বিদায় দি মারিয়া! যে রূপকথা স্বপ্ন দেখাবে ফুটবলের হাজার প্রজন্মকে
Angel Di Maria retires: বিদায় বার্তায় ডি মারিয়া বলেছেন, "এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল। আর্জেন্টিনা আমার ভালোবাসা।"
শেষ নয়, মাঝে মাঝে থেমে যায় সফর। তেজি ঘোড়াদের পা থামে মহাবৃক্ষের তলায়। এখানেই শেষ না। তবে এখানেই বিশ্রাম। বিশ্রাম নিলেন আর্জেন্টিনার তেজি ঘোড়া দি মারিয়া। অ্যাঞ্জেল দি মারিয়াকে সে দেশ ডাকে 'এল ফিদেও' নামে। রোগা পাতলা চাবুক শরীর যখন গোল করে, বাড়িয়ে দেয় পাস সারা দেশ কেঁপে ওঠে। ছুটন্ত সেই ঘোড়া বিশ্রাম ঘোষণা করলেন। ঘোষণা করলেন জিতেই। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। জয়ের আনন্দের মাঝেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করেন দি মারিয়া। কী আশ্চর্য সমাপতন। একদিকে জয়ের উত্তেজনা অন্যদিকে আর কোনও দিন দলের জার্সি গায়ে না ওঠার বিষাদ। ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারকে কোপা আমেরিকার ফাইনাল জয়ের পরে নামিয়ে রাখলেন সেই মহাবৃক্ষের তলায়।
এমনটাই তো চেয়েছিলেন। চেয়েছিলেন জয়ের ঘ্রাণ মেঘে, ঘামে ভেজা শরীরে থামবেন। বিদায় বার্তায় ডি মারিয়া বলেছেন, "এভাবে জাতীয় দল থেকে অবসর নেওয়া আমার স্বপ্ন ছিল। আর্জেন্টিনা আমার ভালোবাসা, আমার দেশ। আপনাদের ধন্যবাদ।" কোপা আমেরিকা ফাইনালের ১১৩তম মিনিটে গোল্ডেন বুট জয়ী লাউতারো মার্টেনেজ গোল করেন। ১-০ গোলে হার্ড রক স্টেডিয়ামে টানটান সেই ম্যাচ জেতে আর্জেন্টিনা। এই নিয়ে টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জিতল আর্জেন্টিনা।
আরও পড়ুন- দি মারিয়ার পায়ে রচিত রূপকথায় শেষ রাগিণীর সুর
৩৬ বছর বয়সি দি মারিয়া আর্জেন্টিনার চারটি বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১০, ২০১৪, ২০১৮ আর ২০২২ সালের বিশ্বকাপে তাঁর পায়ের ম্যাজিকে মাত ছিল বিশ্ব। ২০১৪ সালে ব্রাজিলে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা। আর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। কোপা আমেরিকা প্রতিযোগিতায় ২০১৫ আর ২০১৬ সালে জয়ের খুব কাছাকাছি এসেও স্বপ্ন সার্থক হয়নি, রানার-আপ হয় আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা খেতাব জেতে আর্জেন্টিনা। মারাকান পাউন্ড স্টেডিয়ামে ব্রাজিলের বিরুদ্ধে দি মারিয়ার গোলেই ট্রফি নিশ্চিত হয়। ২০২৪ সালে ফের মারিয়ার ম্যাজিকে চোখ ধাঁধিয়ে যায়।
আরও পড়ুন- আঠা দিয়ে ফাটা জুতো মেরামত করে ফুটবল খেলা, দি মারিয়ার গল্প হার মানাবে রূপকথাকেও
২০০৭ সালে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই দলে ছিলেন দি মারিয়াও। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিলেন তিনি। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে, দি মারিয়া প্রায় ১৪৪টি ম্যাচ খেলেন এবং ৩১টি গোল করেন। ২০২৪ বিশ্বকাপ জয়, ২০১৪ বিশ্বকাপে রানার্স আপ, ২০২১ কোপা আমেরিকা জয় এবং ২০১৯ কোপা আমেরিকাতে ব্রোঞ্জ পদক জেতেন তিনি। ২০২২ UEFA কাপ অফ নেশনসেও জেতে তাঁর দল।
দি মারিয়া আসলে রূপকথার চরিত্র নন, ফুটবলের আস্ত রূপকথা তিনি। যে নটেগাছ কখনও ফুরনোর জন্য জন্মায়ইনি, কখন কোনও ঝড় যাকে মুড়িয়ে দিতে পারবে না। ফুটবলকে ভালোবেসে অন্ধকার গলিঘুঁজির চরিত্ররা যদি কখনও কোনওদিন আলো দেখতে চায়, স্বপ্ন দেখতে চায় দি মারিয়া তাঁদের হাত ধরে নিয়ে যাবেন দিগন্তে। কোপা আমেরিকা, বিশ্বকাপ ট্রফি সকলই সেলাম করছে এক অনন্য সফরকে। দি মারিয়াদের অবসর নেই, তারা জিরিয়ে নেন মাঝে মাঝে বাকিদের স্বপ্ন দেখাবেন বলে।