বিনা টিকিটে মাছিও পারে না গলতে! ১কোটি টাকার জরিমানা তুলে রেকর্ড সাঁতরাগাছির টিকিট চেকারের

Santragachi Station Ticket Checker: ২০২৩ সালের ২৬ মার্চ পর্যন্ত জরিমানা হিসাবে মোট ১,০০,৫৩,৪০০ টাকা সংগ্রহ করেছেন তিনি।

তাঁর চোখকে ফাঁকি দেওয়া কঠিন। যতই পাকা খেলোয়াড় হন না কেন, ঠিক এসে আটকা পড়বেন তাঁর জালে। জনসমুদ্রের মধ্যেও তাঁর শ্যেন দৃষ্টি ঠিক খুঁজে নেয় আসল 'কালপ্রিট'দের! বিনা টিকিটে ভ্রমণ করা মাছিও আটকে দেন তিনি, মানুষ তো নস্যি! প্রতিবছর রেলের একটা বড় আয় হয় জরিমানা হিসেবে পাওয়া টাকা থেকে। রেলের টিকিট চেকারদের জরিমানা আদায়ের মাধ্যমে ভারতীয় রেল প্রতি মাসেই লাখ লাখ টাকা রাজস্ব আয় করে। তবে লাখের অঙ্ককে হেলায় হারিয়েছেন যিনি, তাঁর নাম পিন্টু দাস। বিনা টিকিটের যাত্রী ধরে জরিমানা করে ১ কোটি টাকারও বেশি অর্থ তুলেছেন রেলের তহবিলে! দক্ষিণ পূর্ব রেলওয়ের হাওড়া খড়গপুর শাখার পিন্টু দাস চলতি আর্থিক বছরে জরিমানা হিসাবে ১ কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করে নজির গড়েছেন।

দক্ষিণ পূর্ব রেলওয়ের একটি বিবৃতি অনুযায়ী, পিন্টু দাসের কর্মস্থল হাওড়া খড়গপুর শাখার সাঁতরাগাছি স্টেশন। ২০২৩ সালের ২৬ মার্চ পর্যন্ত জরিমানা হিসাবে মোট ১,০০,৫৩,৪০০ টাকা সংগ্রহ করেছেন তিনি। ভারতীয় রেলের মতে, এটি রেলওয়ের দক্ষিণ-পূর্ব শাখা থেকে জরিমানা হিসেবে টিকিট চেকারের সংগ্রহ করা সর্বোচ্চ পরিমাণ অর্থের অন্যতম!

কীভাবে এই ব্যাপক জরিমানা আদায় হলো শুধু সাঁতরাগাছি স্টেশন থেকেই? বিনা টিকিটের যাত্রী ধরতে 'এক্সপার্ট' পিন্টু দাস জানিয়েছেন, তিনি মূলত লম্বা দূরত্বের যাত্রীদের টিকিট চেক করেন। সেইসঙ্গে হাওড়া থেকে খড়গপুর, খড়গপুর থেকে বালেশ্বর, হাওড়া থেকে দিঘা এবং শালিমার থেকে টাটার মধ্যে লোকাল ট্রেনের যাত্রীদের উপরেও নিয়মিত কড়া নজর রাখেন। বিনা টিকিটের যাত্রী কে হতে পারে, দূর থেকে দেখলেই পড়ে ফেলতে পারেন তিনি। তাঁর এই 'কৃতিত্বের' নেপথ্যে বহু মানুষ রইলেও সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমারই তাঁর 'অনুপ্রেরণা' বলে মনে করেন পিন্টু।

আরও পড়ুন- ট্রেন তো নয়, নরক! ভারতীয় রেলের সবচেয়ে নোংরা ট্রেন কোনগুলি?

এক কোটি টাকারও বেশি টাকা জরিমানা তুলেছেন একাই! পেয়েছেন তাঁর বিভাগের সমস্ত ইনচার্জ এবং কর্মীদের অফুরান সমর্থন। সবার সহযোগিতা পেয়েই এই সাফল্য বা লক্ষ্যে পৌঁছেছেন তিনি, মনে করেন পিন্টু। ভবিষ্যতে রেলপথকে আরও এগিয়ে নিয়ে যেতে চান বলেও জানিয়েছেন তিনি।

যারা চলতি আর্থিক বছরে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ১ কোটি টাকার বেশি জরিমানা সংগ্রহ করেছেন সেই সমস্ত টিকিট চেকারদের তালিকা ঘোষণা করেছে দক্ষিণ মধ্য রেল। নয়জনের নাম রয়েছে সেই 'এক কোটির ক্লাবে'। এই সমস্ত কর্মীরা মোট ১.১৬ লক্ষ যাত্রীদের জরিমানা করেছেন। এই যাত্রীরা হয় টিকিট ছাড়াই ভ্রমণ করেছেন বা অনিয়মিত যাত্রী ছিলেন বা তাঁদের লাগেজের কোনও বুকিং ছিল না। মোট জরিমানা আদায় হয়েছে ৯.৬২ কোটি টাকা।

দক্ষিণ মধ্য রেলওয়ে একটি বিবৃতিতে বলেছে, “দক্ষিণ মধ্যে রেলের ইতিহাসে এই প্রথম কোনও টিকিট চেকার ব্যক্তিগতভাবে একাই কোটি টাকার জরিমানা তুলেছেন।” নয়জন টিকিট চেকারের মধ্যে সাতজন সেকেন্দ্রাবাদ বিভাগের এবং একজন বিজয়ওয়াড়া এবং গুন্তকাল বিভাগের। সেকেন্দ্রাবাদ বিভাগের প্রধান টিকিট পরিদর্শক টি নটরাজন ১২,৬২৯ জন যাত্রীকে জরিমানা করে ১.১৬ কোটি টাকা সংগ্রহ করে সর্বোচ্চ টাকা সংগ্রহ করেছেন।

More Articles