দোগলাপন | অশনীরের দ্বিচারিতা যে ভাবে সামনে আনলেন সলমন

Salman Khan-Ashneer Grover: এবার বলিউড তারকা সলমন খানের সঙ্গে ফের বিতর্কে জড়িয়েছেন অশনীর। 'দোগলাপন' উবাচের জন্য বিখ্যাত অশনীরের বিরুদ্ধে দুমুখোপনার অভিযোগ এনেছেন সলমান খান স্বয়ং।

তরুণ উদ্যোগপতিদের জন্য তৈরি শো 'শার্ক ট্যাঙ্কে'র মঞ্চে তিনি ছিলেন সবচেয়ে বিতর্কিত চরিত্র। তাঁর একাধিক উবাচ সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে। তাঁর বিখ্যাত 'দোগলাপন' বক্তব্য নিয়ে নিজেই লিখে ফেলেছেন আস্ত একটা বই। কথা হচ্ছে দেশের অন্যতম উদ্যোগপতি ও ব্যবসায়ী অশনীর গ্রোভারকে নিয়ে। ভারতীয় ফিনটেক সংস্থা ভারতপে-র সহ প্রতিষ্ঠাতা অশনীর এর আগেও একাধিক বার বিতর্ক জড়িয়েছেন। এবার বলিউড তারকা সলমন খানের সঙ্গে ফের বিতর্কে জড়িয়েছেন অশনীর। 'দোগলাপন' উবাচের জন্য বিখ্যাত অশনীরের বিরুদ্ধে দুমুখোপনার অভিযোগ এনেছেন সলমান খান স্বয়ং। আর আপাতত নেটদুনিয়া উত্তাল সেই বিতর্ক নিয়েই।

সম্প্রতি 'বিগ বস' সিজন ১৮-র মঞ্চে আসতে দেখা গিয়েছিল অশনীরকে। যে শো-টির সঞ্চালনা করে থাকেন অভিনেতা সলমন খান। আর সেখানেই লাগল জোর বিবাদ। সেই শো-এর প্রোমো সোশ্যাল মিডিয়াতে ছড়াতেই শুরু হয়েছে হইচই। দেখা গিয়েছে, কোটিপতি ব্যবসায়ী অশনীর গ্রোভারকে সেখানে এক হাত নিয়েছেন সলমন। কেন? কী নিয়ে বিবাদ, উস্কে উঠেছে জল্পনা।

আরও পড়ুন: মালেগাঁওয়ের কৃষক পরিবার থেকে শার্ক ট্যাঙ্কে কামাল! এখন কেমন আছেন ‘জুগাড়ু কমলেশ’?

শার্ক ট্যাঙ্ক শো-তে তিনি ছিলেন সবচেয়ে তীক্ষ্ণ আক্রমণকারীদের মধ্যে অন্যতম। বহু বার সে নিয়ে সহ-শার্কদের সঙ্গেও বিবাদে জড়ান অশনীর। এমনকী বহু অংশগ্রহণকারী উদ্যোগপতিকে কাঁদিয়েও ছেড়েছেন অশনীরের সেই কড়া বাক্যবাণ। সবচেয়ে জনপ্রিয় হয় তাঁর 'ইয়ে দোগলাপন হ্যায়' সংলাপটি। শার্ক ট্যাঙ্ক প্রথম সিজনে অংশ নিয়েছিলেন এই ভারতীয় উদ্যোগপতি। পরবর্তী কালে দোগলাপন: দ্য হার্ট ট্রুথ অ্যাবাউট লাইফ অ্য়ান্ড স্টার্ট-আপ' নামে একটি বইও লেখেন অশনীর। যে 'দোগলাপন' শব্দটিকে কার্যত নিজের আপ্তবাক্য বানিয়ে ছেড়েছেন, এবার জাতীয় মঞ্চে সলমন খানের মুখে সেই দু-মুখোপনার অভিযোগে বিদ্ধ হলেন অশনীর স্বয়ং। অত্যন্ত ক্ষুব্ধ ভাবে সলমনকে অশনীরকে প্রশ্ন করতে শোনা যায়, "আমি শুনেছি, আপনি আমার সম্পর্কে বেশ কিছু কথাবার্তা বলেছেন। এ-ও বলেছেন, আমায় এত টাকা পারিশ্রমিকের বিনিময়ে সই করিয়েছেন। ভুল পরিসংখ্যান দিয়েছেন?" এর পরেই অশনীরকে ভণ্ড বলে তোপ দাগতে শোনা যায় সল্লুভাইকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

