মাস্টার হয়েও বানানে গোল্লা! এই বাংলা বানানগুলি ঠিক জানেন তো আপনি?
Bengali Spelling Mistakes: শতকরা নব্বই জন বাঙালি শিক্ষক ‘মূল্যায়ণ’ লেখেন। ভুল বানান। মূল্যায়ন হবে। ণ হবে না।
সাতসকালে কাগজ হাতে পাড়ার বিনয়দা হাজির। বললেন, “মশাই আপনাকে পাত্তা দিতাম না, এবার থেকে দেব।” খুবই পুলকিত হলাম। বিনয়দা কর্পোরেট। বড় চাকুরে। বাংলাকে আংলা-কাংলা কিছু একটা বলে ডাকতে পারলে খুশি হন। খেয়াল করেছি ইদানীং পশ্চিমবঙ্গবাসী খুব মিল দিতে শিখেছেন। মানে থাক বা না থাক মিল হলেই হল। যেমন ‘আংলা কাংলা টাংলা/ কাল যাবো রাংলা/ বাড়ি তার সাংলা/ যাবে তুমি মাংলা?’ তা বাংলাকে ‘আংলা-কাংলা’ বলা বিনয়দা হঠাৎ আমাকে পাত্তা দেবেন কেন? দেখি রূপচাঁদও বিনয়দার পিছু পিছু ঢুকে পড়েছে। বলল, “দিতেই হবে। আদালতে এক চাকরি প্রার্থীকে বিচারক বাংলা বানান জিজ্ঞাসা করেছেন। সে পারেনি। পারলে তার চাকরির দাবি পাকা হতো। তোমার বাংলা নিয়ে লেখাগুলো পড়া থাকলে বানান ভুল হতো না। চাকরি পেলেও পেতে পারত।” এতক্ষণে বিষয় খানিক পরিষ্কার হলো। তাই বলে বিনয়দা কেন পাত্তা দেবেন? তিনি তো ‘প্রাইভেট’ – যাকে বলে ‘কর্পোরেট’। আমিও মিলে অনুপ্রাণিত হয়ে কাটা কাটা বাক্য লিখতে বলতে শুরু করেছি। যেমন লিখলাম ‘প্রাইভেট মানে কর্পোরেট।’ কিছু একটা মিল হলো। জানা গেল বিনয়দা কর্পোরেট হলেও, বিনয়দার আত্মীয়-পরিজন অসরকারি স্কুলে পড়লেও সেখানেও…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
