Nestle India: কেনা উচিত এই শেয়ার? কী বলছেন বিশ্লেষকরা?

Nestle India Share: গত ৩০ জুনের হিসেব অনুযায়ী কোম্পানিটি ৪৮৫৩.০৭ কোটি টাকার মোট আয় করেছে।

শেয়ার বাজারে বড় নাম নেসলে ইন্ডিয়া। নেসলে ইন্ডিয়া লিমিটেডের বর্তমান বাজার মূল্য ২৪৮১.৩৫ টাকা। অ্যাক্সিস সিকিউরিটিজ নেসলে ইন্ডিয়া লিমিটেডকে ২৮০০ টাকার টার্গেট মূল্যে কিনেছে। এই মুহূর্তে নেসলের শেয়ার কিনতে বলছেন অধিকাংশ শেয়ার মার্কেট বিশেষজ্ঞই। কেন? নেসলের শেয়ার কিনে কতখানি লাভের সম্ভাবনা আছে?

FMCG সেক্টরে পরিচালিত একটি লার্জ ক্যাপ কোম্পানি Nestle India Ltd। নেসলের বাজারে মোট মূলধন বা মার্কেট ক্যাপ ২৩৯১১৫.৮০ কোটি টাকা। নেসলে ইন্ডিয়া লিমিটেডের প্রধান পণ্য বা রাজস্ব বিভাগগুলির মধ্যে রয়েছে দুগ্ধ পণ্য, প্যাকেজড খাবার এবং রান্নার উপকরণ, মিষ্টি, এক্সপোর্ট ইনসেন্টিভ।

গত ৩০ জুনের হিসেব অনুযায়ী কোম্পানিটি ৪৮৫৩.০৭ কোটি টাকার মোট আয় করেছে। গত ত্রৈমাসিকের মোট আয় ছিল ৫২৯৪.৩৪ কোটি টাকা। তা থেকে এবার ৮.৩৩% কম হয়েছে আয়। গত বছরের একই সময়কালে মোট আয় ছিল ৪৬৮২ কোটি টাকা। তার থেকে আবার ৩.৬৪% বেশি লাভ হয়েছে। কোম্পানি সর্বশেষ ত্রৈমাসিকে ৭৪৭.৬০ কোটি টাকার কর দিয়েছে৷

প্রোমোটার/FII হোল্ডিং

গত ৩০ জুন পর্যন্ত প্রোমোটাররা কোম্পানিতে ১২৫.৫২ শতাংশ শেয়ার হোল্ড করেছিল। অন্যদিকে FII-গুলির মালিকানা ছিল ২৩.৮৮ শতাংশ, DII-গুলির ১৮.২৪ শতাংশ৷

আরও পড়ুন- এক্সিট পোল ও শেয়ার বাজার: যে মহা কেলেঙ্কারি ঘটালেন মোদি-শাহ

নেসলে ইন্ডিয়া শেয়ারের দামের বিশদ

বর্তমান মূল্য: নেসলে ইন্ডিয়ার বর্তমান শেয়ারের মূল্য ২৪৭০.৩ টাকা৷
মূল্য পরিবর্তন: NESTLEIND.NS-এর মূল্য পরিবর্তন -৭.৭৷
মূল্য শতাংশ পরিবর্তন: NESTLEIND.NS-এর মূল্য শতাংশ পরিবর্তন -০.৩১০৭৷
দিনের সর্বোচ্চ মূল্য: NESTLEIND.NS-এর দিনের সর্বোচ্চ মূল্য হলো ২৪৮৬.৯৫৷
দিনের সর্বনিম্ন মূল্য: NESTLEIND.NS-এর দিনের সর্বনিম্ন মূল্য হলো ২৪৫৯৷
বাজার খোলার সময় শেয়ার পিছু দাম: বাজার খোলার সময় NESTLEIND.NS-এর শেয়ার পিছু দাম হলো ২৪৮৩.৬৷
বাজার বন্ধ হয়েছিল যে দামে: NESTLEIND.NS এর বাজার বন্ধ হয়েছিল ২৪৭৮ দামে ৷

নেসলে ইন্ডিয়া শেয়ারের মূল্য নিয়ে বিশেষজ্ঞদের মতামত

টার্গেট মূল্য: নেসলে ইন্ডিয়ার শেয়ারের টার্গেট মূল্য হলো ২৮০০ টাকা।
বিশ্লেষকদের সুপারিশ: ৩৩ জন বিশ্লেষকদের মধ্যে ১ জন নেসলের শেয়ার কেনার জন্য ভীষণভাবেই সুপারিশ করছেন, ১৩ জন বিশ্লেষক বলছেন এই শেয়ার কেনা উচিত, ১৫ জন শেয়ার হোল্ড করতে বলছেন, ৩ জন বলছেন বিক্রি করে দিতে এবং ১ জন বিক্রি করে দেওয়ার উপরেই সবচেয়ে বেশি জোর দিচ্ছেন৷

নেসলে ইন্ডিয়ার আর্থিক পরিস্থিতি

বার্ষিক রাজস্ব বৃদ্ধি: নেসলে ইন্ডিয়ার ২৭.৫১% বার্ষিক আয় বৃদ্ধি তার ৩ বছরের CAGR ১৮.০৯%-কে ছাড়িয়ে গেছে।
নেট বিক্রয়: কোম্পানির নেট বিক্রয় ৪৮১৩.৯৫ কোটি, যা বছরে ৩.৩৪% বেড়েছে।
মুনাফা: কোম্পানির মুনাফা বছরে ৭% বেড়ে ৭৪৭ কোটি হয়েছে।

More Articles