যদিও এতটুকু রাগ না দেখিয়ে শান্ত মুখেই সলমনের প্রতিটি কথার জবাব দিতে দেখা গিয়েছে অশনীর। বরং নিজের আসল মেজাজ ছেড়ে সেই প্রোমোতে বেশ বিনয়ীর ভূমিকাকেই দেখা গিয়েছে অশনীরকে। তিনি সলমনের প্রশ্নের উত্তরে স্পষ্ট করে জানান, "আপনাকে আমার সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা অন্যতম বুদ্ধিদীপ্ত পদক্ষেপ ছিল।" তবে অশনীরের সেই কথার ফাঁকেই বাধা দিয়ে বলিউড ভাইজান বলেন, "আমি আপনার ভিডিও দেখেছি, আপনি ভিডিওতে যেভাবে বলেছেন এবং আপনি এখানে যেভাবে বলছেন, দুই ক্ষেত্রে আচরণগত তফাৎ রয়েছে।" সলমনের এই অভিযোগের পরেও অশনীর শান্ত ভাবেই বলেছেন, "পডকাস্টে আমি যা বলেছি তা সম্ভবত ভুল ব্যাখ্যা করা হয়েছে।" যদিও তাঁর সেই ব্যাখ্যা বিশেষ মনঃপুত হয়নি সলমন খানেরর। বরং এ সময় তাঁকে বিরক্তই দেখিয়েছে খানিক।

আসলে কী নিয়ে এই বিতর্কের সূত্রপাত। ২০১৯ সাল নাগাদ অশনীরের সংস্থা 'ভারত পে'-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন সলমন খান। শোনা যায়, সেই চুক্তিতে সই করার জন্য সলমন খানের টিমের তরফে ৭.৫ কোটি টাকা দাবি করা হয়েছিল। পরবর্তী কালে নাকি ৪.৫ কোটি টাকাতেই রাজি হয়ে যান সল্লু মিঞা। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে এসে অশনীর সলমনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর সেই গল্প বলেন। যেখানে তিনি জানান, সে সময় তাঁর কাছে ব্যাঙ্কে মাত্র ১০০ কোটি পড়েছিল। সলমন খানের টিম সে সময় তাঁর কাছ থেকে সাড়ে সাত কোটি চেয়েছিল। তিনি দরদাম করে সাড়ে ৪ কোটিতে নিয়ে এসেছিলেন সেই খরচ। মার্কেটিং বা বিপণন ব্যবসার ক্ষেত্রে ঠিক কতটা জরুরি, সে নিয়ে কথা বলতে গিয়েই এই প্রসঙ্গের অবতারণা করেছিলেন অশনীর।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Game Of Brands (@thegameofbrands)

কিন্তু সলমন চটেছেন অন্য কারণে। তাঁর অভিযোগ, সেসময় অশনীরের সঙ্গে তেমন ভাবে মুলাকাতই হয়নি সলমনের। কথা হয়েছিল তাঁর টিমের সঙ্গে। কিন্তু সেই শো-তে গিয়ে কার্যত মিথ্যাচারণ করেছেন অশনীর। এই প্রসঙ্গেই তাঁকে 'দু-মুখো' বলেও তোপ দাগেন অশনির। বিগ বসের মঞ্চে এসে অবশ্য সলমন খানের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন ভারতীয় এই ব্যবসায়ী। তবে ক্ষুব্ধ সলমন কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরবর্তীতে অশনীরকে কথাবার্তার ব্যাপারে আরও সতর্ক হতে। যদিও চেনা আক্রমণাত্মক ভঙ্গি ছেড়ে অনেক বেশি নমনীয়, বিনয়ী ভূমিকাতেই দেখা গিয়েছে এবার অশনীরকে। সলমনের সঙ্গে তর্ক করা তো দূরের, বরং হাসিমুখ বজায় রেখেই শান্ত ভাবে সমস্ত অভিযোগ মাথা পেতে নিয়ে জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে। যা দেখে বেশ অবাক নেটিজেনরা। তবে বিগবস সিজন ১৮-র মঞ্চে আদৌ কি প্রতিযোগী হিসেবে প্রবেশ করতে চলেছেন জনপ্রিয় এই উদ্যোগপতি নাকি রয়েছেন অন্য কোনও ভূমিকায়, তা অবশ্য স্পষ্ট নয়।

