মোবাইলেই রয়েছে সব হিসেব, আয়কর জমা সহজ করতে নতুন কোন অ্যাপ চালু করল সরকার?

Annual Income Tax : সম্প্রতি করদাতাদের সুবিধার্থে AIS For Taxpayers নামক একটি মোবাইল অ্যাপ চালু করেছে আয়কর বিভাগ, জানেন কীভাবে ব্যয়ভার করবেন এটি?

মার্চ মাস মানেই সারা বছরের আর্থিক হিসেব নিকেশের দাখিল। নতুন অর্থবর্ষ শুরু হওয়ার আগেই একগাদা নিয়ম মানতে হয় আমজনতাকে। টাকা পয়সার লেনদেন থেকে শুরু করে, মাসিক বেতনের ওপর নির্ধারিত কর, সবকিছুর ওপর সরকারি বিশেষ কিছু পরোয়ানা জারি থাকে বছরে এই সময়টায়। ইনকাম ট্যাক্স জমা করার রয়েছে বেশ কিছু নিয়ম, পাশাপাশি কীভাবে কর ছাড় পাওয়া সম্ভব সেই বিষয়েও বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। এর জন্য বছরে একবার নিয়ম করে আয়কর রিটার্ন ফাইল করতে হয়। এবার সেই কাজ যাতে আরও সহজে করা যায় সেই দিকেই নজর দিয়েছে সরকার। বর্তমান যুগের সঙ্গে সাযুজ্য রেখে এবার চালু করা হল অনলাইন মোবাইল অ্যাপ। জানুন বিশদে...

সম্প্রতি করদাতাদের সুবিধার্থে AIS For Taxpayers নামক একটি মোবাইল অ্যাপ চালু করেছে আয়কর বিভাগ। ‘AIS for Taxpayer’ হল এমন একটি মোবাইল অ্যাপ্লিকেশন যা আয়কর বিভাগ বিনামূল্যে প্রদান করে এবং এটি Google Play এবং App Store দুই জায়গাতেই উপলব্ধ। এই অ্যাপে করদাতারা অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট অর্থাৎ AIS এবং করদাতার তথ্য সারাংশ অর্থাৎ Taxpayer Information Summary বা TIS দেখতে পারবেন। এই মোবাইল অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ বিনামূল্যেই ব্যবহার করতে পারবেন করদাতারা।

আরও পড়ুন - এপ্রিলের শুরু থেকেই বদলে যাচ্ছে নিয়ম, হলমার্ক সোনা কেনার সময় যে বিষয়টি খেয়াল রাখতেই হবে

এই মোবাইল অ্যাপের মাধ্যমে, করদাতারা তাদের TDS এবং TCS সম্পর্কিত বিশদ বিবরণ ছাড়াও বার্ষিক সুদ, লভ্যাংশ, বিভিন্ন শেয়ারে করা লেনদেনের হিসেব, প্রদেয় করের পরিমাণ, আয়কর ফেরত এবং GST ডেটা সহ অন্যান্য বার্ষিক তথ্য বিবরণী জানতে পারবেন। করদাতাদের এই অ্যাপে প্রদর্শিত তথ্য সম্পর্কে প্রতিক্রিয়া দেওয়ারও বিকল্প রয়েছে বলেই জানা গিয়েছে।

এই মোবাইল অ্যাপটি ব্যবহার করতে, করদাতাকে নিজের প্যান নম্বর প্রদান করে ওই অ্যাপে প্রথমে নাম নিবন্ধন করতে হবে। এরপর সরাসরি প্যানের সঙ্গে সংযোগ থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। এরপর ওই ওটিপি এবং ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত ই-মেইল দিয়ে নিজের প্রমাণীকরণ করতে হবে। প্রমাণীকরণের পরে, করদাতা মোবাইল অ্যাপ ব্যবহার করার জন্য একটি চার সংখ্যার পিন সেট করতে পারেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে থাকা গুগল প্লে বা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি সহজেই ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন - শুধু জরিমানা নয়, বাধা পড়বে এই ২২ টি সরকারি কাজও, কেন তড়িঘড়ি লিংক করাবেন প্যান-আধার?

নিবন্ধন পদ্ধতি :

১. অ্যাপটি ডাউনলোড করার পর প্রথমে ই-ফাইলিং পোর্টালে নিবন্ধিত মোবাইল নম্বর এবং ই-মেইলে পাঠানো OTP দিয়ে প্রমাণীকরণ করতে হবে।

২. এরপর চার সংখ্যার একটি পিন দিতে হবে অ্যাপ ব্যবহার করার জন্য।

৩. উপরিউক্ত কাজ গুলি হয়ে গেলে, ওই অ্যাপেই দেখতে পাবেন ‘বার্ষিক তথ্য বিবৃতি’ অর্থাৎ AIS- বলে একটি অপশন, তাতে ক্লিক করে, ওই নির্ধারিত চার সংখ্যার অ্যাক্সেস পিন দিয়ে প্রবেশ করলেই সামনে দেখা যাবে সমস্ত তথ্য।

৪. AIS-এ ক্লিক করে, নির্দিষ্ট আর্থিক বছর বেছে নিয়ে আপনি ওই বছরের নথি সম্পর্কেও বিশদে জেনে নিতে পারবেন সহজেই।

৫. AIS এ ক্লিক করে যা যা জানতে পারবেন, সেগুলি হল - TDS/TCS তথ্য, SFT তথ্য, ট্যাক্স পেমেন্ট, ডিমান্ড এবং রিফান্ড এবং অন্যান্য তথ্য।

৬. একবার FY নির্বাচন করা হলে, আপনি ‘করদাতা তথ্য সিস্টেম’ এবং AIS দেখতে পারেন।

৭. এছাড়া আপনি যদি একই ভাবে TIS-এ ক্লিক করেন, আপনি আপনার বেতন, মিউচুয়াল ফান্ড ইত্যাদি সম্পর্কে বিশদ বিবরণ দেখতে পাবেন।

এবার জেনে নেওয়া যাক কম্পিউটার বা ল্যাপটপ থেকে কীভাবে আপনি ওয়েব পোর্টালের মাধ্যমে বার্ষিক তথ্য বিবৃতি দেখতে পারবেন...

১. প্রথমেই https://www.incometax.gov.in/ -এই URL-এ গিয়ে লগইন করতে হবে।

২. এরপর ই-ফাইলিং পোর্টালে সফল লগইন করার পর ই-ফাইলিং পোর্টাল থেকে ‘Services’ ট্যাবের অধীনে থাকা ‘বার্ষিক তথ্য বিবৃতি’ বা AIS -এ ক্লিক করুন।

৩. পরবর্তীতে আবারও হোমপেজে AIS ট্যাবে ক্লিক করুন।

৪. প্রাসঙ্গিক FY নির্বাচন করুন এবং বার্ষিক তথ্য বিবৃতি দেখতে AIS টাইলে ক্লিক করুন। তালহলে সহজেই সমস্ত নথি দেখে নিতে পারবেন ঘরে বসেই।

More Articles