মত্ত ছিলেন পদ্মাবৎ বিরোধিতায়! গুজরাত ভোটে বিজেপির ভরসা, কে এই করণী সেনা প্রধান?

Gujarat Elections Candidate 2022: ২০১৮-এর অক্টোবর মাসে করণী সেনার মহিলা শাখার রাজকোট-সভাপতি হন রিভাবা। বরাবর বিজেপির সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর।

২০১৭ সাল। থর মরুভূমির উত্তাপ ছড়িয়েছিল ভুজিয়ার দেশে। ঝড়ের গতিতে ফের রাজ্যের ক্ষমতা দখল করেছিল বিজেপি। গুজরাতের ভূমিপুত্র শাহ-মোদির (Narendra Modi Amit Shah) ঘাড়ে ভর করে ১৮২ আসনের বিধানসভায় ১১১ আসনই ছিনিয়ে নিয়েছিল গেরুয়া শিবির। নাস্তানাবুদ কংগ্রেসের অবস্থা হয়েছিল আরও ক্ষীণ। পরিস্থিতির বদল হয়েছে। গত পাঁচবছরে মুখ্যমন্ত্রীর বদল থেকে শুরু করে সাম্প্রতিক মোরাবি ব্রিজ বিপর্যয়! একের পর এক অস্বস্তি ঘিরে ধরেছে মোদির রাজ্যকে।

এদিকে পঞ্জাবের ভার নেওয়ার পর আহমেদাবাদ দখলে তৎপর হয়েছেন দিল্লির 'মাফলার বয়' অরবিন্দ কেজরিওয়াল। অনেকেই বলছেন, কংগ্রেসের ভোট কাটতেই নাকি হাজির হয়েছেন তিনি। কিন্তু অরবিন্দের হিন্দু-হিন্দু আবেগ এবং তীব্র মোদি বিরোধিতা চাপ বাড়িয়েছে বিজয় রূপানি সাম্রাজ্য কাটিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী, গুজরাতের বিজেপি নেতা ভূপেন্দ্রভাই প্যাটেলের ঘাড়ে। আর এই পরিস্থিতিতেই দু'দফায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে ঘোষণার পর-পরই সবার আগে মাঠে নেমেছে বিজেপি। আর এখানেই বেড়েছে জল্পনা। নিজেদের প্রার্থী তালিকায় একের পর এক চমক দিয়েছে গেরুয়া-নেতারা। নানা অস্বস্তি ঢাকতেই এই চমক, এমন অভিযোগ বিরোধীরা করলেও ১০ নভেম্বর ১৮২ এর মধ্যে ১৫০ আসনেই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

আর এখানেই রয়েছে এমন কয়েকটি নাম যা বাড়িয়েছে জল্পনা, সঙ্গে বিতর্কও! একদা কংগ্রেসের অন্যতম মুখ হার্দিক প্যাটেলের সঙ্গেই এই তালিকায় নাম এসেছে রিভাবা জাদেজার (Rivaba Jadeja)! যিনি ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) স্ত্রী। আর এখানেই শুরু হয়েছে আলোচনা। যদিও বিভিন্ন ক্ষেত্রের তারকাদের নির্বাচনে টিকিট পাওয়া নিয়ে খুব একটা সময় না লাগলেও রিভাবা ব্যতিক্রম! কারণ হিসেবে বলা হচ্ছে, উত্তর জামনগর আসনের বিজেপি প্রার্থী রবীন্দ্র জাদেজার স্ত্রী আগে থেকেই যুক্ত বিজেপির সঙ্গে। এমনকী তাঁর সঙ্গেই নাকি জড়িয়ে রয়েছে একাধিক রাজনৈতিক বিতর্কও!

আরও পড়ুন- নীতীশ, কেজরি থেকে হেমন্ত, রাজ্যে রাজ্যে যেভাবে ধাক্কা খাচ্ছে বিজেপির রথ

রিভাভার জন্ম-বৃত্তান্ত

৫ সেপ্টেম্বর, ১৯৯০। গুজরাতের রাজকোটের প্রতিপত্তিশালী ব্যবসায়ী পরিবারে জন্ম নেন রিভাবা। বাবার নাম হরদেব সিং সোলানকি। মায়ের নাম প্রফুল্লবা সোলানকি। স্কুলে বরাবরের মেধাবী ছাত্রী, উচ্চমাধ্যমিকের পর ভর্তি হন শহরেরই অন্যতম মেকানিক্যাল কলেজে আত্মীয় ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড সায়েন্সে। আর্থিকভাবে স্বচ্ছল, ব্যবসায়ী সোলানকি পরিবারের মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রবীন্দ্র জাদেজার।

জাদেজা-সংসার

রবীন্দ্র জাদেজার পারিবারিক পরিচিতি আগে থেকেই ছিল রিভাবাদের সঙ্গে। ঘটা করে ১৭ এপ্রিল, ২০১৬-য় বিয়ে হয় দু'জনের। সুখী দাম্পত্যে জন্ম নেয় এক কন্যা সন্তান। যার নাম নিধ্যান্যা।

রিভাবার রাজনীতি

পেশায় ইঞ্জিনিয়ার রিভাবা ২০১৯ সাল নাগাদ সক্রিয় রাজনীতিতে নামেন। ২০১৭ সালে গুজরাতে বিজেপি ফের ক্ষমতায় আসার পরেই নানা সমস্যার সৃষ্টি হয়। গুজরাত সরকারে একাধিক টানাপড়েন চলতে থাকে। ঠিক এই সময়ে দাঁড়িয়ে বিজেপি দলে যোগ দেন জাদেজার স্ত্রী। নজিরবিহীনভাবে ওই বছরই রবীন্দ্র জাদেজার বোন নয়না জাদেজা যোগ দেন কংগ্রেসে। যিনি এবার লড়ছেন নিজের বৌদিরই বিরুদ্ধে!

