Paris Olympic 2024: ব্যর্থতা থেকে সাফল্য, যে যে মাইলফলক স্পর্শ করল ভারত
Paris Olympics 2024: এ বছর ভারতের জন্য মিশ্র অভিজ্ঞতার। একাধিক মাইলফলক যেমন ছুঁয়েছে এই অলিম্পিকে ভারত, তেমন ভাবেই চরম ভাবে প্রত্যাশাভঙ্গও হয়েছে তার।
রবিবার শেষ হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক ২০২৪। এই বছর একশো বছর পূর্ণ করল প্যারিসের এই সামার অলিম্পিক। এ বছর ভারতের জন্য মিশ্র অভিজ্ঞতার। একাধিক মাইলফলক যেমন ছুঁয়েছে এই অলিম্পিকে ভারত, তেমন ভাবেই চরম ভাবে প্রত্যাশাভঙ্গও হয়েছে তার। এই বছর মোট ৬টি পদক দিয়ে প্যারিস অলিম্পিক শেষ করেছে ভারত। ২০২০ টোকিও অলিম্পিকে সাতটি পদক ঝুলিতে পুরতে পেরেছিল ভারত। এবার তার থেকে পদকসংখ্যা একটি কমেছে তার। তবে টোকিও ২০২০ অলিম্পিক ও ২০১২ লন্ডন সামার অলিম্পিকের পর এবারই সবচেয়ে ভালো ফল করেছে ভারত।
তিরন্দাজি, অ্যাথলেটিক্স, বক্সিং, অশ্বারোহণ, গলফ, হকি, জুডো, রোয়িং, সেলিং, শুটিং, সাঁতার, কুস্তি, টেবিল টেনিস এবং টেনিস— এই ষোলোটি বিভাগে অংশ নিয়েছিল ভারত। অ্যাথলেটিকের মঞ্চে ২৯ সদস্যের স্কোয়াড অংশগ্রহণ করেছিল ভারতের তরফে। শুটিংয়ে অংশ নিয়েছিলেন ভারতীয় ২১ জন শুটার।
আরও পড়ুন: মাত্র ১০০ গ্রাম ওজন বেশি! এক রাতেই কীভাবে অলিম্পিক বক্সিংয়ে অযোগ্য হলেন ভিনেশ?
শেষ দফায় এসে সোনা পাওয়ার লক্ষ্য থেকে ছিটকে গিয়েছে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়ার লক্ষ্য সেন। এমনকী ব্রোঞ্জ পদকও ছিটকে গিয়েছে। শুটিংয়ে দু'টি ব্রোঞ্জ জিতলেও আরও একটি পদক হাতছাড়া হয় মানু ভাকরের। সোনা থেকে ঠিক এক পা দূরে দাঁড়িয়ে খেলা থেকেই বেরিয়ে যান ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগট। রূপো পেলেও সোনা হাতছাড়া হয়েছে নীরজ চোপড়ারও। এ সমস্ত হতাশা-নৈরাশ্য সত্ত্বেও এ বছরটা ভারতের জন্য ততটাও খারাপ ছিল না। বেশ কয়েকটি নতুন রেকর্ড তৈরি হয়েছে এই বছর প্যারিস অলিম্পিকের মঞ্চে। কী কী রয়েছে সেই তালিকায়? আসুন দেখে নেওয়া যাক।
প্যারিস অলিম্পিকের ২০২৪-র মঞ্চে জ্যাভলিন থ্রোয়িংয়ে পড়শি দেশের খেলোয়ার আরশাদ নাদিমের কাছে হেরে গিয়েছেন ভারতীয় খেলোয়ার নীরজ চোপড়া। সোনা হাতছাড়া হয়েছে তাঁর। নাদিমের কাছে হেরে গেলেও নীরজ তার কেরিয়ারের দ্বিতীয় সেরা জ্যাভলিন থ্রো করেছেন এই অলিম্পিকের মঞ্চেই। তবে রূপো জেতাও কম সাফল্যের নয়, কারণ প্যারিসের মঞ্চে এটাই একমাত্র রৌপ্যপদক ভারতের।
এই অলিম্পিকেই প্রথম বার কোনও ভারতীয় মহিলা শুটিংয়ে পদক জিতেছেন। ২৮ জুলাই মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন মানু ভাকর। এথেন্স অলিম্পিক ২০০৪ সালে প্রথম বার কোনও ভারতীয় মহিলা অলিম্পিকে উঠেছিল। তার পর পদক জিতে রেকর্ড গড়লেন মনু।
