মাত্র তিন বছরে ১৩৫টি দেশ ঘোরার হাতছানি! যে সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য

135 Countries In 3 Years : আচ্ছা, যদি সুযোগ আসে এক নাগাড়ে ১৩৫টি দেশ ঘুরে দেখার? তাও মাত্র তিন বছরের মধ্যে?

ঘুরতে যেতে কার না ইচ্ছে হয়! কাজের ফাঁকে, ব্যস্ত জীবনযাত্রার ভিড় থেকে বেরনোর সুযোগ পেলেই হল। পাহাড় হোক বা সমুদ্র, পায়ের তলায় সর্ষে লেগে গেলে মানুষের আর ঘরে মন টেকে না। কিন্তু সে তো এদিক ওদিক ঘোরার জন্য। কখনও ইচ্ছে করে না, বিদেশের বিভিন্ন জায়গায় ঘোরার ছবি অ্যালবামে থাকুক? বিশ্বভ্রমণের স্বপ্ন হয়তো অনেকেরই আছে। কিন্তু সেই সুযোগ সকলের নেই। হয়তো বাইরের একটা দেশ ঘুরে এসেই পকেটে টান পড়ল। আচ্ছা, যদি সুযোগ আসে এক নাগাড়ে ১৩৫টি দেশ ঘুরে দেখার? তাও মাত্র তিন বছরের মধ্যে?

না, কষ্টকল্পনা নয় একদমই। ১৩৫টি দেশ ঘুরে দেখা মুখের কথা নয়। আর তাও মাত্র তিন বছরে? এমনই অভিনব উদ্যোগ নিয়েছে এমভি জেমিনি (MV Gemini) ক্রুজ। ঝাঁ চকচকে বিশাল ক্রুজে চড়ে সমুদ্রের মাঝে ঘুরে বেড়ানো, এলাহি আয়োজন, সঙ্গে পৃথিবীর সাতটি মহাদেশেই পা রাখা। এক কথায় দুর্লভ একটি সুযোগ। আর নিজেদের প্রচারের কাজেও সেই ব্যাপারটিকেই সামনে রাখছে এই ক্রুজ কোম্পানি। ১,৩০,০০০ মাইল দীর্ঘ পথের অ্যাডভেঞ্চার বলে কথা, সহজে ছাড়া যায় নাকি!

এই বিশেষ যাত্রা সম্পর্কে কী জানা যাচ্ছে? ১ নভেম্বর ইস্তানবুল থেকে এমভি জেমিনি ক্রুজটি যাত্রা করবে। পৃথিবীর প্রতিটি কোণায় ঢুঁ মারবে এই ক্রুজ। নিছক যাত্রী বা ট্যুরিস্ট হিসেবে নয়, বরং মানুষ একে অপরের সঙ্গে প্রতিবেশীর মতো থাকুক এই জাহাজে, একসঙ্গে ঘুরে দেখুক সমস্ত জায়গা – এটাই অন্যতম প্রধান উদ্দেশ্য। যারা গেস্ট হিসেবে থাকছেন, তাঁরা নিজেদের বন্ধুবান্ধবদেরও ডেকে নিতে পারেন। একেবারে বিনামূল্যে থাকতে পারবেন সেই অতিথিরা। পাশাপাশি থাকছে ঝাঁ চকচকে সব আয়োজন। ক্যাফে, ১৪টি অফিস, দু’টো বিজনেস রুম, লাইব্রেরি, গলফ খেলার জায়গা, কী নেই সেখানে! সেইসঙ্গে রয়েছে অফুরন্ত ওয়াইফাই ব্যবহারের সুযোগ। তিন বছর টানা যদি কেউ থাকতে চান, তাহলে তাঁর কাজের যাতে কোনও অসুবিধা না হয়, তার সমস্ত ব্যবস্থাই রয়েছে সেখানে।

এবার আসা যাক আসল প্রশ্নে। এই এলাহি আয়োজনের অনুভব পেতে গেলে পকেট থেকে কত খসবে? এটা একটু বেশি অঙ্কই দেখিয়েছে ক্রুজ কর্তৃপক্ষ। ২৯,৯৯৯ ডলার থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকা! আর সেটাও প্রতি বছর দিতে হবে। সাধারণের পক্ষে অনেকটাই মুশকিল এমন ব্যয়বহুল যাত্রা। কিন্তু যাঁদের পকেটের জোর আছে, তাঁরা একবার চেষ্টা করে দেখতেই পারেন। এলাহি আয়োজনে ভরপুর, মজা আর অ্যাডভেঞ্চার একইসঙ্গে রয়েছে এই জাহাজে। তাহলে আর দেরি কেন!

More Articles