দৈর্ঘ্যে মাত্র দেড় সেন্টিমিটার! পেন্সিলের শিষ দিয়ে 'অস্কার' তৈরি করে যে নজির গড়ল বাংলার ছেলে
Oscar made of pencil tip : ভারতে জোড়া অস্কারের সাফল্যকে আরও খানিকটা উস্কে দিলেন বাংলার প্রসেনজিৎ কর। পেন্সিলের শিষ দিয়ে হুবহু অস্কার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি
হাতের কাজে বিশ্ব জয় করার ঘটনা অবশ্য নতুন কিছুই নয়, এর আগেও বিভিন্ন সময় এই ধরনের উদাহরণ পাওয়া গিয়েছে। এবার আক্ষরিক অর্থেই নিজের হাতের কাজ দিয়ে গোটা বিশ্বে তাক লাগিয়ে দিলেন এক বঙ্গসন্তান। পেন্সিলের শিষ দিয়ে একেবারে হুবহু একই রকম দেখতে অস্কার তৈরি করলেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রসেনজিৎ কর। ইতিমধ্যেই অস্কার মোহে আচ্ছন্ন হয়ে রয়েছে গোটা দুনিয়া। ভারতের এবার জোড়া অস্কারের সাফল্যে এখনো উদযাপন চলছে। এরই মধ্যে সামনে এলো জঙ্গলমহলের বাসিন্দা প্রসেনজিৎ করের এই অভিনব কীর্তির কথা। এক কথায় বলতে গেলে, রীতিমতো অবাক করা ঘটনা এটি।
ভারতে জোড়া অস্কারের সাফল্যকে আরও খানিকটা উস্কে দিলেন বাংলার প্রসেনজিৎ কর। পেন্সিলের শিষ দিয়ে হুবহু অস্কার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন জঙ্গলমহলের প্রসেনজিৎ। অভিনব এই অস্কারটি দৈর্ঘ্যে ১.৪ সেন্টিমিটার সমান। পুরো স্মারকটি গড়তে সময় লেগেছে মাত্র দুই ঘণ্টা।
আরও পড়ুন -: বিশ্বের সবচেয়ে দূষিত ৫০ টি শহরের মধ্যে ৩৯ টিই ভারতে! যে ভয়াবহ ইঙ্গিত দিচ্ছে সমীক্ষা
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুর থানা অঞ্চলে প্রসেনজিতের বাবার একচিলতে মোটরসাইকেল সারাইয়ের দোকান। সেখানে বসেই হাতের কাজ করেন প্রসেনজিৎ। এর আগেও পেন্সিলের শিষ দিয়ে বিভিন্ন মূর্তি গড়েছেন তিনি। আঁকার হাতও তুখোড়। কখনও তিনি এঁকেছেন মাদারটেরেজা কখনও আবার বিরাট কোহলি। এমনকী পাখির পালকের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকে তাক লাগিয়ে দিয়েছেন।
দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে মাইক্রো আর্টিস্ট-এর কাজ করে চলেছেন প্রসেনজিৎ। তাঁর অসাধারণ কাজের জন্য ইতিমধ্যেই জিতে নিয়েছেন বহু পুরস্কার। তবে গোটা দুনিয়া যে পুরস্কার কে ঘিরে উচ্ছ্বসিত, সেই অস্কারের মতো বহুমূল্য একখানা স্মারক কিনা হুবহু তৈরি করলেন ঘরে বসেই, তাও আবার সামান্য পেন্সিলের শিষ দিয়ে। বলাই বাহুল্য, আজ তাঁর এই অনন্য কৃতিত্ব, দেশের অস্কার জয়ের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

Whatsapp