ওই একটিই নয়, দলগত ইভেন্টেও আরও একটি পদক এনেছেন মনু ভাকের-সরবজোত সিং। তাঁরাই শুটিংয়ে অলিম্পিক পদক জেতা প্রথম ভারতীয় জুটি। শুটিংয়ে ভারতের ষষ্ঠ অলিম্পিক পদক এটি। এখানেই শেষ নয়। মানু ভাকর প্রথম ভারতীয় ক্রীড়াবিদ, যিনি এক অলিম্পিকেই দুটি পদক জিতেছেন। সেটাও রেকর্ড।
পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন শুটিংয়ে ব্রোঞ্জ পদক জেতেন ভারতের স্বপ্নিল কুসলে। এই প্রথম একটিই অলিম্পিকে শুটিং বিভাগে ভারতের কাছে এল তিনটি পদক।
এই প্রথম বার অলিম্পিকের মঞ্চে হকিতে পদক জিতল ভারত। স্পেনকে ২-১ গোলে হারিয়ে প্যারিস 2024 অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছে তারা। যেটাও নয়া রেকর্ড।
তিরন্দাজিতে দলগত ইভেন্টে এই প্রথম বার ভারতীয়রা সেমিফাইনালে পৌঁছেছে। পদকের দৌড় থেকে ছিটকে গেলেও চতুর্থ স্থান নিশ্চিত করেছিল তারা, সেটাও রেকর্ড ভারতের জন্য।
২১ বছর বয়সে কুস্তির পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন আমান সেহরাওয়াত। ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সর্বকনিষ্ঠ পদকজয়ী আমান।
এই প্রথম বার ব্যাডমিন্টনের ফাইনালে উঠেছিল ভারত। লক্ষ্য সেন অলিম্পিকে পুরুষদের ব্যাডমিন্টন ইভেন্টে সেমিফাইনালে পৌঁছে প্রথম ভারতীয় শাটলার হয়েছিলেন। যদিও ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে যান লক্ষ্য। তবে ব্যাডমিন্টনে ভারতের হয়ে খাতা তিনি অবশ্যই খুলে দিয়েছেন অলিম্পিকের ফাইনালে।
আরও পড়ুন:Paris Olympics 2024: ছাই থেকে জেগে ওঠা এক আগুনের নাম সিমোন বাইলস
এই প্রথম টেবিল টেনিসের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠল ভারত। ২৯ জুলাই প্যারিস ২০২৪-এর অলিম্পিক গেমসের প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন ভারতীয় টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা। সেটাও একটা রেকর্ড তো বটে।
ফাইনালে পৌঁছেও ৫০ কেজি কুস্তির মঞ্চ থেকে ছিটকে যান কুস্তিগির বিনেশ ফোগট। একশো গ্রাম ওজন বেড়ে যাওয়ার জন্য সোনার দৌড় থেকে ছিটকে যান তিনি। এমনকী জেতা রূপো পর্যন্ত হাতছাড়া হয়ে যায় তাঁর। তবে সেই পদকটির জন্য কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা CAS-এ আবেদন করেছেন বিনেশ। সেই মামলার রায়দান পর্ব এখনও ঝুলে। আর সেখানে যদি জিতে যান ভিনেশ, তাহলে ভারতের ঝুলিতে ২০২৪ প্যারিস অলিম্পিকের তরফে আসতে চলেছে আরও একটি রৌপ্যপদক। শেষ পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার হতে চলেছে সেই রায়দান।