কোন দেশের মানুষের জীবনে দুঃখ নেই, বঞ্চনা নেই? বিশ্বের সবচেয়ে সুখী দেশ এইটিই...

World Happiness Report: আর ভারতবর্ষ? নেপাল, চিন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কারও নিচে তার ঠাঁই।

রোজ সকালে উঠেই মনে হয়, ফের একটা নতুন দিন শুরু হলো? ফের সারাটা দিন ধরে কাজ, খিটিমিটি, ক্লান্তি। বাড়ি ফিরে অস্থিরতা। সবই আছে অথচ কী যেন নেই? জীবন অনিশ্চিত, "কেমন আছো" জিজ্ঞেস করলে উত্তর হাতড়াতে হয়! বিশ্বের অধিকাংশ মানুষের নিশ্চিত খাদ্য, নিরাপদ বাসস্থান নেই, ভালো থাকার জন্য যা যা দরকার অধিকাংশই নেই। এত কিছু নেইয়ের মাঝে ভালো থাকা কীভাবে যায়? কোথায় শান্তি পাব, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে- বলতে বলতে যাদের বেলা ফুরিয়ে আসছে একবার ফিনল্যান্ড গিয়ে দেখতে পারেন। বিশ্বের এই একটি দেশে, মানুষ থাকেন মহানন্দে। বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। বার্ষিক ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এবারও সবার সেরা হয়েছে ফিনল্যান্ড। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে এই নিয়ে টানা ৬ বার তারা নিজেদের স্থান অটুট রাখল।

কেন এত সুখী থাকেন ফিনল্যান্ডের মানুষ? মন খারাপ হয় না বাসিন্দাদের? অভাব নেই? অভিযোগ নেই? কোনও দেশ কতটা সুখী তা পরিমাপ করার জন্য যে বিষয়গুলি ব্যবহৃত হয় তা হলো: মাথাপিছু জিডিপি, সামাজিক সমর্থন, স্বাস্থ্যকর জীবনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা এবং কম দুর্নীতি৷ আর এই প্রতিটি ক্ষেত্রেই ফিনল্যান্ডের অবস্থান ব্যাপক ভালো! ২০ মার্চ ছিল আন্তর্জাতিক সুখ দিবস বা ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে, সেই দিনই প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি। ফিনল্যান্ড তো সেরা, আমাদের সাধের দেশের মানুষ কেমন আছেন? সুখের বিভিন্ন মাপকাঠির ভিত্তিতে ভারত রয়েছে ১২৫ তম স্থানে।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কের একটি প্রকাশনা। বিশ্বের ১৫০ টিরও বেশি দেশের মানুষের সমীক্ষার তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয় এই রিপোর্ট। ফিনল্যান্ডের পরেই যে দেশের মানুষ সবচেয়ে আনন্দে থাকেন, তা হলো ডেনমার্ক। আইসল্যান্ড রয়েছে ৩ নম্বরে।

আরও পড়ুন- কাঁদতে কাঁদতেই লাইভ গান রেকর্ড! কেন জনপ্রিয়তায় আজও অধরা কেএল সায়গল?

বিশেষজ্ঞরা বলছেন, ডেনমার্ক, ফিনল্যান্ডের মতো নর্ডিক দেশগুলিতে একটি বিষয় ভীষণ সাধারণ, এবং সেটিই তাদের অনন্য করে তোলে। এই দেশগুলিতে সাধারণত ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক আস্থার পরিমাণ অনেকটাই বেশি। মানুষ মানুষকে বিশ্বাস করে, কথা রাখে, পেশাদারি ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত- একে অন্যকে গুরুত্ব দেয়৷ এছাড়াও কোভিড-১৯ এর কারণে এই দেশগুলিতে মৃত্যুর হার ২০২০ এবং ২০২১ এ পশ্চিম ইউরোপের অন্য দেশের তুলনায় মাত্র এক-তৃতীয়াংশ বেশি ছিল। প্রতি ১০০,০০০ মানুষে মৃত্যু হয়েছে ২৭ জনের যেখানে পশ্চিম ইউরোপের বাকি অংশে সংখ্যাটা ৮০-র কাছাকাছি।

অন্যদের প্রতি ভব্য আচরণ, বিশেষ করে অপরিচিতদের সাহায্য করাতে এগিয়ে রয়েছে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড। ২০২১ সালে অপরকে সহযোগিতার পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, ২০২২ সালেও তা অব্যহত রয়েছে। কোভিড মহামারীর কঠিন সময়কালেও মানুষের ইতিবাচক আবেগ ছিল নেতিবাচকতার চেয়ে দ্বিগুণ বেশি। মানুষ মানুষের পাশ থেকে সরে যায়নি। সামাজিক সমর্থন বেড়েছে বিপুল। এই দেশের মানুষ একাকীত্বে ভোগেন না, পাশে পান বিশ্বস্ত বন্ধুকে।

আর ভারতবর্ষ? নেপাল, চিন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কারও নিচে তার ঠাঁই। দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম শরিক এই দেশে মানুষ কেমন আছেন, বিশ্বাস, সহযোগিতা শব্দগুলির কী মূল্য তা এখানে আলোচনা করে লেখার মেদই বাড়ে কেবল। মজার ব্যাপার হলো, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দুই দেশেরই র‌্যাঙ্কিংয়ে বিপুল পতন ঘটেছে। রাশিয়া আছে ৭২ তম স্থানে, আর ইউক্রেন ৯২ তম স্থানে।

More Articles