বিশেষণের বিশেষ সন্ধানে নাজেহাল? যে টোটকায় উপকার মিলবেই
Bengali Adjective Use : জীবনানন্দের কবিতা মন দিয়ে পড়লে দেখবে সেখানে অভাবনীয় সব বিশেষণ প্রয়োগ করা হয়েছে।
ভারতচন্দ্রের কবিতায় ছিল, ‘বিশেষণে সবিশেষ কহিবারে পারি।/ জানহ স্বামীর নাম নাহি ধরে নারী।।’ অন্নপূর্ণাকে ঈশ্বরী নৌকা পারাপারের সময় পরিচয় জিজ্ঞাসা করেছে। অন্নপূর্ণা যে দেবী, শিব যে তাঁর স্বামী সে-কথাটা গোপন রাখা উদ্দেশ্য। তাই শিবের নাম না করে নানা বিশেষণের মাধ্যমে দেবী আত্মপরিচয় প্রদান করেছেন। বিশেষণের এই কায়দা-কানুন, বৈশিষ্ট্য অন্যভাবে রূপচাঁদকে শেখাতে চাইছিলাম। বিষয়টা রূপচাঁদকে সহজভাবে বোঝাতে ইচ্ছে করছিল। রূপচাঁদের বাংলার মাস্টারমশাই খুব মন দিয়ে পদান্তর শিখিয়েছেন। বিশেষ্য থেকে বিশেষণ। রূপচাঁদকে বলেছেন বাক্যে লাগিয়ে দেখা চাই। তাহলে বিশেষ্য না বিশেষণ বুঝতে সুবিধে হবে। মাস্টারমশাইয়ের কথা অনুযায়ী রূপচাঁদ আগে-পিছে পদ বসাচ্ছে। দেখলাম লিখেছে: ক। ভূত থাকে অন্ধকারে। ভৌতিক গল্প পড়তে ইচ্ছে করে। খ। দিনের বেলা আকাশে সূর্য থাকে। শ্রমিক রোদে পরিশ্রম করে, তবে তার দৈনিক আয় বেশি নয়। গ। শ্রমিকের রোজগার বেশি নয়। তবে তার দুই রোজগেরে ছেলে আছে বলে চলে যায়। ভূত (বিশেষ্য) ভৌতিক (বিশেষণ) দিন (বিশেষ্য) দৈনিক (বিশেষণ) ভূত (বিশেষ্য) ভৌতিক (বিশেষণ) রূপচাঁদের লেখা দেখে বুঝলাম বিশেষ্য-বিশেষণ তার ভুল হচ্ছে না, ভালোই রপ্ত করেছে। বিশেষ্য পদের সঙ্গে প্রত্যয় যোগ করে…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
