ম্যাচ জেতানো ওভার, বাজিগরের নাম দীপ্তি শর্মা

ICC Women's World Cup India 2025: দক্ষিণ আফ্রিকার ৫০ রানের পার্টনারশিপ ভাঙা থেকে শুরু করে ম্যাচের গতি এককভাবে বদলে দেওয়া দীপ্তি এই ফাইনালের অঘোষিত নায়িক।

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় গর্জে উঠেছিল মাঠ, একদিকে লড়াই দক্ষিণ আফ্রিকার ব্যাটের, অন্যদিকে ভারতের স্পিনের জাদু। আর সেই জাদুর নাম দীপ্তি শর্মা। ব্যাটে-বলে-ফিল্ডে, ম্যাচের মোড় ঘোরানোর প্রতিটি মুহূর্তে তাঁর নামটাই উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি।

ইনিংসের নবম ওভারে যখন প্রথম বল হাতে নিলেন দীপ্তি, তখন দক্ষিণ আফ্রিকার রান ৫০-র ঘর ছুঁয়েছে। তাসমিন ব্রিটস তাঁর ওভার থেকে চার হাঁকিয়ে বুঝিয়ে দিয়েছিলেন লড়াই সহজ হবে না। তার পরের ওভারেই লরা উলভার্ট দীপ্তির ফ্লাইট করা বল তুলে মারলেন লং অনের বাইরে ছক্কা, স্টেডিয়ামে তখন টানটান উত্তেজনা।

কিন্তু বড় খেলোয়াড়দের বৈশিষ্ট্যই হলো প্রথম ধাক্কা সামলেও ফিরে আসা। ২২তম ওভারে উলভার্টের বিরুদ্ধে ভারতের শেষ রিভিউ খোয়ালেও দীপ্তির লাইন-লেংথ, গতি আর ছন্দ ম্যাচে তৈরি করছিল চাপ। তার সুফল এল ২৯.৩ ওভারে। সাইনালো জাফতা ধৈর্য হারিয়ে তুলে মারলেন— মিডউইকেটে রাধা যাদবের হাতে সহজ ক্যাচ। হিসেবটা তখন দক্ষিণ আফ্রিকা ১৪৮-৫।

আরও পড়ুন

রিচা-জেমিমাদের লড়াই মাঠ পেরিয়ে সমাজে

মাঝে একবার রেনুকার বলে ক্যাচ ফেলেছিলেন দীপ্তি। সেই মুহূর্তে আফসোস থাকলেও তিনি নিজেকে গুটিয়ে নেননি। বরং ফিরে এসে আরো ভয়ঙ্কর হয়ে উঠলেন। ৩৯.৩ ওভারে ইয়র্কার দিয়ে বোল্ড করলেন আনরিয়ে ডেরক্সেনকে। হিসেব তখন ২০৯-৬। আর মাত্র আড়াই ওভার পর এল দিনের সেরা মুহূর্ত। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট যখন শতরান (১০১) ছুঁয়ে আরও বিপজ্জনক হয়ে উঠছিলেন, ঠিক তখনই দীপ্তির বলে তোলা তাঁর শট দৌড়ে এসে অবিশ্বাস্য তালুবন্দি করলেন অমনজ্যোত কৌর। স্কোরবোর্ড দেখাচ্ছিল ২২০-৭। ম্যাচ তখন কার্যত ভারতের মুঠোয়।

উলভার্টের উইকেট নেওয়ার পর দীপ্তি

দক্ষিণ আফ্রিকার ৫০ রানের পার্টনারশিপ ভাঙা থেকে শুরু করে ম্যাচের গতি এককভাবে বদলে দেওয়া দীপ্তিই এই ফাইনালের অঘোষিত নায়িক। স্পিনের এই বাজিগর শুধু উইকেট নেননি, তাঁর প্রতিটি ওভার, প্রতিটি ডট বল দক্ষিণ আফ্রিকাকে ঠেলে দিয়েছে চাপে।

এমন দিনগুলোতেই বোঝা যায়, ক্রিকেট শুধুই ব্যাটে-বলের পরিসংখ্যান নয়, তা মানসিকতার লড়াইও। আর সেই লড়াইতে মুখ্য ভূমিকায় ছিলেন এক মেয়ে, যার হাতে স্পিন নয়, যেন ছিল জাদু।

ম্যাচ জেতানো ওভার, বাজিগরের নাম দীপ্তি শর্মা।

More Articles