অ্যান্টিলা ফেল! আম্বানির রাজপ্রাসাদকেও টেক্কা দেবে রতন টাটার এই বিলাসবহুল বাড়ি

Ratan Tata Luxury House: কোলাবা পোস্ট অফিসের বিপরীতে অবস্থিত, রতন টাটার এই ১৩,৩৫০ বর্গফুটের বিলাসবহুল বাড়িটি তিনতলা এবং সি ফেসিং।

দেশের মানুষের কাছে নয়নের মণি রতন টাটা। তিনি বহুবার বলেছেন, “আমরা ব্যবসায়ী নই, আমরা উদ্যোক্তা। আমাদের কাছে কোম্পানির থেকে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ।” কোনও বিপর্যয়ে মুক্ত হস্তে অনুদান দেওয়াই হোক বা কোনও নতুন স্টার্টআপে বিনিয়োগ, কিছুতেই পিছিয়ে থাকেন না রতন টাটা। তিনি তাঁর বিনিয়োগের মাধ্যমেই স্রেফ সাফল্যের উচ্চতা স্পর্শ করার সুযোগ দিয়েছেন হাজারো তরুণ-তরুণীকে। সম্প্রতি পিএম কেয়ার্স ফান্ডের ট্রাস্টি হিসেবেও নিযুক্ত করা হয়েছে তাঁকে। রতন টাটা অবশ্যই দেশের প্রথম ১৫ জন শক্তিশালী মানুষের তালিকায় স্থান পাকা করে ফেলেছেন। বলাই বাহুল্য, এমন এক ব্যক্তির বাড়িও এক স্বঘোষিত ল্যান্ডমার্ক হয়েই থাকবে। কোলাবায় রতন টাটার যে নিজস্ব বাড়িটি রয়েছে সেটি কোলাবার অন্যতম দর্শনীয় স্থান বর্তমানে। সকলেই জানেন, রতন টাটা বিয়ে-থা করেননি। ২০১২ থেকে বেশ কিছু সারমেয়কে সঙ্গে নিয়ে কোলাবার এই বাড়িতেই বসবাস করছেন তিনি। শান্তনু নায়ডু-সহ তাঁর কিছু তরুণ বন্ধু প্রায়শই এসে দেখা করে যান রতন টাটার সঙ্গে।

রতন টাটার এই প্রাসাদোপম বাড়িটি যে জায়গায়, তা শুধুমাত্র মুম্বই নয় দেশের সবচেয়ে দামি এলাকাগুলির মধ্যে অন্যতম। যদি আপনি এই অঞ্চলে বাড়ি বা জমি কিনতে চান, তাহলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স যে বেশ ভারী হওয়া আবশ্যিক তা বলার অপেক্ষা রাখে না। মুম্বইয়ের সমুদ্রকে সামনে রেখে তৈরি এই বাড়িটির ডিজাইন একাধারে অত্যন্ত স্টাইলিশ এবং একইসঙ্গে অত্যন্ত সিম্পল। এই বাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ইন্টেরিয়র ডেকোরেশন। আভিজাত্য এবং আধুনিকতার অসাধারণ মিশেল চোখে পড়ে এই বাড়ির সাজসজ্জায়। রতন টাটার এই বাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। কোলাবা পোস্ট অফিসের বিপরীতে অবস্থিত, রতন টাটার এই ১৩,৩৫০ বর্গফুটের বিলাসবহুল বাড়িটি তিনতলা এবং সি ফেসিং। এই বাড়িটির মধ্যে রয়েছে সুসজ্জিত মিডিয়া রুম, জিম, একটি গেম রুম, একটি বিশাল বেসমেন্ট এবং এর ছাদে রয়েছে এর অন্যতম আকর্ষণ, ইনফিনিটি পুল।

আরও পড়ুন- রহস্যময় ট‍্যাটু থেকে যৌনতা, কেচ্ছা থেকে বিয়ে! সবসময়ই বর্ণময় বিরাট-জীবন

প্রথম তলা থেকে দ্বিতীয় তলা, প্রতিটি তলা দুটি স্তরে বিভক্ত। প্রথম তলার প্রথম স্তরে রয়েছে, লাইব্রেরি এবং বসার জায়গা। প্রথম তলার দ্বিতীয় স্তরে রয়েছে বাড়ির বেডরুম, বাথরুম এবং ডাইনিং এরিয়া। প্রথম তলাটি অতিথিদের স্বাগত জানাতে এবং আপ্যায়ন করার জন্য নান্দনিকভাবে ডিজাইন করা হয়েছে। বাড়ির প্রথম তলার সকল আসবাব ফ্রেঞ্চ উড দিয়ে তৈরি। এই বাড়ির দ্বিতীয় তলায় রয়েছে একটি অত্যাধুনিক জিম। বছর পাঁচেক আগে পর্যন্ত রতন টাটা এটি ব্যবহার করতেন। বর্তমানে স্বাভাবিকভাবেই আর করা হয় না। এছাড়াও এই তলার প্রথম স্তরে রয়েছে অত্যাধুনিক গেম রুম, একটি বসার ঘর, স্টাডি রুম এবং রতন টাটার একটি ব্যক্তিগত অফিস। এই অফিসে বসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এবং ওয়েবিনারে যোগ দেন তিনি। দ্বিতীয় তলার তৃতীয় স্তরে রয়েছে তিনটি বেডরুম এবং অসংখ্য গাছ-গাছালি।

