রণবীর–আলিয়ার বিয়ে, চুপিসারে বিয়ে না কি অনুগামীদের জানিয়ে?

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের নজরকাড়া বিয়ের পরেই বলিউডে আবার বিয়ের সানাইয়ের শব্দ শোনা যেতে চলেছে খুব তাড়াতাড়ি। ভি–ক্যাট জুটির সঙ্গে প্রায় একই সময়ে বিয়ে হওয়ার কথা ছিল রণবীর কাপুর ও আলিয়া ভাটের। শোনা গিয়েছিল, নিজেদের বিয়েকে এক্সক্লুসিভ রাখার জন্য বিয়ের সময় বদল করে নিয়েছিলেন এই জুটি। এছাড়াও, অয়ন মুখোপাধ্যায়ের মাল্টিস্টারার ও বিগ বাজেট ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র জন্য বিয়ের তারিখ পিছোতে হয়েছিল রণবীর-আলিয়াকে। বিরুষ্কা অর্থাৎ, অনুষ্কা-বিরাট, দীপবীর অর্থাৎ দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং– ইত্যাদি হাই ভোল্টেজ বিয়ের পরেই তাই জায়গা করে নিয়েছিল রাজস্থানের শ্বাপদসংকুল জঙ্গল রণথম্ভোরের কাছে ভিকি-ক্যাটের প্রায় গেরিলা কায়দায় বিয়ে। ওই সময়ের আশপাশে রাজকুমার রাও-পদ্মপ্রিয়া, মৌনী রায়-সুরজ নাম্বিয়ারের বিয়ে নিয়েও কথা হয়েছিল বটে, তবে টিনসেল টাউনের বহুপ্রতীক্ষিত বিয়ের তালিকায় শীর্ষে রয়েছে ঋষি–পুত্র রণবীর কাপুর ও মহেশ ভাটের কন্যা আলিয়া ভাটের চারহাতের মিলন। 

দীপিকা পাডুকোন হোক বা ক্যাটরিনা কাইফ, বলিউডের নায়িকাদের সঙ্গে সম্পর্কের সূত্রে একাধিকবার মিডিয়ার শিরোনামে এসেছেন রণবীর কাপুর। দু’বছর আগে তাঁর এবং আলিয়া ভট্টের সম্পর্কের কথা  সামনে আসার পর থেকে কখনওই অনুরাগীদের মনে জল্পনা-কল্পনার অভাব দেখা যায়নি। প্রশ্ন অবশ্য এও ছিল, এই সম্পর্ক আদৌ টিকবে, না কি রণবীরের আগের সম্পর্কগুলোর মতো অচিরেই ঝরে যাবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সাত পাকে বাঁধা পরতে চলেছেন দু’জনে। আপাতত খবর, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেই বিয়ে করতে চলেছেন তাঁরা। বিয়ের তারিখ নিশ্চিতভাবে জানা না গেলেও, সম্ভবত ১৭ এপ্রিল দু’পক্ষই নিজেদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে শুভ কাজটি সারতে চলেছেন। আমন্ত্রিতদের তালিকায় ঠাঁই পাবেন মোট ৪৫০ জন এবং সমগ্র বিয়ের দায়িত্বে রয়েছে ‘শাদি স্কোয়ার্ড’ নামে একটি সংস্থা। যদিও দুই পরিবারের কোনও সদস্যই এখনও পর্যন্ত এই বিয়ে নিয়ে মুখ খোলেননি। গোটা বিয়ের বিষয়টাই চলছে বেশ চুপিসারে, মিডিয়ার নজর সম্পূর্ণ এড়িয়ে। কাপুর পরিবারের অন্যতম প্রধান সদস্য এবং প্রবীণ অভিনেতা, রণবীর কাপুরের জেঠু রণধীর কাপুর একটি প্রথম সারির মিডিয়াকে জানিয়েছেন, তিনি আপাতত শহরে নেই, বিয়ের বিষয়ে তিনি কিছু শোনেননি, বিয়ের খবর যদি সত্যি হত, তাহলে তিনি পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই ফোন পেতেন। প্রসঙ্গত, সম্প্রতি নানা বিষয় নিয়ে রণবীর কাপুরের সঙ্গে রণধীরের ঠান্ডা লড়াই প্রকাশ্যে এসেছে।     

আরও পড়ুন: আট বছর বাদে হৃতিকের মনে অন্য কেউ, কে এই সাবা আজাদ!  

