প্রথম দিনেই মুখ থুবড়ে পড়ল ‘দ্য বেঙ্গল ফাইলস’! কেন এমন ভরাডুবি বক্স অফিসে?

'The Bengal Files' flopped : বক্স অফিস অনুযায়ী, ছবিটি প্রথম দিনে মাত্র ১.৭৫ কোটি আয় করেছে। বিবেক অগ্নিহোত্রীর আগের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির দিনে আয় করেছিল ৩.৫৫ কোটি।

T

বহু বিতর্কের পর অবশেষে মুক্তি পেল বিবেক অগ্নিহোত্রীর ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। কিন্তু মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ছবির ভরাডুবি। কেবল ১.৭৫ কোটির আয় হয়েছে প্রথম দিন। বিবেক অগ্নিহোত্রী আশা করেছিলেন, তাঁর ‘ফাইলস’ ট্রিলজির শেষ সিনেমাও আগের সিনেমা গুলির মতোই বক্স অফিস হিট হবে। কিন্তু এমনটা হল না।

বক্স অফিস অনুযায়ী, ছবিটি প্রথম দিনে মাত্র ১.৭৫ কোটি আয় করেছে। বিবেক অগ্নিহোত্রীর আগের ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির দিনে আয় করেছিল ৩.৫৫ কোটি।

আরও পড়ুন- সিনেমায় বিকৃত ১৯৪৬, ইতিহাসের নামে চলছে যে রাজনীতির খেলা

উল্লেখ্য, একই দিনে মুক্তি পাওয়া একাধিক বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে দ্য বেঙ্গল ফেইলসকে। টাইগার শ্রফের 'বাঘি ৪'– প্রথম দিনেই ১২ কোটি আয় করেছে। হলিউডের ভূতের সিনেমা ‘দ্য কনজুরিং: লাস্ট রাইটস’– ভারতের বাজারে ১৮ কোটি আয় করেছে। সেই তুলনায় বিবেক অগ্নিহোত্রীর সিনেমা অনেকটাই কম আয় করেছে।

তাছাড়া, পশ্চিমবঙ্গে মুক্তি পায়নি বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস। শুধু দেশে নয়, বিদেশেও সেন্সর বোর্ডের চাপে পড়ে এই সিনেমা। নির্ধারিত দিনেই ভারতের বিভিন্ন জায়গায় সিনেমাটি মুক্তি পেলেও দেশের বাইরে বহু জায়গাতেই ছাড়পত্র পায়নি। কারণ সেসব দেশের তরফে এখনও পর্যন্ত সেন্সর বোর্ডের অনুমোদন মেলেনি। মরিশাসে এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া যায়নি। আরব আমিরশাহী, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকংয়ের সেন্সর বোর্ডও এখনও ছবিমুক্তিতে সবুজ সংকেত দেয়নি।

আরও পড়ুন- গোপাল পাঁঠা ‘হিন্দু বীর’ বা ‘বিপ্লবী’ কোনোটাই ছিলেন না

সমালোচকরা বলছেন, ছবির বিষয়বস্তু রাজনৈতিকভাবে একপেশে, ফলে সাধারণ দর্শকের আগ্রহ কমেছে। অন্যদিকে, পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও প্রযোজক পল্লবী যোশি অভিযোগ তুলেছেন, ছবিটি ইচ্ছে করেই বয়কট করানো হচ্ছে।

বহু বিতর্ক, সেন্সর-জট এবং এত প্রচারের পরও ‘দ্য বেঙ্গল ফাইলস’ দর্শকের মনে দাগ কাটতে পারেনি। বরং প্রথম দিন থেকেই ছবির ভরাডুবি প্রমাণ করেছে, শুধু বিতর্ক নয়, দর্শকের কাছে গ্রহণযোগ্য গল্প এবং বিনোদনই শেষ পর্যন্ত সিনেমার সাফল্যের চাবিকাঠি। এখন দেখা যাক, আগামী দিনগুলোতে মুখে মুখে প্রচার বা রাজনৈতিক বিতর্ক কতটা ছবির ভাগ্য ফেরাতে পারে।

More Articles