অবসর নয়, ষাটে এসে নতুন চ্যালেঞ্জ! আশিস বিদ্যার্থীর বিয়ে প্রেমের এক নয়া পাঠ

Ashish Vidyarthi Rupali Barua Wedding: রূপালি কলকাতায় থাকাকালীন, আশিসকে প্রায়ই কলকাতায় আসতে দেখা যেত।

অভিনয়ে জীবনের ৩০ টিরও বেশি বছর কাটিয়ে ফেলেছেন। চলচ্চিত্র শিল্পে জাতীয় পুরস্কার জিতেছেন। দেখেছেন সিনেমার ভাষাবদল, সিনেমার মাধ্যম বদল, দেখেছেন সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের উঠে আসার সন্ধিক্ষণকে। আর এই প্রতিটি বাঁদকবদলে নিজেকে বারেবারে অনিবার্য প্রমাণ করেছেন এই অভিনেতা। সিনেমা থেকে শুর করে ওয়েব সিরিজ- অভিনেতা আশিস বিদ্যার্থী নিজের শিল্পের জাত চিনিয়েছেন। জীবনের ৬০ টি গ্রীষ্ম-বসন্ত-শীত পেরিয়ে এসেছেন। জীবনের অধিকাংশ পথেই হেঁটে আশিস প্রমাণ করেছেন, এই পথ কখনই ফুরোয় না। বরং প্রতি মোড়ে অজানা এক সফর শুরু হয়। যেমন এই ষাটে এসে নতুন এক যাত্রায় নেমে পড়লেন অভিনেতা আশিস বিদ্যার্থী। ষাট বছর বয়সে এসে ফের বিয়ে করলেন তিনি।

১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে বিবিধ চলচ্চিত্রে কাজ করছেন আশিস। ১৯৯৪ সালের দ্রোহকাল চলচ্চিত্রে তাঁর অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন তিনি। ১৯৪২: আ লাভ স্টোরি, ইস রাত কি সুবাহ নহিঁ, কহো না প্যায়ার হ্যায়, সোলজার, জিদ্দি, হাসিনা মান জায়েগির মতো জনপ্রিয় চলচ্চিত্রের অংশ আশিস। একইসঙ্গে, পিচার্স সিজন ২, রানা নাইডু, কুত্তে এবং ট্রায়াল বাই ফায়ারের মতো ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ফ্যাশন উদ্যোক্তা রূপালি বড়ুয়াকে বিয়ে করেছেন আশিস। আদালতে আইনি বিয়ের পরে আশিস এবং রূপালি একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজনও করেন। সেই অনুষ্ঠানের ছবি প্রকাশ পেতেই বিয়ের খবরটি জানা যায়। আশিস বা রূপালির প্রেম নিয়ে আগে তাছাড়া তেমন আঁচ করতে পারেননি কেউই।

হিন্দি সিনেমার পাশাপাশি তামিল, তেলগু এবং মালায়ালম সিনেমাতেও ব্যাপক কাজ করেছেন আশিস বিদ্যার্থী। প্রেমে পড়ার 'আদর্শ' বয়স ধারণা টিকে একেবারে নস্যাৎ করে দিয়েছেন এই অভিনেতা। যে সময় সাধারণ মানুষ অবসর নিয়ে অসুস্থতা আর বাকি কিছু বছরের আর্থিক সঞ্চয় ও নিরাপত্তার চিন্তায় কাটিয়ে দেন, আশিস সেই বয়সে এসে নতুন এক চ্যালেঞ্জ নিলেন। প্রেমে পড়লেন, বিয়ে করলেন! নতুন করে ফের দু'জন মিলে একসঙ্গে থাকার খুঁটিনাটি ভাগাভাগি করার উদ্যোগ নিলেন।বিয়ের পরে আশিস জানিয়েছেন, “জীবনের এই পর্যায়ে রূপালির সঙ্গে বিয়েটা এক অসাধারণ অনুভূতি।”

আরও পড়ুন- পরিণীতি চোপড়ার সঙ্গে গভীর প্রেমে আম আদমি পার্টির নেতা! কে এই রাঘব চাড্ডা?

আশিসের এটি দ্বিতীয় বিবাহ। এর আগে অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে অভিনেত্রী রাজোশী বড়ুয়ার সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাঁদের এক ছেলেও রয়েছে, অর্থ বিদ্যার্থী। রাজোশী নিজেও একজন অভিনেত্রী, লেখিকা এবং গায়িকা।

কে এই রূপালি বড়ুয়া?

রূপালি বড়ুয়া একজন উদ্যোক্তা। গুয়াহাটির বাসিন্দা বছর পঞ্চাশের রূপালি কলকাতায় একটি তাঁত ফ্যাশন স্টোর, NAMEG-এর সঙ্গে যুক্ত। রূপালি কলকাতায় থাকাকালীন, আশিসকে প্রায়ই কলকাতায় আসতে দেখা যেত। আশিস বিদ্যার্থী ট্রাভেল ভ্লগ বানাতে ভালোবাসেন। সেই ভ্লগেই দেখা যায় হামেশাই কলকাতা শহরের কথা উঠে এসেছে। আশিস অবশ্য দু'জনের আলাপের গল্প খোলসা করেননি এখনই। রূপালি জানিয়েছেন, কিছুকাল আগেই তাঁদের দেখা। সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দু'জনেই। তবে দু'জনেই চেয়েছিলেন তাঁদের বিয়ে ছোট্ট পারিবারিক অনুষ্ঠানেই সীমিত থাক। থেকেওছে! কেরলের ঐতিহ্যবাহী পোশাক মুন্ড, আর অসমের ঐতিহ্য মেখলায় আশিস আর রূপালি নতুন এক যাপন শুরু করলেন। বললেন, প্রেমে পড়ার কোনও বয়স, দেশ, ভাষা, সীমান্ত কোনওদিনই ছিল না, নেই, থাকবেও না।

More Articles