জেন জি লব্জ 'ঘোস্টিং'; কখন কেন কীভাবে ঘোস্টিং করা হয়?
Ghosting: শব্দটি বর্তমানে প্রতিনিয়ত 'হঠাৎ উবে যাওয়া' অর্থে ব্যবহার করা শুরু হলেও, এর ব্যবহারের সূত্রপাত একবিংশ শতকে নয়। সেই শেক্সপিয়ারের যুগ থেকেই, তাঁর বিভিন্ন নাটকে এই শব্দের ব্যবহার লক্ষ্যণীয়।
রাজদীপ ও অঙ্কিতা গত ২ মাস যাবৎ কথা বলছে পরস্পরের সঙ্গে। উফফ! কথার যেন অন্ত নেই! সেই সকাল থেকে শুরু হয় কথা। স্কুল-টিউশনি 'বাঙ্ক' করে চলে ঘুরে বেড়ানো। তারপর বাড়ি ফিরে, আবার একইরকম 'চ্যাটিং'। ভোর পর্যন্ত চলে ইমোজি, স্টিকার, রিল শেয়ার এবং সঙ্গে কথা। তারপর একদিন হঠাৎ করেই সকাল থেকে অঙ্কিতার মেসেজের রিপ্লাই করে না রাজদীপ। অঙ্কিতা ক্রমাগত ফোনে ধরার চেষ্টা করতে থাকে। কিন্তু নাহ! কোনো লাভ নেই! বৃথা চেষ্টা। অঙ্কিতার চোখের জল তো আর বাঁধ মানে না।
কী করবে বুঝতেও পারে না। ঘটনার তল পায় না অঙ্কিতা। রাজদীপকে ফোনে না পেয়ে, অঙ্কিতা ঠিক করে কয়েকজন বন্ধুর সঙ্গে একটু বেরোবে। যারা দুজনেরই বন্ধু। অঙ্কিতা তাদের বলে, সমস্যার কথা। শুনে তারা বলে, "Oh! So he has ghosted you!" কারণ আমরা তো ওর whatsapp status, instagram story সবই দেখতে পাচ্ছি। "Ghosted!" আকাশ ভেঙে পড়ে অঙ্কিতার মাথায়। তারা তো ভবিষ্যৎ পরিকল্পনা করেছিল একসঙ্গে, এরকম কীভাবে হতে পারে? মাথায় শুধু একটাই কথা ঘুরতে থাকে "what went wrong?"
হ্যাঁ, 'ghosting' ঠিক এভাবেই হয়। সুন্দর কথোপকন চলাকালীন, কোনো ঝগড়া-ঝামেলা-মন কষাকষি ছাড়াই দুম করে একজন ভূতের মতো অদৃশ্য হয়ে যায়। আর আরেকজন তাকে হাতড়ে বেড়ায়। সে শুধু ভাবতে থাকে "ভুলটা কোথায় ছিল?"
আরও পড়ুন - মদের চেয়েও ক্ষতিকর রিলস! নেশায় বুঁদ ‘জেন-জি’র কমছে ধৈর্য, বাড়ছে অবসাদ
জেন জি-র প্রাত্যহিক শব্দকোষের ভীষণ পরিচিত লব্জ 'ghosting'. কিছু উদ্ভট ব্যবহার, কার্যকলাপের উদ্ভট অভিধানের উদ্ভট নামের মধ্যে অন্যতম এক লব্জ।
এই ghosting শব্দটি বর্তমানে প্রতিনিয়ত 'হঠাৎ উবে যাওয়া' অর্থে ব্যবহার করা শুরু হলেও, এর ব্যবহারের সূত্রপাত একবিংশ শতকে নয়। সেই শেক্সপিয়ারের যুগ থেকেই, তাঁর বিভিন্ন নাটকে এই শব্দের ব্যবহার লক্ষ্যণীয়। তখন এর অর্থ ছিল, 'চুপচাপ শান্তভাবে চলে যাওয়া' এবং 'ভয় দেখানো'।
শুরুয়াত একবিংশ শতকে না হলেও, শব্দটি নজর কেড়েছে এই শতকেই। বর্তমান প্রজন্মের সম্পর্কের এক সমীকরণকে বোঝাতেই, এর ব্যবহার শুরু হয় শতকের গোড়ার দিকে। ২০১৪-১৫ সালের মধ্যে মূলত নেটদুনিয়ার দৌলতেই সকলের নজর কাড়ে এই শব্দ। বাম্বল, টিন্ডার অ্যাপের ব্যবহার শুরু হওয়ার পর থেকেই মূলত ghosting-এরও রমরমা শুরু হয়।
অনলাইন ডেটিং এবং ডিজিট্যালি কথাবার্তার যুগে এই শব্দের বাড়বাড়ন্ত দেখে ২০১৭ সালে
'The Merriam-Webster dictionary', 'ghosting' শব্দটিকে তাদের অভিধানের অংশ করে, অর্থ 'আচমকা উধাও'। লব্জটি ২০১৮ সালে অক্সফোর্ডের 'word of the year'- এর প্রি-সিলেকশন তালিকায় ছিল।
Romantic/ Dating ghosting - সবচেয়ে বেশি জনপ্রিয় ghosting-এর এই ধরন। প্রেমের সম্পর্কে কিছুদিন বা কয়েক মাস কথা বলার পর একজন যখন হঠাৎ উধাও হয়ে যায়, সেটি এর আওতায় পড়ে।
