জগন্নাথের রথের সামনেই পদপিষ্ট ভক্তরা! পুরীতে বড় বিপর্যয়

Jagannath Rath Yatra Stampede: ভিড়ের চাপে শনিবার রথ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নামানো যায়নি। রাতভর রথ ঘিরে বহু পূর্ণার্থী ভিড় করেছিলেন। তারা রথের কাছে পৌঁছোনোর চেষ্টা করছিলেন।

পুরীর রথযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। এবার জগন্নাথ দেবের রথ নন্দীঘোষের চাকার সামনেই ঘটে গেল বিপর্যয়। অত্যাধিক ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত তিন পুণ্যার্থীর মৃত্যু হলো। আহত আরও ৫০ জন। আহতের সংখ্যা বাড়তে পারে। আরও বাড়তে পারে। কীভাবে ঘটল এই ঘটনা?

২৯ জুন ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুরীর মূল মন্দির থেকে গুণ্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এই তিন কিলোমিটার পথ পেরোতে গিয়েই ঘটে বিপত্তি। পথে বারবার নন্দীঘোষ, তালধ্বজ, দর্পদলন-এর তিনটি রথ আটকায়। রথযাত্রায় ভক্তদের অত্যাধিক ভিড়ের মধ্যে গুণ্ডিচা মন্দিরে পৌঁছতে দেরি হয়। এ দিন ভোরে মাসির বাড়ি পৌঁছয় রথ। পুরীর মন্দিরের কাছে জগন্নাথ দেবের রথ পৌঁছতেই ভক্তদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। রথযযাত্রায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড়ের চাপে শনিবার রথ থেকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে নামানো যায়নি। রাতভর রথ ঘিরে বহু পূর্ণার্থী ভিড় করেছিলেন। তারা রথের কাছে পৌঁছোনোর চেষ্টা করছিলেন। এতে ব্যারিকেড ভেঙে যায়। ভিড়ের চাপে ধাক্কাধাক্কি শুরু হয় বেশ কয়েকজন পড়ে যান। আর তাতেই পদপিষ্টের ঘটনা ঘটে।

আরও পড়ুন-মীরা নায়ারের পুত্র, মোদি সমালোচক— নিউ ইয়র্ককে দিশা দেখাবেন ভাবী মেয়র মামদানি?

ভোর ৪টে-৫টা নাগাদ গুণ্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথ পৌঁছায়। মৃতদের মধ্যে দু’জন মহিলা- প্রভাতী দাস এবং বাসন্তী সাহু। আরেকজনের ৭০ বছর বয়স, প্রেমাকান্ত মোহান্তি। তিন জনই ওড়িশার খুরদা জেলা থেকে এসেছিলেন।

রথযাত্রার শুরুতেই বাধা ছিল। এবার পুরীর রথ যাত্রায় যাত্রায় অত্যধিক ভিড় হয়েছিল। ১০ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়। রথের দিন এমন পরিস্থিতি হয় যে বলরাম ও সুভদ্রার রথ সামান্য এগোতে পারলেও, জগন্নাথের রথ এগোতে পারেনি। নন্দীঘোষ-কে মন্দির থেকে বেরই করা যায়নি। এই প্রথম এমন ঘটনা ঘটল। এই ঘটনাকে ভক্তরা আগেই অশুভ ইঙ্গিত বলে মনে করেছিলেন।

রথযাত্রার দিনও অত্যাধিক ভিড়ে হয়েছিল। সেদিনও ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। জানা গিয়েছে, রথের দিন বলরাম ও সুভদ্রার রথের সামনে পৌঁছতে গিয়ে কমপক্ষে ৬৪৫ জন পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন।

কেন বাড়ে বাড়ে পদপিষ্টের ঘটনা ঘটছে? তাহলে কি নিরাপত্তায় খামতি থেকে যাচ্ছে? উঠছে সেই প্রশ্ন।

More Articles