অবশেষে সামনে এল দিনক্ষণ! কবে থেকে নিয়মিত যাত্রী নিয়ে ছুটবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস?

Howrah Puri Vande Bharat Express : অবশেষে জল্পনার ইতি, পুরী-হাওড়া বন্দে ভারতের যাত্রা শুরু হবে কবে থেকে?

বেশ কয়েকদিনের জল্পনা কাটিয়ে অবশেষে সামনে এক সময়সূচি। এবার থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই যাওয়া যাবে বাঙালির প্রিয় জগন্নাথ ধাম! অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি হল নয়া বন্দে ভারত এক্সপ্রেসের সূত্র ধরে। প্রাথমিকভাবে আগামী তিন বছরে মোট ৪০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল ভারতীয় রেল কর্তৃপক্ষের। এমনিতেই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় রেলপথে পশ্চিমবঙ্গের অবস্থান এখন তুঙ্গে। নিত্যদিনই হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলছে বন্ধে ভারত এক্সপ্রেসের প্রথম শাখাটি এবং যাত্রী ব্যস্ততাও জানান দিচ্ছে এই এক্সপ্রেস নিয়ে উত্তেজনা এক রত্তিও কমেনি। এর মধ্যেই বাংলায় ফের তিনটি নতুন এক্সপ্রেস চালু হওয়ার কথাও ঘোষণা করা হয়। এবার সেই ঘোষণা মেনেই চালু হতে চলেছে নয়া হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস।

একদিকে মহারাষ্ট্রের নাগপুর বিলাসপুর রুটের বন্দে ভারত এক্সপ্রেসটি বন্ধ হয়ে যদিও নিয়ে যখন জল্পনা তুঙ্গে তখনই বাংলার মাটিতে দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত শিলমোহর পড়ল। এতদিন পর্যন্ত হাওড়া থেকে পুরী যেতে হাওড়া - পুরী শতাব্দী এক্সপ্রেসে যেখানে সর্বনিম্ন সময় লাগতো প্রায় ৭ ঘণ্টা ৩৫ মিনিটের কাছাকাছি, সেখানে তার থেকে আরও ১ ঘণ্টা কম সময়ে এবার পুরী পৌঁছে দেবে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। ইতিমধ্যেই সামনে এসেছিল এই ট্রেনের ভাড়ার একটি ধারণা। অবশেষে সে বিষয়েও নিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় রেল কর্তৃপক্ষ। এসি চেয়ার কারের জন্য ভাড়া হবে ১,৫০০ টাকা এবং একজিকিউটিভ চেয়ার কারের জন্য ভাড়া হবে ২,৭০০ টাকার কাছাকাছি। আসুন জেনে নেওয়া যাক চূড়ান্ত সময়সূচি।

আরও পড়ুন - মাত্র পাঁচ মাসেই মুখ থুবড়ে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস! কেন এই রুটে বন্ধ হল পরিষেবা?

দুবার পিছিয়ে যায় শুরুর দিনক্ষণ। অবশেষে এ নিতে মেঘ কেটেছে। আগামীকাল অর্থাৎ ১৮ মে বৃহস্পতিবার উদ্বোধন হতে চলেছে ট্রেনটি। ওই দিন পুরী থেকে যাত্রা শুরু করবে এই ট্রেন। পাশাপাশি জানা গিয়েছে, আগামী ২০ মে, শনিবার থেকে নিয়মিত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পুরী যাতায়াতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। সপ্তাহে শুধু বৃহস্পতিবার চলবে না এই ট্রেন।

হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে রওনা দেবে ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে প্রায় দুপুর ১২.৩৫ নাগাদ। সেখান থেকে আবার দুপুর ১.৫০ নাগাদ ছাড়বে ফিরতি হাওড়াগামী ট্রেনটি। বন্দে ভারত। হাওড়া পৌঁছবে রাত ৮টা ৩০ মিনিটে। ১৬ কামরার এই বিলাসবহুল হাইস্পিড ট্রেনটি হাওড়া থেকে পুরী যাওয়ার পথে প্রথম থামবে খড়গপুর স্টেশনে। তারপর বালাসোর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড, মাঝে মাত্র ৭টি স্টেশনে থামবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। এই নতুন ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার, ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, IRCTC -এর অনলাইন সাইটে আগামীকাল থেকেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা। এছাড়াও অফলাইনেও করা যাবে টিকিট।

More Articles