এই বিশাল বাংলোর তৃতীয় তলাটি বা সেকেন্ড ফ্লোর দু’টি স্তরে বিভক্ত। রতন টাটা নিজের দিনের অধিকাংশ সময় বাড়ির এই অংশেই কাটান। ঢুকলেই এখানে চোখে পড়বে আধুনিকতার সঙ্গে ইউরোপিয়ান ডিজাইনের মিশলে তৈরি মনমুগ্ধকর অন্দরসজ্জার। এখানেই রয়েছে রতন টাটার মাস্টার বেডরুম। এছাড়াও এই ফ্লোরে রয়েছে একটি বিশাল আকৃতির মিডিয়া রুম, একটি বিশাল বড় সান ডেক (বড় খোলা বারান্দা হিসেবে ধরতে পারেন) এবং একটি ল্যাভিশ পার্টি লাউঞ্জ। এই ফ্লোরেই রয়েছে রতন টাটার মন্দির। একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি যথেষ্ট আধ্যাত্মিক মানুষও তিনি। এই মন্দিরে বিভিন্ন দেবদেবীর কাঠের মূর্তি স্থাপিত করা রয়েছে। এই ফ্লোরের ছাদেই রয়েছে রতন টাটার ইনফিনিটি পুল।

তবে সবচেয়ে আকর্ষণীয় এবং দামি জায়গা হচ্ছে রতন টাটার বাড়ির বেসমেন্ট। এই বেসমেন্টটিতে পার্ক করা রয়েছে দেশ-বিদেশের দামি দামি ১৫ টি গাড়ি এবং কয়েকটি স্পোর্টস কার। এই বেসমেন্টেই রয়েছে বাড়ির মূল কন্ট্রোল প্যানেল এবং সিকিউরিটি প্যানেল। যদি কখনও টাটা হাউসে ঢোকেন তাহলে সবার আগে চোখে পড়বে বৃহদাকার একটি ফোয়ারা এবং তাকে ঘিরে থাকা বিভিন্ন গাছের সমাহার। রতন টাটা বরাবরই গাছ পছন্দ করেন। ফলত তাঁর বাড়ির অন্দরসজ্জার অন্যতম একটি উপাদান হল গাছ।

আরও পড়ুন- কী নেই অ্যান্টিলিয়ার অন্দরে! মুকেশ আম্বানির রাজপ্রাসাদ কেন আজও কৌতূহলের

রতন টাটার বাড়ির কথা বললে তার টক্করের আরেকটি বাড়ির কথা না বললেই নয়! সেটি মুকেশ আম্বানির ‘অ্যান্টিলা’। মুকেশ আম্বানির এই রাজপ্রাসাদ কোনও স্বপ্নপুরীর থেকে কোনও অংশে কম নয়। এই বাড়ি তৈরি করতেই খরচ হয়েছে প্রায় ১০০ কোটি পাউন্ড বা ৯০০০ কোটি টাকা। মুকেশ আম্বানির ২৭ তলার এই বাড়ি অ্যান্টিলা, আটলান্টিক মহাসাগরের নামানুসারে নামঙ্কিত করা হয়েছে। সাউথ মুম্বইয়ের আল্টমাউন্ট রোডের উপর স্থাপিত মুকেশ আম্বানির রাজপ্রাসাদটির উচ্চতা প্রায় ৫৭০ ফুট! এই বিল্ডিংয়ের মধ্যে রয়েছে হেয়ার স্পা থেকে শুরু করে স্যালোন, বলরুম, সুইমিং পুল, যোগা সেন্টার, ডান্স স্টুডিও, আইসক্রিম পার্লার এবং ব্যক্তিগত থিয়েটার।

এই বিল্ডিংয়ের ছয়তলাতে রয়েছে পার্কিং প্লেস, যেখানে একসঙ্গে ১৬৮ টি গাড়ি রাখা যেতে পারে। এই বাড়িতেই রয়েছে মুকেশ আম্বানির অফিস। সেই অফিসে যাতায়াত করার জন্য গোটা বিল্ডিং জুড়ে ছড়িয়ে রয়েছে ৯ টি এলিভেটার। অবশ্য অতিথি এবং পরিবারের সদস্যদের ক্ষেত্রে আলাদা লিফ্ট রয়েছে। তবে অ্যান্টিলার সবচেয়ে আইকনিক জায়গা হল তার তিনটি হেলিপ্যাড। মার্বেলের তৈরি হেলিপ্যাডে করা রয়েছে মুক্তোর নকশা, যা একে অনন্য করে তোলে। এই বাড়িটি এতটাই সুরক্ষিতভাবে তৈরি হয়েছে যে, রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পেও অটুট থাকবে এটি। বাইরের গরম বা ঠান্ডা আবহাওয়ার বিশেষ কোন প্রভাব পড়ে না বাড়িটির ভেতরে। কারণ মুম্বইয়ের চাঁদি ফাটানো গরমের থেকে বাঁচতে এখানে রয়েছে একটি স্নো-রুম যা থেকে পেঁজা তুলোর মতো বরফ পড়ে শীতে। এই এত বড় বিল্ডিংয়ে আম্বানি পরিবার-সহ প্রায় ৬০০ কর্মচারী থাকেন। বলার অপেক্ষা রাখে না স্বর্গের চেয়ে কিছু কম নয় মুকেশ আম্বানির সাধের অ্যান্টিলা।

More Articles