করণী সেনা এবং রিভাবা

বহু আলোচিত একটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে ভারতের অন্যতম ক্রিকেটারের স্ত্রীর। বিজেপিতে যোগ দেওয়ার অনেক আগে থেকে গুজরাতে এই সংগঠনের (Karni Sena) অন্যতম দায়িত্বে ছিলেন রিভাবা। এমনকী পরিচালক সঞ্জয় লীলা বনসালির ছবি, দীপিকা পাডুকোন-রণবীর সিং অভিনীত 'পদ্মাবত' (Padmavat) সিনেমা নিয়ে বিক্ষোভে সরব হয়েছিলেন যাঁরা, সেই সংগঠনের নেত্রীও ছিলেন রিভাবা।

২০১৮-এর অক্টোবর মাসে করণী সেনার মহিলা শাখার রাজকোট-সভাপতি হন রিভাবা। বরাবর বিজেপির সঙ্গে সুসম্পর্ক ছিল তাঁর। এমনকী উত্তর জামনগর আসনের বর্তমান বিধায়ক ধর্মেন্দ্র সিং জাদেজাকে এই নির্বাচনে টিকিট না দেওয়ার পিছনেও নাকি হাত রয়েছে তাঁর। মাত্র ৩২ বছর বয়সেই রাজকোটের তুখোড় রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই নেত্রী। যিনি বিজেপি দলে যোগ দেন নরেন্দ্র মোদির হাত ধরেই।

আরও পড়ুন- মোরবি থেকে বিলকিস, দাগ কাটছে না কিছুই! আবারও গুজরাতের রং হবে গেরুয়া?

জাদেজা পরিবার এবং 'রিভাবা-দ্বন্দ্ব'

প্রকাশ্যে সোলানকি পরিবারের মেয়ে রিভাবা এবং রবীন্দ্র জাদেজার পরিবারের সঙ্গে খুব একটা বিরোধ না থাকলেও ভেতরে ভেতরে রয়েছে চরম লড়াই! রবীন্দ্র জাদেজার বাবা কংগ্রেস নেতা ছিলেন। তাঁর বোন কংগ্রেস নেত্রী। ঠিক সেই পরিস্থিতিতে একই পরিবারের আরেক অন্যতম সদস্য বেছেছেন ভিন্ন দল। ভারতে এই উদাহরণ ভুরি ভুরি থাকলেও এক্ষেত্রে বিরল! কারণ হিসেবে অনেকেই দাবি করেন, রবীন্দ্র জাদেজার স্ত্রীর সঙ্গে বিয়ের পর থেকেই খুব একটা ভালো সম্পর্ক নেই পরিবারের অন্যদের। তার মধ্যে অন্যতম রিভাবার করণী সেনার সঙ্গে যোগ। শুধু যোগ নয়, রীতিমত নেতৃত্ব দেন তিনি। যে সংগঠনের বিভিন্ন কাজে বারবার প্রশ্ন ওঠে। আর এই সমস্ত দিক থেকে খানিকটা বিরোধী বাকিরা। যদিও সোলানকি পরিবারের যোগ রয়েছে বিজেপির সঙ্গে। তবে দুই ভিন্ন রাজনৈতিক মেরুর দুই পরিবারের মধ্যে সম্পর্কে বাধা হয়নি কিছুই।

কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হয়েছে নয়া ইতিহাস। যেখানে রবীন্দ্র জাদেজার বোন আর স্ত্রী একে অন্যের নির্বাচনী প্রতিপক্ষ। সেখানে দাঁড়িয়ে রবীন্দ্র কোন দিকে খেলবেন তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ!

বিতর্কে রিভাবা

পারিবারিক অন্তর্কলহ তো বটেই। এই বিজেপি প্রার্থীর মনোনয়ন হতেই প্রশ্ন উঠেছে তাঁর ব্যবহার নিয়ে। অনেকেই অভিযোগ করেন, জাদেজার স্ত্রীর ব্যবহার খুব একটা ভালো নয়। দলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে তাঁর আচরণ ঠিক নয়। তাঁর রাজনীতিতে নামা নিয়েও রয়েছে বিতর্ক। এক পুলিশকর্মীর সঙ্গে গাড়ি দুর্ঘটনা নিয়ে বচসায় জড়ান রিভাবা। সোশ্যাল দুনিয়ায় ভাইরাল হয় সেই খবর। এরপর আরও বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। করণী সেনা ছাড়িয়ে অবশেষে পা বাড়ান মোদি-সাম্রাজ্যে। এখন দেখার ননদিনি রায়বাঘিনি নয়নাকে কাবু করে, ভোট ময়দানে রুখে দাঁড়াতে পারেন কিনা দাপুটে বৌদি রিভাবা!

More Articles