অবশেষে রহস্যভেদ! যে বাগানে নিষিদ্ধ ফল খেয়েছিল আদম ইভ, জানেন বাস্তবে কোথায় অবস্থিত?
Adam and Eve Eden garden Location: বাগানটি এমন জায়গায় অবস্থিত ছিল যেখানে চারটি নদী মিলিত হয়েছে। আমরা এই নদীগুলির মধ্যে দু'টিকে চিনিও: টাইগ্রিস এবং ইউফ্রেটিস
ইডেন গার্ডেন। নাহ, কলকাতা শহরের খেলার মাঠ নয়। বাইবেলে লেখা এমন একটি স্থান যা খ্রিস্টধর্ম এবং ইহুদি ধর্মের কল্পনার সঙ্গে গভীরভাবে জড়িত। কিন্তু এই ইডেন গার্ডেন কি সবটাই কল্পনা? নাকি বাস্তবে কোনও জায়গা ছিল সত্যিই? যদি থেকে থাকে তাহলে সেটি কোথায়? এ নিয়ে সন্দেহই নেই যে ইডেন গার্ডেন এক আস্ত প্রতীক এবং এই কাহিনির এমন অনেক দিক রয়েছে যা যুক্তিসঙ্গত অবস্থান থেকে বোঝা সম্ভবই নয় (যেমন কথা বলা সাপ)! কিন্তু ইডেন গার্ডেন কি বাস্তবে রয়েছে কোথাও? কোন জায়গায় রয়েছে সেই বাগান যেখানে আদম আর ইভ 'নিষিদ্ধ ফল' খেয়েছিলেন?
ইডেনেই মানুষ প্রথম তৈরি হয়েছিল। প্রথম দুই মানুষ, অ্যাডাম এবং ইভ, নগ্ন দুই আদিম চরিত্র এই বাগানেই ঘুরে বেড়াত। একদিন একটি নিষিদ্ধ ফল তাদের (এবং সমস্ত মানবজাতিকে) গভীর সমস্যায় ফেলল। বাইবেলের প্রতীকের ব্যাখ্যা অনুযায়ী এই গল্পটিতে বোঝানো হয় যে, কীভাবে মানুষ শিশুসদৃশ নিষ্পাপ মন এবং আনন্দ থেকে ধীরে ধীরে স্বাধীন ইচ্ছা এবং জ্ঞান এবং সেইসঙ্গে যা কিছু খারাপ আর মৃত্যুর দিকে এগিয়ে যায়।
আরও পড়ুন- অবশেষে রহস্য উদ্ধার! কোথায় বসে আছেন ভিঞ্চির মোনালিসা? জানলে চমকে উঠবেন…
বাগানের অবস্থান বোঝাতে লেখা হয়েছে, “এবং বাগানে জল দেওয়ার জন্য একটি নদী বেরিয়েছিল ইডেন থেকে; সেখান থেকে এটি বিচ্ছিন্ন হয়ে চারটি শাখা হয়ে গেল। প্রথমটির নাম পিশোন; এটাই হাবিলার সমগ্র দেশকে ঘিরে আছে। এই দেশে সোনা আছে, বিডেলিয়াম এবং গোমেদ পাথর আছে। আর দ্বিতীয় নদীর নাম গিহোন; এই নদী কুশের সমস্ত দেশকে ঘিরে রেখেছে। আর তৃতীয় নদীর নাম টাইগ্রিস; সেটিই আশূরের পূর্ব দিকে যাচ্ছে। আর চতুর্থ নদী হল ইউফ্রেটিস।"

তাহলে বোঝা যাচ্ছে, এই বাগানটি এমন জায়গায় অবস্থিত ছিল যেখানে চারটি নদী মিলিত হয়েছে। আমরা এই নদীগুলির মধ্যে দু'টিকে চিনিও: টাইগ্রিস এবং ইউফ্রেটিস, যা তুরস্কে উৎপত্তি হয়ে সিরিয়া এবং ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পারস্য উপসাগরে পড়েছে। যাইহোক, পিশোন এবং গিহোন আসলে কোন নদী তা বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। গত কয়েক শতাব্দী ধরে, কিছু ধর্মতত্ত্ববিদ অনুমান করেছেন যে, এই দু'টি নদী ভারতের গঙ্গা এবং মিশরের নীল নদও হতে পারে। কিন্তু বাস্তবে যা দূরত্ব দাঁড়ায় তা খুব একটা যুক্তিসঙ্গত নয়।
টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর উল্লেখের উপর ভিত্তি করে অনুমান করা যায় যে ইডেন উদ্যানটি ইরাক এবং ইরানের একটি এলাকা হতে পারে যেখানে এই দু'টি নদী পারস্য উপসাগরের কাছে মিলিত হয়েছে। বিশেষ করে, ইরান-ইরাক সীমান্তে শাট আল-আরব নামে একটি নদী রয়েছে যা ইউফ্রেটিস এবং টাইগ্রিস নদীর সঙ্গমস্থলে গঠিত।
আরও পড়ুন- আদিম মানুষের ক্যালেন্ডার আবিষ্কার হলো যেভাবে…

ইডেন উদ্যান তাহলে কোথায় অবস্থিত?
আরও বৈজ্ঞানিক দিক দিয়ে ভাবতে হলে, যদি আমরা বিশ্বাস করি যে ইডেন গার্ডেন মানুষের উৎপত্তির প্রতীক, তাহলে নিঃসন্দেহে আফ্রিকার দিকেই তাকাতে হবে।
দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গের প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এই ইডেন গার্ডেনের অবস্থা হতে পারে। এই জায়গাটিতেই মানুষের পূর্বপুরুষের অবশেষের মিলেছে সবচেয়ে বেশি। এখানে পাওয়া হাজার হাজার জীবাশ্মের মধ্যে, গবেষকরা অস্ট্রালোপিথেকাসের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। অস্ট্রালোপিথেকাস একটি প্রাথমিক বানরের মতো মানব প্রজাতি যাদের বয়স প্রায় ৩.৪ থেকে ৩.৭ মিলিয়ন বছর।
২০০,০০ থেকে ৩০০,০০০ বছর আগে আধুনিক হোমো স্যাপিয়েন্স বিবর্তিত হয়নি। আফ্রিকাই ছিল মানুষের ক্রমবিকাশের অবস্থান। আধুনিক মানুষ সম্ভবত আধুনিক ইথিওপিয়ার আশেপাশে কোথাও আবির্ভূত হয়েছিল।
সুতরাং, ইডেন উদ্যান যদি সত্যিই থেকে থাকে তাহলে দক্ষিণ আফ্রিকা এবং ইথিওপিয়াতেই তা থাকতে পারে৷ প্রাচীন চারটি নদী এখানে মিলিত হয়েছিল কিনা গবেষণা চলছে।

Whatsapp
