শহর ভাসিয়ে বইছে ২.২ মিলিয়ন লিটার রেড ওয়াইনের নদী! ভিডিও দেখেও বিশ্বাস করা শক্ত!

Viral Wine River: শুধু যে এত এত পরিমাণে ওয়াইন নষ্ট হয়েছে তাই নয় পরিবেশের এক বিশাল সঙ্কটও ডেকে এনেছে এই ওয়াইন-নদী।

কত কী ঘটে! মনে মনে তো কত ভাবনাই আসে, সত্যি হয় কতটুকুই বা! এই যেমন ভাবলেন প্রিয় খাবারের এক বিশ্বে আপনি ঘুরে বেড়াচ্ছেন, ডার্ক চকলেটের সূর্য উঠছে, গাছে গাছে ফলে আছে কড়াপাকের জিলিপি, বাড়ির ইঁটগুলি সব আস্ত চিকেন কাবাব! বাড়ির ছোট্ট চৌবাচ্চাটি বিয়ারে ভর্তি, ওয়াইনের একটি সুইমিংপুলে সাঁতার কাটছেন আপনি... বাড়াবাড়ি হচ্ছে কি? মোটেও না! বিড়াল রুমাল হয়ে যেতে পারলে সুইমিং পুল কেন জলের বদলে ওয়াইনের হবে না? হয়েওছে তো! সুইমিং পুল না, আস্ত বন্যা হয়েছে ওয়াইনের! রাস্তা ঘাট ভাসিয়ে বয়ে যাচ্ছে ওয়াইনের ধারা! এই ধরাধামেই ঘটেছে এমন ঘটনা। ভিডিও দেখেও বিশ্বাস নাও হতে পারে, তবে ইহা বাস্তব, ঘোর বাস্তব!

পর্তুগালের সাও লরেঙ্কো দে বেইরোর ঘটনা। রবিবার বিকেল, আকাশে মেঘ নেই, বৃষ্টির সম্ভাবনাও নেই। তবু, রাস্তা দিয়ে জলধারার শব্দ। অবাক হয়ে শহরবাসী দরজা খুলতেই চোখ কপাল ছাড়িয়ে চড়কগাছে! ছোট্ট এই শহরের রাস্তায় বয়ে যাচ্ছে রেড ওয়াইনের নদী! শহরের একটি খাড়া পাহাড় থেকে লক্ষ লক্ষ লিটার ওয়াইন বয়ে গেছে শহরের রাস্তা দিয়ে, নালা দিয়ে, ধুলোবালির উপর দিয়ে! বাসিন্দারা হাঁ হয়ে দেখছেন, লাল রঙের এক নদী বয়ে যাচ্ছে চোখের সামনে দিয়ে। ভিডিও বন্দি করে নিয়েছিলেন তারা সেই আশ্চর্য মুহূর্ত। শহরের গলি ভাসিয়ে দিয়ে হঠাৎ এমন ওয়াইন বন্যা ঘটল কীভাবে?

আরও পড়ুন- হারানো যৌন উদ্দীপনা থেকে দৃষ্টিশক্তি ফেরাতে পারে সাপের বিষে তৈরি ওয়াইন!

রহস্যময় ওয়াইন নদীটির জন্ম শহরের এক ডিস্টিলারি থেকে। ২ মিলিয়ন লিটারের বেশি রেড ওয়াইন সহ ব্যারেল বয়ে নিয়ে যাওয়া ট্যাঙ্কগুলি অপ্রত্যাশিতভাবে ফেটে যায় সেইদিন। এই ট্যাঙ্ক ফেটে যাওয়ার কারণে যে পরিমাণ ওয়াইন বেরিয়ে নষ্ট হয় তা একটি অলিম্পিক-আকারের সুইমিং পুল কানায় কানায় পূর্ণ করতে পারে! শুধু যে এত এত পরিমাণে ওয়াইন নষ্ট হয়েছে তাই নয় পরিবেশের এক বিশাল সঙ্কটও ডেকে এনেছে এই ওয়াইন-নদী। ওয়াইনের এই নদীটি কাছাকাছি একটি প্রাকৃতিক নদীর দিকে চলে গিয়েছে। ওয়াইন নদীটি শহরের বাকি অংশকে ভাসিয়ে দেওয়ার আগে ডিস্টিলারির কাছাকাছি একটি বাড়ির বেসমেন্টকে ডুবিয়ে দেয়।

স্থানীয় সার্টিমা নদী পুরো মদের নদী হয়ে যাওয়ার আগে দমকল বিভাগ ওয়াইনের বন্যা বন্ধ করতে মাঠে নেমে পড়ে। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন বলছে, ওয়াইনের এই বন্যার দিশা পাল্টে দেওয়া হয় নিকটবর্তী মাঠের দিকে। লেভিরা ডিস্টিলারি এই উদ্ভট ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছে। ডিস্টিলারি কর্তৃপক্ষ শহরের ওয়াইনসিক্ত জমি ড্রেজিং করার কথাও জানিয়েছে।

More Articles