পিছিয়ে বিজেপি! কর্ণাটকে কংগ্রেসের জয় কতটা নিশ্চিত?

Karnataka Assembly Election Results: ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কোনও একটি দলকে সরকার গঠনের জন্য ১১৩টি আসন জিততে হবে।

সব বুথ এবং নির্বাচনী এলাকা থেকে তারা খবর পেয়ে গেছেন যে বিজেপিই জিতবে কর্ণাটকে। আত্মবিশ্বাসের সর্বোচ্চ ধাপে গিয়ে একথা বলছেন সে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বাসভরাজ এস বোমাই। বিজেপি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, ম্যাজিক ফিগারের বেশি ভোট পেয়ে তারা সরকার গড়বেন এই বিষয়ে যখন প্রায় ভবিষ্যদ্বাণী করছেন বোমাই তখন অবধি হওয়া গণনা বলছে, বিজেপির পালে হাওয়া নেই তেমন। কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটগণনার প্রাথমিক প্রবণতা বলছে কংগ্রেস ক্ষমতাসীন বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে।

২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় কোনও একটি দলকে সরকার গঠনের জন্য ১১৩টি আসন জিততে হবে। মোট ২২৪টি আসনের মধ্যে ৩৬টি আসন তপশিলি জাতি এবং ১৫টি তপশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ভোট গণনা শুরু হতেই দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৩ টি আসনে! বিজেপি ৮৫টি আসনে এগিয়ে রয়েছে৷ বুথ ফেরত প্রায় সমস্ত সমীক্ষাই বলেছিল, কংগ্রেস রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে চলেছে৷

আরও পড়ুন- কর্ণাটকে আতঙ্কে বিজেপি! কোন মন্ত্রে ব্যাপক জয়ের পথে কংগ্রেস?

এইবারের কর্ণাটক বিধানসভা ভোটে যে নেতাদের নির্বাচনী ভাগ্য ঝুলে রয়েছে তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই, কংগ্রেসের সিদ্দারামাইয়া ও ডি কে শিবকুমার এবং জেডি(এস)-এর এইচডি কুমারস্বামী। জেডি(এস) সামান্য আসন পাবে ঠিকই, কিন্তু কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠ হবে কিনা প্রশ্ন রয়েছে। সেক্ষেত্রে জেডি(এস)-এর ভূমিকাই ঠিক করবে সরকার গঠন করবে কারা।

ভোট গণনার প্রাথমিক খবর বলছে, বাসভরাজ বোমাই শিগগাঁওয়ে এগিয়েই রয়েছেন। কংগ্রেস প্রার্থী ইয়াসির আহমেদ খান পাঠানের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন তিনি। অন্যদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার ছেলে, যথিন্দ্র সিদ্দারামাইয়ার আত্মবিশ্বাস, দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং ক্ষমতায় আসবে। কংগ্রেস সভাপতি এম মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে চিত্তপুরে বিজেপির মণিকান্ত রাঠোড়ের বিরুদ্ধে ২,৪৯৩ ভোটে এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, হুবলি-ধারওয়াদ কেন্দ্রীয় বিধানসভায় কংগ্রেস প্রার্থী জগদীশ শেত্তার পিছিয়ে রয়েছেন। শেত্তার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সম্প্রতি ভারতীয় জনতা পার্টি থেকে টিকিট না পেয়ে তিনি কংগ্রেসে যোগ দেন। কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার কনাকাপুরা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন, বিজেপির আর অশোক পিছিয়ে রয়েছেন

More Articles