচ্ছে, আপাতত ভেন্টিলেশনে রয়েছেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ঐন্দ্রিলার মা জানান, “বুধবার রাত ১১টা ৫৫ নাগাদ চোখ খুলেছে ঐন্দ্রিলা। হাতও নাড়িয়েছে। হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি। ২৪ ঘণ্টার মধ্যে ওর জ্ঞান ফিরেছে এটা চিকিৎসকরাও বিশ্বাস করতে পারছেন না। এটাই আমার কাছে সান্ত্বনা।”
ঐন্দ্রিলার বাড়ি বহরমপুর। ঐন্দ্রিলার মা শিখা শর্মা নার্সিং হস্টেলের ইনচার্জ। বাবা উত্তম শর্মা মুর্শিদাবাদের পাঁচগ্রাম হাসপাতালের চিকিৎসক। ঐন্দ্রিলার ইন্দ্রপ্রস্থ মোড়ের বাড়ির সামনে সকাল থেকেই ভিড়। সকলের আনাগোনা লেগেই রয়েছে। প্রত্যেকের মনেই দুশ্চিন্তা রয়েছে, একইসঙ্গে রয়েছে একটি বিশ্বাসও। এর আগে যেভাবে ক্যান্সারকে দু’বার হারিয়ে ফিনিক্স পাখি হয়ে ফিরে এসেছেন ঐন্দ্রিলা, এবারও তিনি ফিরে আসবেন। ঐন্দ্রিলার স্কুলের শিক্ষিকারা জানাচ্ছেন, ছোট থেকেই নাচ, গান, আবৃত্তিতে খুবই পারদর্শী ছিল ঐন্দ্রিলা। পড়াশোনাতেও ভালো, এক জিনিস কখনও দু'বার বোঝাতে হয়নি। তাঁদের বিশ্বাস, খুবই শক্ত মনের মেয়ে ঐন্দ্রিলা। এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ঠিক ও ফিরে আসবে আগের মতো।
আরও পড়ুন- এমন প্রেমিক আজও আছে! যেভাবে ভালবাসার আদর্শ হয়ে উঠলেন পর্দার ‘বামাখ্যাপা’ সব্যসাচী
ঐন্দ্রিলার যখন প্রথম ক্যান্সার ধরা পড়ে তখন তিনি একাদশ শ্রেণির ছাত্রী। অস্থি-মজ্জায় অর্থাৎ বোন-ম্যারো ক্যান্সার ধরা পড়েছিল তাঁর। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কলকাতার একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। প্রথমবার দিল্লি গিয়ে চিকিৎসা করাতে হয়েছিল ঐন্দ্রিলাকে। একের পর এক কেমো চলে। দিল্লির চিকিৎসকরা জানিয়েছিলেন ঐন্দ্রিলার হাতে মাত্র ৬ মাস রয়েছে। তবুও হার না মেনে লড়াই চালিয়ে যান ঐন্দ্রিলা। একবার অভিনেত্রী জানিয়েছিলেন কেমোথেরাপি নেওয়ার পর শরীরে যে জ্বালা যন্ত্রণা হত তা অসহনীয় ছিল তাঁর কাছে। চুলও পড়ে গিয়েছিল বলে আয়নায় নিজের মুখ দেখতে ইচ্ছে করতো না তাঁর। কিন্তু ছোট থেকেই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। সেই ইচ্ছেতেই ভর করে এই মারণ রোগের সঙ্গে লড়াই করেন তিনি। প্রথমবার ক্যান্সার আক্রান্ত হওয়ার দেড় বছর পর, ২০১৭ সালে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন ঐন্দ্রিলা শর্মা। কথা রেখেছিলেন তিনি। ফিরে এসে অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন বহরমপুরের এই কন্যা।
২০১৭ সালে ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে আসেন তিনি। এই ধারাবাহিকের মাধ্যমেই তাঁর সঙ্গে পরিচয় হয় সব্যসাচী চৌধুরীর। প্রথমে তাঁরা ভালো বন্ধু হন এবং পরবর্তীকালে প্রেমের সম্পর্কে জড়ান। এই ধারাবাহিকের মাধ্যমেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। এরপরে অভিনেত্রীকে দেখা যায় ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে। এই সিরিয়ালটি তাঁর ক্যারিয়রকে অন্য মাত্রায় নিয়ে যায়। সব ভালোই চলছিল কিন্তু জীবনে ফের ফিরে এল মারণ রোগ। গত বছর ফেব্রুয়ারি মাসে ফের ক্যান্সারে আক্রান্ত হন অভিনেত্রী। স্ক্যান করিয়ে জানা যায় তাঁর ডান দিকের ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার আছে। অভিনেত্রী সেবার মানসিকভাবে ভেঙে পড়লেও তাঁকে সামলে নিয়েছিলেন তাঁর বাবা-মা এবং প্রেমিক সব্যসাচী। অস্ত্রোপচার সফল হবে কিনা তার আশ্বাস দিতে পারেননি ডাক্তাররা। সেই সময় সব্যসাচী ক্রমাগত মনে সাহস জুগিয়েছেন ঐন্দ্রিলাকে। এক প্রকার রিস্ক নিয়েই অস্ত্রোপচার করান অভিনেত্রী এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ফের ফিরে আসেন সকলের মাঝে।
আরও পড়ুন- প্রেমের সঙ্গে বাজি লড়ে আগেও হেরেছে মৃত্যু, বাংলা জানে এবারেও জিতে ফিরবেন ঐন্দ্রিলা
ফের একবার নতুন করে শুরু করেন নিজের অভিনয় জীবন। তাঁকে জি-বাংলার একটি টেলিফিল্ম ‘ভোলে বাবা পার করেগা’-তে দেখা যায়। সম্প্ৰতি ক্লিকের একটি ওয়েব সিরিজ ‘ভাগাড়’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। এই সিরিজে মুখ্য ভূমিকায় ছিলেন সব্যসাচী। জীবনের সবচেয়ে কঠিন সময় ঐন্দ্রিলার পাশে ছিলেন তাঁর প্রেমিক সব্যসাচী। কয়েকদিন আগে নিজের জন্মদিনে একটি ক্যাফে খুলেছিলেন এই অভিনেতা। সেই সময়ও তাঁর পাশে দেখা গিয়েছে ঐন্দ্রিলাকে। জীবনে সব ঠিকঠাকই চলছিল। শোনা যাচ্ছে, এই মাসে দিল্লি যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। সেই জন্য শুটিং থেকে ছুটিও নিয়েছিলেন ঐন্দ্রিলা শর্মা। কিন্তু মঙ্গলবার রাতে আচমকাই ছন্দপতন, ফের অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে জানা যায়, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। বর্তমানে ডাক্তাররা জানিয়েছেন আগের থেকে এখন একটু ভালো আছেন তিনি। সকলের আশা, আগের দু’বারের মতো আবারও মৃত্যুকে তুড়ি মেরে উড়িয়ে ফিরে আসবেন ঐন্দ্রিলা।