Soft ghosting- চ্যাটে রিপ্লাইয়ের দৈর্ঘ্য ছোট হয়ে আসে। দেরিতে আসে উত্তর। প্রচেষ্টা কমতে থাকে ধীরে ধীরে। এবং একদিন সব বন্ধ। ধীরে ধীরে যোগাযোগ বন্ধ হওয়াই এর নাম সফ্ট ঘোস্টিং।
Hard ghosting- দুম করে সব জায়গায় ব্লক। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম হোক বা ফোনকল সর্বত্র।
Friendship ghosting- খুব ভাল বন্ধু যখন আচমকা একসঙ্গে ঘোরা , কথা বলা, মেসেজের রিপ্লাই করা বন্ধ করা দেয়।
Professional বা corporate ghosting -
চাকরি প্রার্থীরা ইন্টারভিউ-এর পর হঠাৎ উবে যায়।নিয়োগকারীদের ধরা ছোঁয়ার বাইরে।
নিয়োগকারীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে চাকরিপ্রার্থীদের সঙ্গে। (বেশিরভাগ ক্ষেত্রে সেটাই হয়)
Family ghosting - এটা নিয়ে খুব কম কথা হয়। ভাই-বোন বা মা-বাবা যখন আচমকা সমস্ত যোগাযোগ ছিন্ন করে।
Caspering- এটাও একধরনের friendly ghosting. যেখানে একজন যে কোনো অজুহাত দিয়ে উধাও হয়ে যায়।
Zombie-ing- ভূত হঠাৎ জীবিত হয়ে জিজ্ঞেস করে হালহকিকত। যেন কিছুই ঘটেনি।
Orbiting- সে মেসেজের জবাব দেয় না। কিন্তু, ইনস্টাগ্রাম বা ফেসবুকের স্টোরি দেখে, পোস্টে লাইক করে। ঠিক যেমন দূরে থেকে গ্রহের কক্ষপথে উপগ্রহরা ঘুরে বেড়ায়।

আচমকাই বর্তমান থেকে ভূত হয়ে যায়
কেউ অকারণে কিছু না বলে-কয়ে কারোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইবে কেন?
এর কারণ বিশ্লেষণ করতে গেলে, কয়েকটি সাধারণ কারণ বার বার চোখে পড়ে। যেমন-
কয়েকজন কোনো জটিল বিষয় নিয়ে মুখোমুখি কথা বলতে চায় না। তারা ভাবে এর চেয়ে 'এড়িয়ে যাওয়া' ভালো। এবং এড়িয়ে যেতে সেই মানুষের জীবন থেকে চলে যাওয়া ভালো।
আজকের ডেটিং অ্যাপের যুগে মানুষ শুধু 'option'. তাই একটা অপশনকে দূরে সরিয়ে আর পাঁচটা অপশনকে 'ট্রাই' করা যেতেই পারে।
অনেকেই আবার বুঝতে পারেনা তাদের এই কান্ডের জন্য অপর মানুষটির মানসিক অবস্থা কী হতে পারে?
তাদের কাছে এটি ভীষণ সাধারণ একটি ব্যাপার, তাই তারা বুঝতেই পারেনা তাদের কিছু বলা উচিত ছিল বলে।
তাদের মনে হয়, অপর মানুষটির প্রতিক্রিয়া খুব 'নাটকীয়' হবে। সেই ভয়ে তারা 'পালিয়ে যায়'।
অনেকসময় মানসিক স্বাস্থ্যের কারণে (যেমন - অবসাদ, ভয়-ভীতি, উৎকণ্ঠা) অনেকে নিজেদের, বাকিদের থেকে দূরে সরিয়ে নেন।
এবং আরও বিভিন্ন কারণে, যেমন- ফোন হারিয়ে যাওয়া, ব্যস্ত হয়ে পড়া, অন্য কাউকে ভালো লাগা ইত্যাদি। (যদিও, বেশিরভাগ ক্ষেত্রেই ইচ্ছাকৃতই হয় ghosting)।
যার উপর 'ghosting' করা হয়। তার প্রতিক্রিয়া কীরকম হয়?
Ghosting খুবই যন্ত্রণাদায়ক হয় অনেকের ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রেই সকলের মনে আত্ম-সংশয় জন্ম নেয়। তাঁরা ক্রমাগত নিজেদের খামতি খুঁজতে থাকেন। নিজের সম্পূর্ণ অস্তিত্বকে কেউ বর্জন করেছে, বলে মনে করতে শুরু করেন। যাঁরা খুব বেশি জড়িয়ে যান, তাঁদের বিভিন্ন শারীরিক ব্যথা-যন্ত্রণারও সম্মুখীন হতে হয়।
কী করা উচিৎ?
আত্মসম্মানকে গুরুত্ব দিয়ে বারবার মেসেজ, ফোনকলের চেষ্টা না করে জীবনে হাসিমুখে এগিয়ে যাওয়াই যুক্তিযুক্ত।

Whatsapp
