LIC: ২১ টাকা বিনিয়োগে রিটার্ন ২ লক্ষ, নিম্নবিত্তকে আশা দেখাবে এলআইসি-র এই প্রকল্প
নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির জনসাধারণের জন্যই সম্প্রতি একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে ভারতীয় জীবন বিমা নিগম।
ভারতীয় বাজারে একাধিক বিমা কোম্পানির ভিড় লেগে থাকলেও এখনও দেশবাসী আস্থা রাখে LIC-র ওপর। ভারতীয় বিমার বাজারে একটা দীর্ঘ সময় ধরে রাজত্ব করে এসেছে সরকারি এই সংস্থাটি। ভারতের সবথেকে বড় এবং সবথেকে পুরনো বিমা সংস্থা হলো ভারতীয় জীবন বিমা নিগম এলআইসি। ভারতের একটা বড় সংখ্যক মানুষ এলআইসি-র প্রকল্পগুলিতে লগ্নি করতে পছন্দ করে থাকেন। অতিরিক্ত ঝুঁকির জন্য যাঁরা শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে অনিচ্ছুক থাকেন, তাঁদের জন্য এলআইসি নিয়ে এসেছে এমন কিছু আকর্ষণীয় প্ল্যান, যা তাঁদের অর্থনৈতিক পরিকল্পনাকে দৃঢ় করার পাশাপাশি সুরক্ষিত করে তাঁদের আর আগামী প্রজন্মের ভবিষ্যৎকেও।
প্রধানত ভারতের মধ্যবিত্ত শ্রেণির মানুষের জন্যই চালু হয়েছিল এলআইসি। তবে এখন নিম্নবিত্ত এবং উচ্চবিত্তরাও এলআইসি-র ওপর ভরসা রাখছেন। তাদের একাধিক এনডাওমেন্ট প্ল্যান, নানাবিধ পেনশন প্রকল্প, ভারতীয় জনসাধারণের মধ্যে LIC-র ব্যাপারে একটা ইতিবাচক প্রভাব তৈরি করা শুরু করেছে। আপনি যদি নিম্ন-মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত আয়সীমার মধ্যে বিরাজ করেন, তাহলে নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য LIC-র যে কোনও একটি এনডাওমেন্ট প্ল্যান হতে পারে আপনার সবথেকে ভালো পছন্দ। তাই নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণির জনসাধারণের জন্যই সম্প্রতি একটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে ভারতীয় জীবন বিমা নিগম। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে, LIC ভাগ্যলক্ষ্মী প্ল্যান এবং এখানে প্রতিদিন মাত্র ২১ টাকা বিনিয়োগ করলেই আপনারা পেয়ে যাবেন ১১০% বেশি রিটার্ন। তাহলে চলুন বেশি দেরি না করে LIC-র এই নতুন প্রকল্পটির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
LIC ভাগ্যলক্ষ্মী পরিকল্পনা কি?
LIC ভাগ্যলক্ষ্মী পরিকল্পনা হলো একটি নন-লিংক, ব্যক্তিগত মাইক্রো ইনশিওরেন্স টার্ম প্ল্যান। এই পরিকল্পনায় যদি আপনি নিজের টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ পূর্তির পর ১১০ শতাংশ রিটার্ন পেয়ে যাবেন। আপনি বিভিন্ন সময়ের জন্য এই বিমা পলিসি গ্রহণ করতে পারেন। পাশাপাশি এলআইসি ভাগ্যলক্ষ্মী পরিকল্পনার রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলির জন্যই এই প্রকল্পটি হয়ে উঠেছে স্বল্প আয়ের মানুষদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।
আরও পড়ুন: LIC: ২০০ টাকা বিনিয়োগে ২৮ লক্ষ টাকা রিটার্ন! অবিশ্বাস্য শোনালেও সত্যি…
