৩৭৯ দিনের অপেক্ষা! ২০২৩ সালের দুর্গাপুজো থেকে দীপাবলী এক নজরে

2023 Durga Puja Calendar: ২০২৩ সালে পঞ্চমী পড়েছে ১৯ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। দুর্গার বোধন হবে ২০ অক্টোবর শুক্রবার, ষষ্ঠীতে। সপ্তমী ও অষ্টমী একেবারে উইকএন্ডে

বৃষ্টি, কাদা প্যাচপ্যাচ, ফোস্কা, আনকোরা শাড়ি, দেদার মোচ্ছব, অগাধ সেলফি পেরিয়ে দুর্গাপুজো এসে দাঁড়িয়েছে সমাপনের চৌকাঠে। দশমীতে এক বছরের অপেক্ষা উপহার দিয়ে দুর্গা জলে যাবেন। তারপর উৎসব খ্যাপা বাঙালি সারা বছর যাপন করবে আরও এক উৎসবের। পুজোর ছুটি, পুজোর সিনেমা, পুজোর ঘুরতে যাওয়া, পুজোর বাড়ি ফেরা মিলে সে এক রঙিন অপেক্ষা, টুকটাক বিষাদ এসেও যা মলিন করতে পারেনি কখনও। ২০২২-এর পুজো অক্টোবরের শুরুতেই শেষ। ফলে আশ্বিনের পেঁজা মেঘ, নীল আকাশ ঠিকঠাক ফর্মে আসতে না আসতেই শারদোৎসব সাঙ্গ। ২০২৩ সালের নির্ঘণ্ট কিন্তু বলছে, পুজো ভরা আশ্বিনে। আগামী বছর মহালয়া পড়েছে শনিবার, ১৪ অক্টোবর। আর পুজো শেষ হচ্ছে ২৪ অক্টোবর।

ছুটিছাটা নিয়ে যারা চিন্তিত থাকেন সারাবছরই পরের বছরের পুজো তাঁদের সকলের কাছেই স্বস্তির। মহালয়া পড়ছে শনিবার, মানে পরের দিন রবিবার মিলেই যাকে বলে উইকেন্ড সর্টেড। পুরোদমে পুজো শুরু হচ্ছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। অর্থাৎ একেবারে হেমন্ত ঘেঁষা আশ্বিনে, ফিনফিনে শীতের আমেজ, আজ দুপুরের ঝলমলে রোদে ঠাকুর দেখার স্বাদ মিলতে পারে আগের মতোই। আশা করাই যায়, আগামী বছরও পুজো শুরু হয়ে যাবে মহালয়া থেকেই প্রায়। ২০২৩ সালের পুজোর ক্যালেন্ডার দেখা যাক এক ঝলকে,

আরও পড়ুন- মৃৎশিল্পীর ভুলে দেবী হয়ে গেলেন নীল, কৃষ্ণনগরের দুর্গাপুজোর ইতিহাস আজও বিস্ময় জাগায়

২০২৩ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট:

১৪ অক্টোবর ২০২৩ (শনিবার) - মহালয়া

২০ অক্টোবর ২০২৩ (শুক্রবার) - মহা ষষ্ঠী

২১ অক্টোবর ২০২৩ (শনিবার) - মহা সপ্তমী

২২ অক্টোবর ২০২৩ (রবিবার) - মহা অষ্টমী

২৩ অক্টোবর ২০২৩ (সোমবার) - মহা নবমী

২৪ অক্টোবর ২০২৩ (মঙ্গলবার) – বিজয়া দশমী

২০২৩ সালে পঞ্চমী পড়েছে ১৯ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার। দুর্গার বোধন হবে ২০ অক্টোবর শুক্রবার, ষষ্ঠীতে। সপ্তমী ও অষ্টমী একেবারে উইকএন্ডে, শনি ও রবিবারে। নবমী ও দশমী যথাক্রমে ২৩ ও ২৪ অক্টোবর, সোম-মঙ্গলবার। তবে শারদোৎসব দুর্গাপুজোতেই শেষ নয়। দুর্গাপুজোর আঁচল ধরে এগিয়ে আসে লক্ষ্মীপুজো। ২০২৩ সালের লক্ষ্মীপুজো পড়েছে শনিবার, ২৮ অক্টোবর। তারপরেই আসছে কালীপুজো, ১২ নভেম্বর রবিবারে। আর ভাইফোঁটা মঙ্গলে।

আরও পড়ুন- পুজোয় বাড়ে লাশ, মড়া পোড়ানোর গন্ধে যেভাবে কাটে ডোমের দুর্গোৎসব…

২৮ অক্টোবর ২০২৩ (শনিবার) - লক্ষ্মীপুজো

১২ নভেম্বর (রবিবার) ২০২৩ - কালীপুজো

১৪ নভেম্বর ২০২৩ (মঙ্গলবার) - ভাইফোঁটা

সুতরাং, তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ ফের ওঠে। উৎসব ফুরিয়ে আসে, উৎসব ফের এসে দাঁড়ায়। মাঝে শুরু নিত্য বর্তমান অপেক্ষা। তার ওইপারেই ছুটি, ওইপারেই উৎসব। বিসর্জনের পরও যেমন জেগে থাকে উৎসবের কাঠামো!

More Articles