সৎকারের কিছুক্ষণ আগেই জীবিত দেখা গেল মৃত ব্যক্তিকে, শোরগোল মুজফফরনগরে

Dead Person Found Alive in Chandigarh: মৃতদেহ সৎকারের আগেরদিন খোঁজ মিলল মৃত ব্যক্তির, জানেন সেই ঘটনা? পড়ুন বিশদে

M

অবাক কাণ্ড উত্তরপ্রদেশে। এমন ঘটনা কেউ কখনও শুনেছেন কি? সৎকারের আগেরদিন বেঁচে উঠলেন মৃত। কে সেই ব্যক্তি? কীভাবেই বা তাঁর মৃত্যু হয়েছিল। তুমুল জলঘোলা শুরু এই তাজ্জব ঘটনা ঘিরেই।
সেপ্টেম্বরের ৯ তারিখ একটি মুণ্ডহীন দেহ উদ্ধার করে মীরাট পুলিশ। নর্দমার ভেতর থেকে উদ্ধার করা হয় ছিন্নভিন্ন দেহটিকে। রাজ্যজুড়ে এই খবর জানাজানি হতেই, মুজফফরনগর থেকে খবর আসে মনসুরপুর থেকে নিখোঁজ বছর ২০-এর এক যুবকের কথা। জানা যায়, যুবকের নাম মন্টি কুমার।


খবর পাওয়া মাত্র, মীরাটের মর্গে দৌঁড়ে যান মন্টি কুমারের পরিবারের লোকজন। জানা যায়, নিখোঁজ ওই যুবকের ঘাড়ে এবং হাতে নির্দিষ্ট কিছু উল্কি আছে। পরিবারের তরফ থেকে এই তথ্য পাওয়ার পর আশঙ্কা করা হয়েছিল দেহের ঐ অংশগুলি হয়তো গোপনে লুকিয়ে রেখেছে আততায়ী। পরিবারের ব্যক্তিরা এরপর ওই দেহটি শনাক্ত করেন এবং পারলৌকিক ক্রিয়ার আয়োজন করেন বৃহস্পতিবার।


আশ্চর্যজনকভাবে, বুধবার সন্ধেয় নিখোঁজ সেই যুবকটিকে চিহ্নিত করা যায় চণ্ডিগড়ে। এক যুবতীর সঙ্গে পালিয়ে গিয়ে তিনি সেখানেই থাকছিলেন, এমনটাই জানা গিয়েছে। মনসুরপুরের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মচারী আশিস চৌধুরী জানিয়েছেন, নিখোঁজ ওই যুবক-যুবতীকে ক্রমাগত ফোনে ট্র‍্যাক করছিলেন তাঁরা। যে দেহটিকে পরিবার শনাক্ত করেছিলেন, তা মন্টি কুমারের নয়। 


অতঃপর, উদ্ধার হওয়া দেহটিকে ফের মীরাটের মর্গে এনে রাখা হয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে খবর, এলাকারই এক অষ্টাদশী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন মন্টি। সেই তরুণীকে সঙ্গে নিয়েই ২৮ অগাস্ট চণ্ডিগড়ে চলে যান তিনি। মনসুরপুরের থানায় তরুণীর পরিবার মন্টির বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়েরও করেছিলেন।


অগাস্টের ৩১ তারিখ অভিযোগ জানাতে গিয়ে তরুণীর বাবা জানান, সকালবেলা উঠে তাঁরা দেখতে পান, মেয়ে ঘরে নেই। পাড়ারই আরেক যুবক জানিয়েছিলেন, মন্টি তাঁদের মেয়েকে নিয়ে বাইকে করে চলে গিয়েছে। যাওয়ার সময় তরুণী বাড়ি থেকে নিয়ে গিয়েছিলেন, কিছু গয়না এবং ৫০ হাজার টাকা। যদিও মন্টির পরিবারের লোকজন দেহটি শনাক্ত করে প্রতিবাদ জানিয়েছিলেন পুলিশের বিরুদ্ধে, আততায়ীকে গ্রেফতার করা বিষয়ে ঢিলেমির অভিযোগ করে। সৎকারের কিছুক্ষণ আগেই জীবিত হয়ে উঠলেন নিখোঁজ ব্যক্তি। এই আশ্চর্য ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজ্যজুড়ে। 

More Articles