এই প্রকল্পটি একটি টার্ম প্ল্যান উইথ রিটার্ন প্রিমিয়াম প্রকল্প। এই প্ল্যানে বিনিয়োগ করতে হলে আপনার নূন্যতম বয়সসীমা ১৮ বছরের বেশি হতে হবে। এই প্রকল্পটি চালু করার মূল কারণ হলো স্বল্প আয়ের মানুষদের আর্থিক সাহায্য প্রদান করা। এই কারণেই এই স্কিম ইনশিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া-র দ্বারা মাইক্রো ইনশিওরেন্স প্ল্যান হিসেবে রেজিস্টার করা হয়েছে।
এই প্ল্যানের কিছু বৈশিষ্ট্য
আমরা আগেই জানিয়েছি, এলআইসি ভাগ্যলক্ষ্মী প্ল্যান হলো একটি নন-পার্টিসিপেটিং লিমিটেড পেমেন্ট প্রোটেকশন প্ল্যান, যেখানে কম টাকার প্রিমিয়াম দিয়েও আপনারা এলআইসি-র জীবন সুরক্ষা-র সমস্ত সুবিধে উপভোগ করতে পারবেন। এই প্রকল্পের ন্যূনতম সামগ্রিক মূল্য ২০,০০০ টাকা (অ্যাসিওর্ড) এবং সর্বাধিক ৫০ হাজার টাকা। আপনি প্রতিমাসে, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর অথবা বছরে একবারের হিসেবে প্রিমিয়াম জমা দিতে পারবেন।
এই প্ল্যান ৬০ দিনের অতিরিক্ত গ্রেস পিরিয়ডের সঙ্গে আসে। অর্থাৎ, প্রিমিয়াম ডিউ ডেট হয়ে গেলেও আপনি পরবর্তী দু'মাসের জন্য গ্রেস পিরিয়ড পেয়ে যাবেন। যদি আপনি বার্ষিক প্রিমিয়াম পেমেন্ট করেন তাহলে প্রিমিয়ামের ওপরে ২% ছাড় আপনাদের জন্য থাকছে। আর যদি ৬ মাস অন্তর এই পেমেন্ট করেন তাহলে ১% ছাড় পাবেন আপনি। এই প্ল্যানে সর্বাধিক পেমেন্ট জমা দেওয়ার সময় ১৩ বছর এবং সর্বনিম্ন ৫ বছর। অন্যদিকে, নূন্যতম পলিসি টার্ম ৭ বছর এবং সর্বাধিক পলিসি টার্ম ১৫ বছর।
এলআইসি ভাগ্যলক্ষ্মী পলিসির সুবিধা
এলআইসি ভাগ্যলক্ষ্মী প্ল্যান আপনাকে জীবন সুরক্ষা-সহ দারুণ কিছু বেনিফিট অফার করতে পারে। এর মধ্যে অন্যতম ডেথ বেনিফিট, ম্যাচিউরিটি বেনিফিট, সারেন্ডার ভ্যালু-সহ আরও অনেক কিছু। চলুন এই সমস্ত অতিরিক্ত সুবিধের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
ডেথ বেনিফিট
যদি দুর্ভাগ্যবশত পলিসি টার্ম শেষ হওয়ার আগেই পলিসি-ধারকের মৃত্যু হয়, এবং ম্যাচিউরিটি আরও বেশ কিছু দিন বাকি থাকে, তাহলে পলিসি হোল্ডারের পরিবারের কাছে অথবা যিনি এই পলিসির উত্তরাধিকারী রয়েছেন, তাঁর কাছে সরাসরি এই ডেথ বেনিফিট । যত টাকা সাম অ্যাসিওর্ড ছিল, সেই পরিমাণ টাকা ওই ব্যক্তি পেতে পারবেন।
ম্যাচিউরিটি বেনিফিট
যদি ম্যাচিউরিটি সময়সীমা পর্যন্ত পলিসি-ধারক জীবিত থাকেন, তাহলে সেই পলিসি-র উত্তরাধিকারীর কাছে পুরো ম্যাচিউরিটি বেনিফিট পাঠিয়ে দেওয়া হবে। এই ম্যাচিউরিটি বেনিফিটের পরিমাণ পুরো প্রিমিয়ামের ১১০%।
সারেন্ডার ভ্যালু
যদি পলিসি ম্যাচিওর হওয়ার আগেই কোনও পলিসি ধারক ওই পলিসি সারেন্ডার করেন, তাহলেও তিনি সেই পলিসি গ্রহণের সময় সীমা এবং সেই পলিসির শর্ত অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের টাকা ফেরত পেতে পারেন। তবে এই শর্ত ব্যক্তি ও পলিসিবিশেষে ভিন্ন হতে পারে।
ফ্রি লুক পিরিয়ড
যদি আপনি এই পলিসির কোনওরকম শর্তের সঙ্গে সহমত না হন, তাহলে আপনি পলিসি গ্রহণের ১৫ দিনের মধ্যে এই পলিসি এলআইসির কাছে পুনরায় ফেরত পাঠিয়ে দিতে পারেন। এলআইসি ভাগলক্ষী পলিসি যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি ১৫ দিনের ফ্রি লুক পিরিয়ড পাবেন। এই সময়সীমার মধ্যে যদি আপনি পলিসি এলআইসি-র কাছে ফেরত দেন তাহলে, আপনাকে অতিরিক্ত কোনও টাকা দেওয়া হবে না।
