বড়দিনে শাহরুখের হ্যাটট্রিক! কিং খানের 'ডানকি' আসলে কী নিয়ে জানেন?
Shah Rukh Khan Dunki: 'ডানকি ফ্লাইট' ব্যবহার করার জন্য, এই দেশগুলির ভিসা পাওয়ার জন্য অদক্ষ শ্রমিকরা ট্রাভেল এজেন্টদের বিপুল পরিমাণ টাকা দেন।
চারবছর পরে ফিরেছেন। মাস কয়েকের ব্যবধানে দুই খানা সুপারডুপার হিট ছুঁড়ে মেরেছেন দেশের বুকে। 'বুড়ো শাহরুখ' বলা মানুষজন হাঁ হয়ে দেখেছেন ৫৭ বছরের বৃদ্ধ নায়কের ম্যাজিক! প্রথমে পাঠান, তারপর জওয়ান! ২০২৩ নিঃসন্দেহে শাহরুখেরই বছর! আর এই বছরটা শেষ করবেনও বাদশাই। এক বছরে হ্যাটট্রিক! তিনখানা সিনেমা তৈরি করলেন শাহরুখ, তিন পরিচালকের সঙ্গে। ডিসেম্বরে শেষ বোমাটি ফেলবেন তিনি। আসছে, রাজকুমার হিরানির ডানকি। 'পাঠান', ‘জওয়ান' নাবহয় বোঝা গেল, কিন্তু ডানকি কী? ইংরেজিতে যার অর্থ গাধা, তাই কি শাহরুখের ডানকি? বিষয়টা অত সহজ নয় অবশ্য। ডানকি একটি সামাজিক-রাজনৈতিক শব্দ।
ভারত থেকে হাজার হাজার অবৈধ অভিবাসী ইউরোপিয় ইউনিয়নের অন্যান্য দেশগুলির মাধ্যমে ব্রিটিশ যুক্তরাজ্যে ঢোকেন। এই অবৈধভাবে প্রবেশের জন্য 'ডানকি ফ্লাইট' ব্যবহার করা হয়। এই 'ডানকি ফ্লাইট' নামক এই ব্যবস্থাটি ব্যবহার করার জন্য, এই দেশগুলির ভিসা পাওয়ার জন্য অদক্ষ শ্রমিকরা ট্রাভেল এজেন্টদের বিপুল পরিমাণ টাকা দেন। ইইউতে আসার পর, জার্মানি, বেলজিয়াম বা ফ্রান্সে এই মানুষদের সঙ্গে যোগাযোগ করেন পরামর্শদাতারা, এরাই অবৈধ অভিবাসীদের ব্রিটেনে পৌঁছতে সাহায্য করেন।
এই বন্দোবস্তের জন্য দিতে হবে ১৬,৮০০ পাউন্ডের মতো। এই টাকা নিয়ে কনসালট্যান্টরা একটি আবাসিক পারমিট বা ড্রাইভিং লাইসেন্সের মতো ভুয়ো নথি দেন, এটাই ইইউ পাসপোর্ট পেতে ব্যবহার করা হয়। এই নথি ব্যবহার করে যুক্তরাজ্যে সহজেই ঢোকা যায়। লন্ডনের কিছু সংবাদপত্রের প্রতিবেদন বলছে, পঞ্জাবের অসংখ্য ট্রাভেল এজেন্ট এই র্যাকেটের সঙ্গে জড়িত। স্টুডেন্ট ভিসা ব্যবস্থাকে আরও কঠোর করার পরে অন্যান্য দেশের মাধ্যমে যুক্তরাজ্যে পৌঁছনোর প্রবণতা বেড়েছে।
আরও পড়ুন- আমজনতার রাগ, বেদনাকে জিতিয়ে দিলেন শাহরুখ! কেন দেখতেই হবে জওয়ান?
ডানকি ফ্লাইট এখন খানিক পঞ্জাবি প্রবাদের মতোই। শব্দটির অর্থ এক এক জায়গায় হেঁটে বেড়ানো। বিষয়টা নতুন নয়, তবে বাড়তে থাকা বেকারত্ব এবং কম মজুরির দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়া বাড়ছে হু হু করে। যেনতেন প্রকারেণ বিদেশে যেতে ইচ্ছুক এই মানুষরা নিজেদের ইচ্ছা পূরণের জন্য একজন এজেন্ট খোঁজার চেষ্টা করেনই। তাই এজেন্টদের চাহিদাও বাড়ছে দ্রুত। পঞ্জাবে প্রতি ১০০ জনের মধ্যে সম্ভবত ১০ জনই এই ডানকি এজেন্ট। সঠিক কাগজপত্রের অভাবে প্রতি মাসে প্রায় ১৫০ ভারতীয়কে ব্রিটেন থেকে নির্বাসিত করা হয়। আমেরিকাতেও এই একই ঘটনা।
শাহরুখের ডানকি কি এই মানুষদেরই কথা বলে? রাজু হিরানি পরিচালিত এই সিনেমার কাহিনি লিখেছেন অভিজাত জোশী। শাহরুখ বলছেন, ডানকি হলো এমন মানুষদের গল্প যারা বাড়ি ফিরে আসতে চান। কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে অভিবাসনের জন্য ভারতীয়দের 'ডাঙ্কি ফ্লাইট' নামক অবৈধ 'ব্যাকডোর রুট' ব্যবহার নিয়েই সিনেমাটি হবে বলে আশা করা হচ্ছে।
শাহরুখ খান বলছেন, ডানকি একেবারেই মুন্নাভাই এমবিবিএস, লাগে রাহো মুন্না ভাই, থ্রি ইডিয়টস, পিকের মতো রাজকুমার হিরানি ঘরানারই সিনেমা, কমিক ফিল্ম। আবেগ আর মজায় মাখামাখি। শাহরুখ ছাড়াও তাপসী পান্নু রয়েছেন এই সিনেমায়। এবছর বড়দিনে আসছে ডানকি, বছর শেষ করবেন শাহরুখই!