এই প্রথম নয়, এর আগেও একাধিক বার নানাবিধ বিতর্কে জড়িয়েছেন অশনীর। ভুয়ো বিল দেখিয়ে তাঁর সংস্থা ভারত পে-র সঙ্গে ৮০ কোটি টাকারও বেশি অঙ্কের জালিয়াতির অভিযোগ উঠেছিল অশনীর ও তাঁর স্ত্রী মাধুরী জৈনের বিরুদ্ধে। সে নিয়ে স্ট্যাটাস রিপোর্টও জমা দিয়েছিল অর্থনৈতিক অপরাধ শাখা (EOW)। ফরেন্সিক অডিটে এই সমস্ত অনিয়ম প্রকাশ হওয়ার পরে ভারত পে-র প্রাক্তন প্রধান নিয়ন্ত্রক মাধুরী জৈনকে ২০২২ সালে বরখাস্ত করা হয়। ওই বছরেরই মার্চ মাসে সংস্থার সিইও পদ থেকে ইস্তফা দেন অশনীরও। ২০২৩ সালে অশনীর ও মাধুরীর দাম্পত্যসম্পর্ক নিয়েও চর্চা শুরু হয় বেশ। অভিনেত্রী মৌনি রায়ের ছবিতে সোশ্যাল মিডিয়ায় লাইক দেওয়া নিয়ে বিবাদ বেঁধেছিল উদ্যোগপতি ও তাঁর পত্নীর মাধ্যমে। যদিও একটি সাক্ষাৎকারে এসে সে গল্প নিজেই জানিয়েছিল অশনীর।

আরও পড়ুন: রান্নার মশলা টিকে থাকবে বছরের পর বছর! শার্ক ট্যাঙ্কে দুই ভাইয়ের যে প্রযুক্তি ঝড় তুলল

সলমনের সঙ্গে বিগ বসের মঞ্চে অশনীরের এই মুলাকাতের আগেও আরও একটি সাক্ষাৎকার দিয়েছিলেন এই উদ্যোগপতি। এই বাজারে সেই সাক্ষাৎকার নিয়েও শুরু হয়েছে জোর চর্চা। সেখানে তিনি জানান নাকি সলমনের ম্যানেজার নাকি একবার অশনীরকে সাফ জানিয়ে দিয়েছিলেন, সলমন খান তাঁর সঙ্গে ছবি তুলতে চান না। অশনীরের কথায়, “সলমন খানের সঙ্গে দেখা হয়েছিল। তাঁকে আমরা স্পনসর রেখেছিলাম। তো শ্যুটের সময় ওঁর সঙ্গে দেখা হয়েছিল। শ্যুটিংয়ের আগে কোম্পানির বিষয়ে জানানোর জন্য দেখা হয়েছিল। তিন ঘণ্টা বসেছিলাম তাঁর সঙ্গে। তো তখন তাঁর ম্যানেজার বলে দিয়েছিলেন যে, ছবি তোলা যাবে না। কারণ স্যার সেটা বিশেষ পছন্দ করেন না।" এই ঘটনার প্রেক্ষিতে সলমনকে নাকি পরবর্তীতে আক্রমণ করে বেশ কিছু কথাও বলেছিলেন অশনীর। তবে সে সমস্ত বিতর্ক পাশে সরিয়ে বিগ বসের মঞ্চ থেকে ফেরার পর অশনীর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, তিনি সেখানে যথেষ্ট মজা করেছেন। পাশাপাশি তিনি আশাবাদী, ওই পর্বটিকে দর্শক পছন্দ করবেন এবং আশাজনক টিআরপি আনতে সফল হবে সেটি। পাশাপাশি সেই পোস্টে তিনি মজা করে এ-ও জানান, শেষপর্যন্ত সলমন খানের সঙ্গে ছবি তুলতে সফল হয়েছেন তিনি।

 

সাম্প্রতিক এই বিতর্কের নেপথ্যে কি শুধুই দর্শক মনোরঞ্জনের চেষ্টা নাকি সত্যিই সলমন খানের সঙ্গে বিবাদে জড়িয়েছেন অশনীর, তা অবশ্য স্পষ্ট নয়। একই সঙ্গে বিগবসের মঞ্চে কোন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন অশনীর, তা নিয়েও জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। সব মিলিয়ে সলমন-অশনীর এই দ্বন্দ্ব যে নেটিজেনদের জন্য নতুন চর্চার বিষয় জুগিয়েছে, তাতে সংশয় নেই।

More Articles