 ‘ব্রহ্মাস্ত্র’-র প্রিমিয়ারে এসে দু’জনের চাঞ্চল্যকর কথাবার্তা অনুগামীদের আগ্রহে যেন ঘি ঢালার কাজ করেছিল। কাপুর এবং ভাট পরিবারের ঘনিষ্ট সূত্রের খবর অনুযায়ী, আলিয়ার দাদু, সোনি রাজদানের বাবা নরেন্দ্রনাথ রাজদান বর্তমানে খুবই অসুস্থ। তাঁর শেষ ইচ্ছা, প্রিয় নাতনির বিয়ে স্বচক্ষে দেখে যাওয়ার, তাই দাদুর কথা মাথায় রেখেই শীঘ্রই বিয়ের প্রস্তুতি নিচ্ছে রণবীর এবং আলিয়া। সেই হিসাবে দিনক্ষণও নির্ধারিত হয়েছে। তবে এন রাজদানের শারীরিক অবস্থা বুঝে এক-দু’দিন বিয়ে এগোতে কিংবা পিছতে পারে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী, বিদেশে ডেস্টিনেশন ওয়েডিং বা দামি কোনও পাঁচতারা হোটেল নয়, বরং রণবীরের ইচ্ছা অনুসারে চেম্বুরের পৈতৃক আবাসনেই বিবাহের সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হবে। চেম্বুরের এই বাড়িতেই ১৯৮০ সালের ২০ জানুয়ারি অগ্নিকে সাক্ষী রেখে ঋষি কাপুর নীতুকে তাঁর জীবনসঙ্গিনী করেছিলেন। ইতিমধ্যেই নীতু কাপুরকে বলিউডের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে নিয়মিত যাতায়াত করতে দেখা গেছে। যতদূর মনে হচ্ছে, কাপুর এবং ভাট পরিবারের এই হেভিওয়েট বিয়েতে কসটিউম ডিজাইন করার ভার পরেছে মণীশের ওপরেই।

সূত্রের খবর অনুসারে, এই ‘ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং’-এর আগে রণবীর একটি ব্যাচেলর পার্টির অনুষ্ঠান অয়োজন করতে চলেছেন। বিয়ের মতো এই অনুষ্ঠানও রণবীরের বাসগৃহেই আয়োজিত হবে। একথা রণবীরের অনুগামীমাত্রেরই অজানা নয় যে, রণবীরের খুব কাছের একজন বন্ধু হলেন বাঙালি পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ঋষি কাপুরের মৃত্যুর সময়ে করোনাকালীন পরিস্থিতিতেও তিনি ছিলেন রণবীরের শেষ যাত্রার সঙ্গী, তাই ব্যাচেলর পার্টিতে যে তিনি উপস্থিত থাকবেনই– একথা বলার অবকাশ রাখে না। এছাড়াও থাকছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র অন্যতম অভিনেতা আদিত্য রায় কাপুর এবং অর্জুন কাপুর। সিনেমা জগতের এই পরিচিত নামগুলি ছাড়াও উপস্থিত থাকবেন রণবীরের ছোটবেলার বন্ধুবান্ধবরা। এখন দেখা যাক, রণবীর এবং আলিয়া কবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরও দেখার, তাঁরাও কি ভি-ক্যাটের মতোই চুপিসারে বিয়ের যাবতীয় অনুষ্ঠান সেরে ফেলেন, না কি বিয়ের কিছুদিন আগে অন্তত অনুগামীদের কথা ভেবে বিয়ের ঘোষণা করেন। তারই আশায় দিন গুনছে নেটিজেনরা।  

More Articles