Discard Article
Do you really want to discard the article ?
Submit Article
Once you submit, the story will be produced to our
editor for review
মোদিকে ছাপিয়ে যাবেন আদিত্যনাথ? জনপ্রিয়তায় কোথায় দাঁড়িয়ে যোগী?
Yogi Adityanath Follower: নরেন্দ্র মোদির পর গত ৩০ দিনে সবচেয়ে বেশি অনুগামী বেড়েছে যোগী আদিত্যনাথের।
মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। হর ঘর মোদি। মোদি নেহি তো কৌন? ভারতের রাজনৈতিক দর্শন চিরকালই নেতামুখী। একজন নির্দিষ্ট নেতাকে ঘিরে গড়ে ওঠে প্রত্যাশা, দল, জনপ্রিয়তা। তিনি না থাকলে বিকল্প কে, স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। মোদি আর শাহ, মানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রায় ছায়াসঙ্গী। তবে জনপ্রিয়তায় মোদিকে টেক্কা দিতে পারেন না অমিত শাহ। টেক্কা যিনি দিতে পারেন, তিনি এই মুহূর্তে ভারতের গেরুয়া রাজনীতি ও বিজেপির মতাদর্শের ধ্বজাধারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তার নিরিখে তিনি রয়েছেন ঠিক নরেন্দ্র মোদির পরেই! তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর গত ৩০ দিনে সবচেয়ে বেশি অনুগামী বেড়েছে যোগী আদিত্যনাথের। সোশ্যাল মিডিয়া সাইট এক্স (আগেকার টুইটার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ৩০ দিনে মুখ্যমন্ত্রী যোগীর অনুগামী বেড়েছে ২.৬৭ লাখেরও বেশি।
X তার সমস্ত হ্যান্ডেলের তালিকা প্রকাশ করেছে যা গত ৩০ দিনে সবচেয়ে বেশি মানুষ অনুসরণ করেছে। এর মধ্যে যেমন রয়েছে কোনও ব্যক্তিত্ব বা সংস্থা তেমনই আছে বিশ্বজুড়ে কাজ করা ফাউন্ডেশনও। ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে এই তালিকায় দ্বিতীয় নামটি হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁর অনুগামী বেড়েছে ৬.৩২ লক্ষ।
Top 𝕏 / Twitter gainers (number of followers last 30 days):
— Global Index (@TheGlobal_Index) September 4, 2023
1.🇺🇲 Elon Musk: +3,739,109
2.🇯🇵 Tokyo Metro Info: +1,539,404
3.🇮🇳 ISRO: +1,166,140
4.🇮🇹 Fabrizio Romano: +1,038,246
5.🇺🇲 MrBeast: +762,196
6.🇺🇲 Tucker Carlson: +737,396
7.🇺🇲 Donald Trump: ++734,614
8.🇺🇲 NASA: +647,704…
আরও পড়ুন- ‘ইন্ডিয়া’ বদলে ‘ভারত’! কেন দেশের নাম বদলাতে মরিয়া বিজেপি?
যোগী আদিত্যনাথ রাহুল গান্ধি সহ অন্যান্য ভারতীয় রাজনীতিবিদদের থেকে অনেক এগিয়ে রয়েছেন। রাহুল গান্ধি ওই তালিকায় তিন নম্বরে রয়েছেন ঠিকই কিন্তু সংখ্যায় পিছিয়ে। সোশ্যাল মিডিয়াতে যোগীর জনপ্রিয়তা অন্য যে কোনও রাজনীতিবিদের চেয়ে দ্রুত বাড়ছে। সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে এই মুহূর্তে যোগী আদিত্যনাথের মোট ফলোয়ারের সংখ্যা ২৬ মিলিয়ন!
এই তালিকায় ভারতীয় রাজনীতিবিদ, প্রতিষ্ঠান বা ব্যক্তিত্বের মধ্যে সার্বিকভাবে দেখতে গেলে যোগী নতুন ফলোয়ার বৃদ্ধির ক্ষেত্রে আছেন তিন নম্বরে। তাঁর আগে আছে ISRO (১,১৬৬,১৪০), প্রধানমন্ত্রী মোদি এবং বিরাট কোহলি (৪,৭৪,০১১)। সারা বিশ্বজুড়ে এই হিসেব দেখতে গেলে যোগী আছেন ৩০ নম্বরে। গত এক মাসে সুচেয়ে বেশি অনুগামী বেড়েছে এলন মাস্কের। চন্দ্রযান ও আদিত্য এল ১ এর পরে ইসরো এই সার্বিক তালিকায় তৃতীয় স্থানে। ডোনাল্ড ট্রাম্প আছেন সপ্তম স্থানে। মোদি দশম স্থানে।
কলকাতার তলপেট মস্তানির একাল সেকাল
ধোঁয়াটে ক্রিক রো-র ঝলমলে জলসা! কলকাতা কাঁপাত মস্তান ভানু বোসের কালীপুজো
"Awsome! Author inscript will view your appreciation"
Applause with Google Applause with Facebook Continue with General LoginYour purchase could not be completed
We received error when attempting to authorize your payment from razar pay. But don't worry our team will be in touch with you shortly
Congratulations!
You have unlocked “মোদিকে ছাপিয়ে যাবেন আদিত্যনাথ? জনপ্রিয়তায় কোথায় দাঁড়িয়ে যোগী?” just now. Read it anytime in next 30 days