সঠিক কারণ দেখিয়ে আপনাকে এই পলিসি ফেরত দিতে হবে। যদি এলআইসি আপনার এই পলিসি ফেরত দেওয়ার কারণ অনুধাবন করতে পারে, তাহলে এলআইসি আপনার কাছে একটি রসিদ পাঠাবে। এলআইসির কাছেও এই রসিদের একটি কপি থাকবে। সেই রসিদ অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের রিস্ক প্রিমিয়াম বাদ দিয়ে বাকি টাকা আপনার কাছে পুনরায় ফেরত পাঠাবে এলআইসি।
রিভাইভাল
যদি কোনও পলিসি-ধারক নিজের ডিফল্টেড পলিসি পুনরায় চালু করতে চান, তাহলে দু'বছরের মধ্যে নির্দিষ্ট ফাইন জমা দিয়ে এবং এলআইসি-র কাছে আবেদন জানিয়ে সেই পলিসি পুনরায় চালু করতে পারবেন।
এলআইসি ভাগ্যলক্ষ্মী পরিকল্পনার খুঁটিনাটি
পরিকল্পনা যদি আপনি গ্রহণ করেন, তাহলে আপনার স্কিমের নূন্যতম বিমা-কৃত অংক হতে হবে ৫০,০০০ টাকা। স্কিমের সর্বোচ্চ বিমা-কৃত রাশি হতে হবে ২,০০,০০০ টাকা। আপনার বয়স ১৮ বছর হয়ে গেলে আপনি এলআইসির এই প্রকল্প গ্রহণ করতে পারবেন। এই এলআইসি গ্রহণ করার সর্বাধিক বয়স হতে পারে ৫৫ বছর।
কত প্রিমিয়াম দিতে হবে?
মনে করা যাক, কোনও ব্যক্তি ২০ বছর বয়সে ১৫ বছরের জন্য এলআইসি ভাগলক্ষ্মী প্ল্যান গ্রহণ করতে চাইছেন। তাহলে সেই পরিচয় দিতে তাকে ১৩ বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে। যদি আপনার বিমার পরিমাণ হয় ২ লক্ষ টাকা, তাহলে আপনাকে প্রতি ১,০০০ টাকার জন্য ৩৭.২০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে। সেক্ষেত্রে আপনার বার্ষিক প্রিমিয়াম হবে ৭,৪৪০ টাকা। এই পরিস্থিতিতে আপনাকে প্রতিদিন খরচ করতে হবে মাত্র ২১ টাকা করে। আপনি ১৫ বছর পর মেয়াদ পূর্তিতে ২ লক্ষ টাকা সম্পূর্ণ রিটার্ন পাবেন, যা বিনিয়োগ করা অর্থের ১১০%।
কীভাবে জমা করবেন প্রিমিয়াম?
আপনি অনলাইনে এলআইসি ভাগ্যলক্ষ্মী প্ল্যান গ্রহণ করতে পারেন। এছাড়া যদি আপনি চান, তাহলে আপনার বাড়ির কাছে যে কোনও এলআইসি শাখায় গিয়ে পলিসি গ্রহণ করতে পারেন। আপনার যদি পলিসির শর্ত পছন্দ না হয়, তাহলে আপনি প্রিমিয়াম পরিশোধের পর এই পলিসি সমর্পণ করতে পারেন। যদি আপনি একমাসের প্রিমিয়াম কোনও কারণবশত না দিতে পারেন, তাহলে আপনাকে ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেওয়া হবে। তিন মাস, ছয় মাস এবং ১ বছরের প্রিমিয়াম মোডের ক্ষেত্রে এই গ্রেস পিরিয়ড হবে ৬০ দিনের।
অসুবিধা কী কী?
এলআইসি ভাগ্যলক্ষ্মী যোজনার ব্যাপারে একটি বিষয় আপনার অবশ্যই মাথায় রাখা উচিত। এই পলিসি যদি আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু আগে আপনাকে মেডিক্যাল টেস্ট করাতে হবে। আপনার মেডিক্যাল টেস্টের রেজাল্ট যদি সঠিক আসে, তাহলেই কিন্তু আপনি এই পলিসি গ্রহণ করতে পারবেন, নতুবা নয়। এই পলিসি যদি আপনি গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনি ঋণ নেওয়ার সুবিধা পাবেন না। আপনি পলিসিটি সমর্পণ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি আপনার পলিসি সম্পূর্ণ রাশির ৩০ থেকে ৯০ শতাংশ ফেরত পাবেন। আপনার পলিসি যতদিন বেশি চলবে, তত আপনার সারেন্ডার ভ্যালু বাড়তে থাকবে।