শ্রীচরণেষু বাবা, তোমার মতো বাবা তো আমি কোনওদিন হতে পারব না...

Father's Day 2023: আপনাকে বাবা হিসেবে পাওয়া আমার বিশেষ সৌভাগ্য এবং পূর্বজন্মের কিছু সুকৃতির ফল।

প্রিয় বাবাকে...

... পিতাহি পরমং তপঃ

বহুশ্রুত শ্লোকের এই অংশটি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর উপস্থিতি আমার কাছে জাগ্রত 'তপস্যা'। কর্মফল, ভোগ এবং পূর্বজন্মের সুকৃতি বর্তমান জন্মে জাতকের মধ্যে থেকে যাওয়ার ঘটনা সত্যি হলে বলতেই হয়, আপনাকে বাবা হিসেবে পাওয়া আমার বিশেষ সৌভাগ্য এবং পূর্বজন্মের কিছু সুকৃতির ফল। আপনার সততার গুণই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। কর্মজীবনে বা এখনকার অবসরজীবনেও এই গুণ আমাকে অনুপ্রাণিত করে। কর্মজীবনের পরিসরে অফিসের বিপক্ষেই তিনটি কেসে লড়াই করে দিল্লিতে‌ কেন্দ্রীয় তথ্য আয়োগে কোম্পানির বিরুদ্ধে মামলা জিতে এসেছিলেন আপনি। সে ২০০৮ এবং ২০১২ সালের কথা।

"তথ্য জানার অধিকার আইন - ২০০৫" সংক্রান্ত এই মামলা এবং আরও দুুটো মামলা CIC-এর (Central Information Commission) ওয়েবসাইটে খুঁজলেই পাওয়া যাবে। অথচ এই জেতার বিষয়ে গণমাধ্যমে একটুও প্রচার করতে দেখিনি আপনাকে। নীতির বিষয়ে লড়াই করে জেতা পর্যন্তই ছিল আপনার কার্যক্রম। বাবার কাছে আমার এও একরকম শিক্ষা। সর্বদা নির্লিপ্ত থাকা। বিশেষ আনন্দের কথা, শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, যেখান থেকে ১৯৭০ সালে আমার বাবা উচ্চমাধ্যমিক পাশ করেছেন, সেই বিদ্যালয়ের একতলা ও দোতলার দেওয়ালে বিপজ্জনকভাবে বটগাছ গজিয়ে ওঠা নিয়ে কয়েকটি কর্তৃপক্ষের কাছে যে দরখাস্ত করেছিলেন, ২৪৯ দিন পরে কর্তৃপক্ষ তার উপযুক্ত ব্যবস্থা নিয়েছে।

আপনার স্পর্শই আমাকে পিতৃত্বের অনুুভূতি বিষয়ে অবহিত করেছে। "ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে", গোলাম মোস্তফার এই অতি পরিচিত কবিতাকে আত্মস্থ করেই বলতে পারি, আপনার মতো আদর্শবান, দায়-দায়িত্ব পালনে নিষ্ঠাবান এবং অপত্যস্নেহে সদাজাগ্রত এক বাবা তো আমি কোনওদিন হতে পারব না। তাই আপনার আসন্ন সত্তরতম জন্মদিনে (৯ অগাস্ট, ২০২৩) আগাম ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে রাখলাম। ভালো থাকবেন...

ইতি,
বোধিসত্ত্ব ভট্টাচার্য

 

More Articles