বাংলা লিখছেন, বাংলা হচ্ছে কি? বিজ্ঞাপন লিখবেন যেভাবে...

Bengali Spelling in Advertisements : আজকাল কাগজের প্রথম পাতায় অনেক সময় বড়-বড় করে যে বিজ্ঞাপন থাকে সেই বিজ্ঞাপনের বাক্যগুলো বাংলা হরফে লেখা হলেও বোঝা যায় না। বোঝা গেলেও পড়তে ইচ্ছে করে না।

রূপচাঁদকে বললাম, “প্রতিটি ভাষার নিজস্ব মেজাজ আছে। সে মেজাজ টের পাওয়া যায় বাক্যের মধ্যে ব্যবহৃত পদগুলি কীভাবে সাজাচ্ছি তার ওপর। এদিক-ওদিক হয়ে গেলে কানে লাগে। হয়তো ব্যাকরণের সীমা লঙ্ঘন করছে না কিন্তু কানে লাগছে।” রূপচাঁদ বলল, “ঠিক বলেছ। বিশেষ করে আজকাল কাগজের প্রথম পাতায় অনেক সময় বড়-বড় করে যে বিজ্ঞাপন থাকে সেই বিজ্ঞাপনের বাক্যগুলো বাংলা হরফে লেখা হলেও বোঝা যায় না। বোঝা গেলেও পড়তে ইচ্ছে করে না। বিজ্ঞাপন যদি পড়তেই ইচ্ছে না করে তাহলে দেওয়া কেন বাপু! বিজ্ঞাপনের উদ্দেশ্য তো অনেক বেশি মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া। এক্ষেত্রে তো সেটাই ব্যর্থ হল।” “ঠিক কথা। বিজ্ঞাপন নিয়ে কথা বলার আগে বিজ্ঞাপনের ক্যাচ লাইনের মতো বাংলা বানান নিয়ে তোমার জন্য একটা ক্যাচ লাইন বানিয়ে দেওয়ার চেষ্টা করি।” হোয়াইট বোর্ডে মোটা-মোটা হরফে লিখলাম; জীবনে ‘ব্যথা’ পান অথবা ‘ব্যর্থ’ হন যাই ঘটুক এই দুই বানানে আ-কার লাগিয়ে অযথা সময় ‘ব্যয়’ করবেন না। রূপচাঁদ মজা পেয়ে হাততালি দিয়ে উঠল। বলল, “বুঝেছি, বুঝেছি। ব্যয়, ব্যর্থ, ব্যথা এই তিনটি বানানে আ-কার হবে না। ব্যয় আর ব্যর্থ বানান…

Continue Reading

Support quality writing

Encourge writers

Access on any device

Rental includes 30 days of reading from the date of purchase
Already a member of Inscript.me family? Login Already a member of Inscript.me family? Login

More Articles