আরও চার শতাংশ বাড়ল ডি.এ, বেতন ঠিক কতটা বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের?

4% DA Hike : মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্যতা ত্রাণ, এই দুইয়ের কারণে রাজকোষের উপর একত্রিত প্রভাব পড়বে প্রতি বছরে প্রায় ১২.৮১৫.৬০ কোটি টাকা।

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে ফের ডি এ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীরাও দীর্ঘদিন ধরে এই বিষয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ৩ শতাংশ DA বাড়িয়ে এক প্রকার জানিয়েই দিয়েছেন এর বেশি তার পক্ষে দেওয়ার সম্ভব নয়। অথচ নিয়ম মেনে প্রতি বছরই কেন্দ্র সরকারি কর্মচারীদের মাইনে বাড়ছে এই নিয়ে চাপানোত্তর চলছে আর এর মাঝেই আবারও ৩৮ শতাংশ থেকে চার শতাংশ বেড়ে বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA হল ৪২ শতাংশ। সরকারি কর্মচারীদের হকের দাবি ডিএ। বছরে অন্তত দুবার ডি.এ বাড়ানো হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। মাইনের বেসিকের ওপর নির্দিষ্ট শতকরা হারে এই মূল্য ধার্য হয়। কম করে দুই শতাংশ থেকে চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় DA।

গত কালই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। ফলস্বরূপ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৩৮ শতাংশ থেকে বেড়ে হল ৪২ শতাংশ। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই ডিএ বৃদ্ধিতে ১২,৮১৫ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। এর ফলে চলতি বছরের জানুয়ারি মাস থেকে যে বকেয়া ডিএ রয়েছে তা একত্রিত করে মার্চের শেষেই হাতে পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। সমীক্ষা বলছে, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ৪৭.৫৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯.৭৬ লাখ কেন্দ্রীয় সরকারি পেনশনভোগী উপকৃত হবেন। আরও জানা গিয়েছে, মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্যতা ত্রাণ, এই দুইয়ের কারণে রাজকোষের উপর একত্রিত প্রভাব পড়বে প্রতি বছরে প্রায় ১২.৮১৫.৬০ কোটি টাকা।

উদাহরণস্বরূপ, যদি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মাসিক বেতন হয় হয় ৪২,০০০ টাকা এবং বেসিক হয় ২৫,৫০০ টাকা; তাহলে তিনি অবশ্যই ওই মোট বেতনের মধ্যে বেসিকের ৩৮ শতাংশ অর্থাৎ ৯,৬৯০ টাকা মহার্ঘ ভাতা পেতেন এতদিন যাবৎ। বর্তমানে এই চার শতাংশ বৃদ্ধির পরে সেই মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে হবে ৪২ শতাংশ হিসেবে ১০,৭১০ টাকা। সুতরাং, এই ক্ষেত্রে মাসিক মোট বেতনে ১,০২০ টাকা বৃদ্ধি পাবে।

একইভাবে, মাসিক পেনশনও বাড়বে কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীর। উদাহরণস্বরূপ, যদি কেউ মাসে ৩০,০০০ টাকা বেসিক পেনশন পান, তবে তিনি এতদিন তার মধ্যে ১১,৪০০ টাকা মহার্ঘ্যতা ভাতা অর্থাৎ ডিএ পেতেন। এখন, পরিমাণ বেড়ে হবে ১২,৬০০ টাকা। অর্থাৎ এই ক্ষেত্রে পেনশন প্রতি মাসে প্রায় ৮০০ টাকা বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, বছরে দুবার সংশোধিত হয় এই DA এবং DR। Ses বৃদ্ধির হিসেব করা হবে চলতি বছরের জানুয়ারি থেকেই।

জানেন ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়?

কেন্দ্রীয় সরকার একটি সূত্রের ভিত্তিতে কর্মচারীদের জন্য ডিএ এবং ডিআর সংশোধন করে।
সূত্রটি হল নিম্নরূপ :
মহার্ঘ ভাতা শতাংশ = (সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের গড় (বেস ইয়ার ২০০১=১০০) গত ১২ মাসের জন্য - ১১৫.৭৬)/১১৫.৭৬)x১০০।

কেন্দ্রীয় পাবলিক সেক্টরের কর্মীদের জন্য: মহার্ঘ ভাতা শতাংশ = (সর্বভারতীয় উপভোক্তা মূল্য সূচকের গড় (বেস ইয়ার ২০০১=১০০) গত ৩ মাসের জন্য -১২৬.৩৩)/১২৬.৩৩)x১০০। সুতরাং গত ১২ মাসের গড় CPI-IW বর্তমানে ৩৭২.২। ফলে সূত্র অনুসারে, ডিএ ৪২.৩৭ শতাংশে আসছে। তাই, কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা বাড়িয়ে ৪২ শতাংশ করেছে।

 

More Articles