হুহু করে বাড়ছে জাল ৫০০ টাকা, অজান্তেই বড় ফাঁদে পড়বেন না তো! যেভাবে চিনবেন সঠিক নোট

Reserve Bank of India : আপনার কাছে এই ৫০০ টাকার নোট থাকলে হতে পারে চরম বিপদ, নতুন নির্দেশিকা জারি RBI-র

২০১৬ সালের ৮ নভেম্বর, রাতারাতি নোট বন্দির ঘোষণা করেন নরেন্দ্র মোদি। ভারতের অর্থনীতিতে একটা ভোল বদল ঘটে সেই দিনই। পুরনো ৫০০ এবং ১০০০ টাকা নোট বাতিল করে দেওয়া হয়। পুরনোকে সরিয়ে জায়গা দখল করেছিল নতুন ধূসর বর্ণের ৫০০ টাকা ও গোলাপী রঙের চকচকে ২০০০ হাজার টাকার নোট। এরা অবশ্য একা আসেনি, সঙ্গে করে নিয়ে আসে ১০, ২০, ৫০, ১০০ এবং ২০০ টাকার নতুন নোটও। যদিও পুরনো ৫০০ আর ১০০০ টাকা ছাড়া বাকি নোটগুলি এখনও বাজারে সচল, কিন্তু অচিরেই কমে গিয়েছে সংখ্যাটা। ক্রমেই টাকার থলিতে তলানিতে ঠেকেছে তারা। হাতে হাতে ঘুরেছে নতুন জমানা। কিন্তু এসবের মধ্যেও মূল কৌতুহল প্রথম থেকেই ঘিরে রেখেছিল নতুন ৫০০ এবং ২০০০ টাকার নোটকেই। অনেকেই বলছিলেন এতে চিপ আছে, আবার কারও কারও দাবি ছিল এই নতুন নোট চাইলেও জাল করা সম্ভব নয়। এমনকী এটিএম থেকে টাকা তোলার সময়ও মত এই দুটি নোটের আধিক্য লক্ষ্য করা যেত।

যদিও ক্রমেই দেখা গিয়েছে বাজার থেকে হারিয়ে গিয়েছে ২০০০ টাকার নতুন নোটগুলি। প্রযুক্তিকে বুড়ি আঙুল দেখিয়ে যথেচ্ছ হারে জল হতে থেকে সেই নোটও। এমন কথা শোনা যায়, সরাসরি নোট বিন্দুর চক্করে না গিয়ে নাকি ধীরে ধীরে বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। কিন্তু ৫০০ টাকার নোট নিয়ে এখনও সেরোজম কোনও বিজ্ঞপ্তির কথা কানাঘুষো করেও শোনা যায়নি। বাজার,দোকান সর্বত্র হাতে হাতে ঘুরছে ধূসর রঙের ৫০০ টাকার নোট।

তথ্য বলছে, বর্তমানে ৫০০ টাকার নোট নকল করার হার সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। জানা গিয়েছে, প্রায় ১০২ শতাংশ বৃদ্ধি পেয়েছে ৫০০ টাকার জাল নোটের সংখ্যা। অন্যদিকে ২০০০ টাকার জাল নোটও বেড়েছে প্রায় ৫৪ শতাংশ। অর্থাৎ লাফিয়ে বাড়ছে এই কারচুপির প্রবণতা। মাঠে মারা যাচ্ছে নতুন নোটের মধ্যে থাকা চিপ নিয়ে বলা সমস্ত ব্যাখাই। তবে শুধু ৫০০ বা ২০০০ টাকার নোট নয় ১০, ৩০ টাকার নোটও বাদ যায়নি। প্রায় ১৬.৪ এবং ১১.৭ শতাংশ হারে বেড়েছে এই দুটি নোটের নকল নোট। অন্যদিকে কিছুটা কমেছে ৫০ ও ১০০ টাকার জাল নোট। বার্ষিক ভিত্তিতে ৫০ টাকার জাল নোটের সংখ্যা ২৮.৭ শতাংশ এবং ১০০ টাকার নোটের সংখ্যা ১৬.৭ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে সমীক্ষায়।

এমত অবস্থায় সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করা হয়েছে ৫০০ টাকার নোট সম্পর্কে। কিছু নির্দিষ্ট নিয়ম উল্লেখ করে বলা হয়েছে কীভাবে আসল এবং নকলের তফাৎ করতে পারবেন। জানানো হয়েছে, আসল ৫০০ টাকার নোটের পাশে দেবনাগরী হরফে ৫০০ নম্বরটি লেখা থাকে। এছাড়া মাঝখানে মহাত্মা গান্ধীর ছবি তো থাকেই। পাশাপাশি মাইক্রো অক্ষরে অবশ্যই লেখা থাকতে হবে ভারত এবং ইন্ডিয়া শব্দ দুটি। RBI-র তরফ থেকে বলা হয়েছে ৫০০ টাকার এমন কোনও নোট ভুলেও নেবেন না যেখানে সবুজ স্ট্রিপটি আরবিআই গভর্নরের স্বাক্ষরের মধ্য দিয়ে যায় অথবা গান্ধীজির ছবির খুব কাছাকাছি থাকে। এরকম নোটের খোঁজ পেলে জানাতে পারেন আইনের কাছেও। অজান্তে কোনও বড় ফাঁদে পড়তে না চাইলে খুব ভালো করে দেখে এবং বিবেচনা করে তবেই নেবেন ৫০০ টাকার নোট।

More Articles