আরজি কর: মাথায় পৌঁছচ্ছে না অক্সিজেন! কেমন আছেন চিকিৎসক দেবাশিস সোম?
RG Kar Case-CBI: বারবার সিবিআইয়ের জেরার মুখে পড়ার পর থেকেই নাকি বেশ চুপচাপ হয়ে যান দেবাশিসবাবু। এ সব নিয়ে বেশ টেনশনেও ছিলেন। এরই মধ্যে রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। প্রায় এক মাস হয়ে গেলেও প্রতিবাদ-আন্দোলনের ঝড় এখনও শেষ হয়নি। এরই মধ্যে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তরুণী চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে সামনে এসেছে আরজি কর কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের একের পর এক দুর্নীতির খতিয়ান। তবে তিনি একা নন। তার সঙ্গে রয়েছে আরজি করের ফরেন্সিক বিভাগের শিক্ষক দেবাশিস সোম-সহ আরও অনেকেই। সন্দীপ ঘোষের সঙ্গে উঠে এসেছে কুখ্যাত উত্তরবঙ্গ লবি-র ঘনিষ্ঠতার কথাও।
ইতিমধ্যে একাধিক বার সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন সেই দেবাশিস সোমও। আরজি কর মেডিক্যাল কলেজে যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তাতে কলকাতা হাইকোর্টের নেতৃত্বে আর্থিক অনিয়ম মামলার তদন্ত শুরু করে সিবিআই। স্বাভাবিক ভাবেই সেই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব়্যাডারের তলায় ছিলেন দেবাশিসও।
আরও পড়ুন: আরজি কর বিচার: কেন ৪ তারিখ সারা রাজ্যের মানুষের পথে থাকা দরকার?
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গত ৯ অগস্ট ঘটনাস্থলের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক চিকিৎসককে। যাদের মধ্যে অনেকেই সেই উত্তরবঙ্গ লবির সদস্য বলেও জানা গিয়েছে। ছিলেন আরজি করের ফরেন্সিক বিভাগের শিক্ষক দেবাশিস সোমও। স্বাভাবিক ভাবেই এই মামলার তদন্তে নেমে দেবাশিসের দিকেও নজর পড়ে সিবিআইয়ের। গত ২৬ অগস্ট তাঁর কেষ্টপুরের বাড়িতে হানা দেয় সিবিআই। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা তল্লাশি অভিযান শেষে তাঁকে নিয়ে নিজ়াম প্যালেসে গিয়েছিল সিবিআই। রাত পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। তার পরের দিন আবারও নিজ়াম প্যালেসে হাজিরা দেন দেবাশিস। সেই একই দিনে আরজি করের জোড়া মামলায় জেরা করা হয় তাঁকে। নিজ়াম প্যালেস থেকে বেরিয়ে তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরেও হাজিরা দেন। সেই দফতর থেকেই সিবিআই আরজি করের মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্ত করছে। আর্থিক অনিয়ম মামলার পাশাপাশি চিকিৎসক-খুনের মামলাতেও জেরা করা হয় তাঁকে। কার্যত গোটা ঘটনায় গোটা ঘটনায় অত্যন্ত ‘গুরুত্বপূর্ণ’ চরিত্র হয়ে উঠেছিলেন আরজি করের ফরেন্সিক সায়েন্স বিভাগের অধ্যাপক দেবাশিস সোম।
দেবাশিসবাবুর বিরুদ্ধে অভিযোগ ওঠে, আরজি করের শবাগারে দুর্নীতিতে তিনিই ছিলেন সন্দীপ ঘোষের প্রধান সহায়তাকারী। মৃতদেহ ও মৃতদেহের অঙ্গ পাচারের যে অভিযোগ রয়েছে, তাতেও অভিযোগ হিসেবে উঠে আসছে দেবাশিস সোমের নাম। এছাড়া মৃতদেহ ময়নাতদন্ত ও তা নিহতের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্যও মোটা টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে আরজি কর হাসপাতালে। সেই কারণে বারবার জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আরজি করের এই অধ্যাপক।
ফরেনসিক বিভাগের পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজের কাউন্সিলেরও সদস্য তিনি। ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি) কমিটিতেও আছেন। ৯ অগস্ট ঘটনার দিন আরজি কর হাসপাতালে উপস্থিত ছিলেন দেবাশিসবাবু বলে সূত্রের খবর। ময়নাতদন্তের সময়েও তার উপস্থিতি ছিল বলে জানতে পেরেছে সিবিআই। এই দেবাশিস সোম আবার রয়েছেন স্বাস্থ্য নিয়োগ বোর্ডে। টাকা নয়ছয় থেকে শুরু করে পছন্দের লোকজনকে টেন্ডার পাইয়ে দেওয়া, বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ে দুর্নীতি করার অভিযোগ উঠেছিল। সব মিলিয়ে যে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থানেই রয়েছেন দেবাশিসবাবু, তা ভালোই বুঝতে পারছিলেন তিনি।
বারবার সিবিআইয়ের জেরার মুখে পড়ার পর থেকেই নাকি বেশ চুপচাপ হয়ে যান দেবাশিসবাবু। এ সব নিয়ে বেশ টেনশনেও ছিলেন। এরই মধ্যে রবিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। সে সময় বাড়িতেই ছিলেন তিনি। তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। সূত্রের খবর, ডায়াবিটিক কিটোঅ্যাসিডোসিস নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এখন তাঁকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হয়েছে। দেবাশিসবাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, রেসপিরেটরি অ্যাসিডোসিসের সমস্যা থাকার জন্য তাঁর মাথায় পর্যাপ্ত অক্সিজেন পৌঁছাচ্ছে না। তাই আপাতত তাঁকে বাইপ্যাপভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটাই বেশি, জানা গিয়েছে এমনটাই। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
আরও পড়ুন: আরজি কর কাণ্ড: অবশেষে গ্রেফতার! ১৬ দিন জেরার শেষে সিবিআই হেফাজতে সন্দীপ ঘোষ
সিবিআইয়ের হাতে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ তালিকায় থাকা বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, যিনি কিনা উত্তরবঙ্গ লবির অংশ হিসেবেও পরিচিত, তাঁর বিরুদ্ধেও ইতিমধ্যেই পদক্ষেপ করেছে স্বাস্থ্য দফতর। বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে বিরূপাক্ষকে সরিয়ে কাকদ্বীপে পাঠানো হয়েছে। এই বিরুপাক্ষ বিশ্বাসকে সেদিন আরজি করের ঘটনাস্থলেও দেখা গিয়েছিল। সিবিআই জেরায় বিদ্ধ দেবাশিস সোম অসুস্থতা নিয়ে ভর্তি হাসপাতালে। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বেগ ছড়িয়েছে ইতিমধ্যেই।