চোরাবালি আসলে কী? তলিয়ে কোথায় যায় মানুষ?

Quicksand : সিনেমা বা সাহিত্যে বহুবারই চোখে পড়ে এই চোরাবালির প্রসঙ্গ। প্রতিক্ষেত্রেই চোরাবালি বলতে মূলত এমন এক বালির কথা বলা হয়েছে যার ওপর পা দিলে বা নিদেন পক্ষে কোনও জিনিস ছুড়ে ফেললেই নিমেষের মধ্যে সেই বালি তাকে গ্রা...

শরদিন্দু বন্দ্যোপধ্যায়ের গল্পে উল্লেখ ছিল চোরাবালির। ব্যোমকেশের তীক্ষ্ণ দৃষ্টিটুকুই ছিল সেখানে একমাত্র ভরসা। নাহলে অকালে হয়তো প্রাণ যেত অজিতের। গল্পেরও ইতি ঘটত অচিরেই। কিন্তু চোরাবালি কী করে কারোর মৃত্যুর কারণ হতে পারে? বিষয়টা আসলে কী? শুধুই কি গল্প নাকি বাস্তবেও এর কোনও ভিত্তি রয়েছে, এমন অনেক প্রশ্নের জট পাকায়।

আসলে সিনেমা বা সাহিত্যে বহুবারই চোখে পড়ে এই চোরাবালির প্রসঙ্গ। প্রতিক্ষেত্রেই চোরাবালি বলতে মূলত এমন এক বালির কথা বলা হয়েছে যার ওপর পা দিলে বা নিদেন পক্ষে কোনও জিনিস ছুড়ে ফেললেই নিমেষের মধ্যে সেই বালি তাকে গ্রাস করে নেয়। এই হয়তো কিছু একটা ছুড়ে ফেললেন, আর অমনি দেখলেন একটু একটু করে ওই বালির মধ্যেই তলিয়ে হচ্ছে জিনিসটি। ফলে ভুল করে কোনও মানুষ যদি সেই বালিতে পা দেয় তবে তো সমূহ বিপদ! কিছু বুঝতে পারার আগেই বালির মধ্যে তলিয়ে যেতে হবে, অর্থাৎ অবধারিত মৃত্যু, এমনটাই দেখানো হয় সিনেমার গল্পে।

আরও পড়ুন - ফেলে দেওয়া চিপসের প্যাকেট থেকে ট্রেন্ডি সানগ্লাস! বিরল যে ঘটনায় তোলপাড় বিশ্ব জুড়ে

দেখতে সাধারণ বালির মতো হলেও কাজের দিক থেকে তফাৎ রয়েছে এই দুয়ের। সাধারণ বালিতে পা দিলে দেখ যায় পা খানিকটা বসে যায়, তবে তা মোটেই একটা গোটা মানুষকে গ্রাস করে নিতে পারে না। আসলে এই চোরাবালি হল এমন বালি যা সাধারণত জল দ্বারা অতি-সম্পৃক্ত হয়ে থাকে। সাধারণ বালিতে ঘর্ষণ বল থাকে বলে বালিতে ঢুকে যেতে দেয় না। কিন্তু চোরাবালিতে প্রচুর পরিমাণ জল থাকায় এর ঘর্ষণ বল কাজ করে না। যার ফলে কোনও রকমের ভার বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে, এবং পা তলিয়ে যায়।

তবে সিনেমা বা সাহিত্যে যেমনটা দেখানো হয়, বাস্তবে তেমনটা হয় না। চোরাবালিতে পা বসে যায় ঠিকই তবে খানিকটা ঢুকে যাওয়ার পর শক্ত মাটির সন্ধান পাওয়া যায় ফলে আপাত দৃষ্টিতে তলিয়ে যেতে দেখলেও মৃত্যুর কোনও সম্ভাবনা নেই এতে। তবে কোনও নদীর তীরবর্তী অঞ্চলে জোয়ার ভাটার ফলে তৈরি চোরাবালি তুলনায় ভয়ঙ্কর হতে পারে। সেটিও কয়েক ইঞ্চি গভীর হয় ঠিকই তবে বেকায়দায় পা আটকে গেলে তা সহজে বের করা মুশকিল হয়। আর ঠিক এই সময় কোনওভাবে জোয়ারের জল ঢুকতে শুরু করলে তাতে ডুবে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু চোরাবালি নিতে সাধারণত যে ধারণা সিনেমা সাহিত্যের দৌলতে তৈরি হয়ে আছে, তা মোটেই সত্য নয়।

More Articles