কাশ্মীরে গিয়ে বরফ হাতে খুনসুটি রাহুল-প্রিয়াঙ্কার, ভালোবাসাই কি কংগ্রেসের নির্বাচনী অস্ত্র?

Rahul Gandhi Priyanka Gandhi Snowball Fight : ভাই আর বোন মিলে একে অন্যের দিকে বরফ ছুঁড়ছেন। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

চারিদিকে বরফ আর বরফ। আবহাওয়া ক্রমশ ধূসর হয়ে আসছে। জাঁকিয়ে ধরছে ঠাণ্ডা। পাহাড়প্রেমীদের কাছে এ এক স্বর্গরাজ্য। একসঙ্গে পাহাড় আর বরফের মজা, এ কি কম কথা নাকি! হঠাৎই সেখানে শুরু হল দুই ভাই-বোনের ‘খুনসুটি’। একজন অন্য জনের দিকে বরফ ছুঁড়ে মারছে। দুজনেই সাদা বরফের স্তূপের ওপর দৌড়াদৌড়ি করছে। যেন এক লহমায় ফিরে গিয়েছেন ছোটবেলায়। ভারত জুড়ে এই দৃশ্য খুবই স্বাভাবিক। কিন্তু যদি সেই ভাই-বোনের নাম হয় রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধী! তাহলে তো অবশ্যই সেই ঘটনা গুরুত্ব পাবে বৈকি!

অবশ্য গুরুত্ব পেয়েও গেল চোখের নিমেষে। রাহুল আর প্রিয়াঙ্কার এই ‘খুনসুটি’ দেখে অনেকেই বেশ আপ্লুত। সম্প্রতি রাহুল গান্ধী নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, চারিদিকে বরফের মাঝে বোন প্রিয়াঙ্কার সঙ্গে মজা করছেন কংগ্রেসের এই নেতা। ভাই আর বোন মিলে একে অন্যের দিকে বরফ ছুঁড়ছেন। আর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়!

কিন্তু এমনটা কেন? ২০২২ সাল থেকেই জাতীয় কংগ্রেস শুরু করেছে বিশেষ ভারত জোড়ো যাত্রা। আর সেই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী। সাদা হাফহাতা জামা, প্যান্ট, বুট পরে দলের কর্মীদের সঙ্গে মাইলের পর মাইল হাঁটছেন তিনি। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, সেলেব্রিটিদেরও দেখা গিয়েছে ভারত জোড়ো যাত্রায়। ভারতের রাজনীতির ময়দানে এই বিশেষ কর্মসূচি সাড়াও ফেলেছে।

আরও পড়ুন : কনকনে শীতেও গায়ে সামান্য হাফহাতা জামা, রাহুল গান্ধীর কি ঠাণ্ডা লাগে না? কী বলছেন বিজ্ঞানীরা?

২০২৩-এর ২৯ জানুয়ারি, রবিবার সেই ভারত জোড়ো যাত্রারই অন্তিম পর্ব ছিল। দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার পর কাশ্মীরে এই যাত্রা শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন রাহুল গান্ধী। সেইমতো বিশাল র্যা লি পৌঁছয় শ্রীনগরে। জানুয়ারির শেষের দিকে সেখানে প্রবল ঠাণ্ডা, সেইসঙ্গে বরফও পড়ছে। তাই বরফ পড়ার সেই আনন্দকে দলের সবার সঙ্গেই ভাগ করে নিলেন রাহুল। এই শেষ মুহূর্তে তাঁর সঙ্গী ছিলেন বোন প্রিয়াঙ্কাও।

তখনই বোনের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠেন রাহুল। বরফের গোলা বানিয়ে একে অন্যের দিকে ছুঁড়ে মারেন। বরফের মধ্যেই ছোটাছুটি শুরু করেন। তাঁদের দেখাদেখি কংগ্রেসের বাকি নেতারাও একে অন্যের সঙ্গে বরফ খেলায় মেতে ওঠেন। হাসি আর আনন্দেই শেষ হয় ভারত জোড়ো যাত্রা। শেষপাতে মিষ্টিমুখের মতো এই বরফ খেলার ছবিও একটা মুহূর্ত হয়ে ধরা থাকল কংগ্রেসের অ্যালবামে।

আরও পড়ুন : বোনকে আদর, মোদিকে আলিঙ্গন! প্রকাশ্যে ভালোবেসেই তবে ভারতকে জুড়বেন রাহুল?

এমনিতেও দাদা রাহুল ও কংগ্রেসের নানা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন প্রিয়াঙ্কা গান্ধী। ভারত জোড়ো যাত্রাতেও হেঁটেছেন তিনি। তবে দাদা-বোনের রসায়নে কোনও কমতি হয়নি। কয়েকদিন আগেই যাত্রার সময় দুই ভাইবোনের ভালোবাসার নজির দেখা গিয়েছিল। প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরেছিলেন রাহুল। এদিনও দেখা গেল সেই ছবিই। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে রাহুল বলেছিলেন, ছোটবেলায় দু’জনের মধ্যে মারাত্মক ঝগড়া, মারামারি হতো। কিন্তু বাবা রাজীব গান্ধীর হত্যার পর সেটা কমে যায়। এখনও একে অপরের সহায় হয়ে ওঠেন তাঁরা। সেই ছবিই ধরা থাকল শ্রীনগরেও।

ভারতীয় সংস্কৃতিতে দাদা-বোন বা ভাই-দিদির সম্পর্ক এক আলাদা জায়গা দখল করে থাকে। তাদের এই খুনসুটি, আবেগ, বন্ধনই তো আসল পারিবারিক ছবিটি সামনে আনে। ভারত জোড়ো যাত্রা অবশ্যই একটি রাজনৈতিক কর্মসূচি। ২০২৪-এর লোকসভা ভোটের আগে কংগ্রেসের পরিকল্পনাগুলির একটা। এই যাত্রায় ভারতীয় সংস্কৃতি, ভারতের আবেগকেই বারবার সামনে আনা হয়েছে। ‘ভারত জোড়ো’ নামটার সঙ্গেই সেই সূত্র জড়িয়ে রয়েছে। দাদা-বোনের বন্ধনও তেমনই একটি আবেগ। ঘৃণা নয়, হিংসা নয়, ভালোবাসা-আনন্দই হল ভারতের আসল আত্মা – সেটাই কি নিজেদের দিয়ে প্রমাণ করতে চাইলেন রাহুল আর প্রিয়াঙ্কা?

More Articles