ঘূর্ণিঝড় মিগজাউমের ফলে রাতভর ভিজছে বাংলা! কবে থামবে বৃষ্টি?

Cyclone Michaung Weather Update Today : দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস।

ডিসেম্বর মাস, ক্যালেন্ডার বলছে শীতকাল এসে গুটিসুটি লেপে ঢুকে পড়া উচিত। অথচ রাতভর বৃষ্টিতে ভিজছে পশ্চিমবাংলা। সারাদিনই আকাশে কালো মেঘ, ঠান্ডা হাওয়া আর বৃষ্টির দাপট! ঘূর্ণিঝড় মিগজাউম নিম্নচাপ হয়ে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে। আর এই নিম্নচাপের ফল সরাসরি পড়েছে এ রাজ্যে। শুক্রবার সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। আজ, বৃহস্পতিবারও চলবে লাগাতার বৃষ্টি। ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেড়েছে। পাশাপাশি চলছে বৃষ্টি। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া এমনই থাকবে।

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতি ও শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

মিগজাউমের সরাসরি প্রভাব বেশি টের পাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলের জেলাগুলিতে। শুক্রবার বৃষ্টি ও ঝোড়ো হাওয়া থাকলেও আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করবে। আর বৃষ্টি কমলেই, শীত আসবে। এই ঘূর্ণিঝড়ের কারণেই শীত সেভাবে আসেনি রাজ্যে। শীতের আমেজ টেরই পাওয়া যায়নি ডিসেম্বর চলে এলেও। তবে শনিবার থেকে নামতে পারে তাপমাত্রা।

উত্তরবঙ্গে পার্বত্য এলাকার আকাশ অবশ্য এত তাড়াতাড়ি পরিষ্কার হবে না। শুক্রবারের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার বদলাবে, তাপমাত্রা নামবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস জানাচ্ছে, ৮ তারিখ অর্থাৎ শুক্রবার থেকেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। রোদ উঠলেই তাপমাত্রা কমতে শুরু করবে। কলকাতার তাপমাত্রা আগামী ১০ তারিখ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামার সম্ভাবনা রয়েছে।

 

More Articles