লতাপ্রণাম মুহূর্তে শাহরুখের সঙ্গে এক ফ্রেমে, এখন সবার নজরে এই নারী!
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে ভাইরাল হয়েছেন শাহরুখ। এ নিয়ে নানা মুনির নানা মত। ছবিতে দেখা গিয়েছে মাস্ক পরিহিত অবস্থায় লতার রুহের জন্য দুয়া করছেন অভিনেতা। সঙ্গে একজন ভদ্রমহিলা। তিনি প্রণাম জানিয়ে আত্মার শান্তিকামনা করছেন। দুয়া শেষ করে রীতি অনুযায়ী ফুঁ দেন শাহরুখ। তাকেই থুতু দেওয়া বলে ক্রমাগত ছড়িয়ে দেওয়া হতে থাকে ভুল বার্তা। একই সঙ্গে অনেকেই ছবিটিকে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বলে উপস্থাপিত করতে চেয়েছিলেন। দ্রুত ছড়িয়ে পড়ছিল ছবিটি। কিন্তু অনেকেই ভদ্রমহিলাকে শাহরুখের স্ত্রী গৌরী বলে ভুল করেন শুরুতে। শাহরুখ-ভক্তরা এতে সক্রিয় হয়ে ওঠে। জানা যায়, ছবিটি মোটেও গৌরীর নয়। তাঁর নাম পূজা দাদলানি, শাহরুখের ম্যানেজার তিনিই। মাস্কে মুখ ঢাকা থাকায় গুলিয়ে ফেলা ছিল অত্যন্ত স্বাভাবিক। তবে এই তথ্য সামনে আসার পরে মানুষের মধ্যে জেগেছে পূজাকে নিয়ে নানা প্রশ্ন। খানিক জবাব খুঁজে নেওয়ার চেষ্টা করা যাক সেইসব প্রশ্নের।
পূজা দাদলানির জন্ম ২ নভেম্বর ১৯৮৩-তে। মুম্বইবাসী পূজার পরিবার বলতে স্বামী হিতেশ গুরনামি, বাবা মনু দাদলানি, মা মিনু এবং দিদি গীতিকা; হিতেশ ও পূজার রেয়না নামে একটি মিষ্টি কন্যাসন্তান রয়েছে। মুম্বইয়ের আভাবাই ফ্রেমজি পেটিট গার্লস হাই স্কুল থেকে হায়ার সেকণ্ডারি পড়াশোনা সম্পূর্ণ করেছেন পূজা এবং মাস মিডিয়ায় তাঁর একটি ব্যাচেলর ডিগ্রিও রয়েছে। কেরিয়ারের শুরুতে কার্ভিং ড্রিমস্ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডে কাজ করতেন। ২০১২তে গৌরীর প্রোডাকশন হাউস ‘রেড চিলিস এন্টারটেইনমেন্টে’ কাজ শুরু করেন পূজা। তখন থেকেই শাহরুখের ম্যানেজার তিনি। এছাড়া শাহরুখের আই পি এল টিম ‘কলকাতা নাইট রাইডারস্’ও তিনিই দেখাশোনা করেন।
২০১৩ নাগাদ শাহরুখের ছবি ‘চেন্নাই এক্সপ্রেসে’র প্রোডিউসারদের মধ্যে অন্যতম ছিলেন পূজা। তবে সেলেবদের সঙ্গে যোগাযোগ এই প্রথম নয়। দিয়া মির্জার দ্বিতীয় হাজব্যান্ড বৈভব রেখি তাঁর আত্মীয়। এছাড়াও ফারা খান সহ নানান বলিউড সেলেবদের সঙ্গে প্রায়শই আড্ডায় দেখা গিয়েছে তাঁকে।
পূজার নিজের সম্পত্তির পরিমাণও কম নয়। ২০২১-এর হিসাবে তা প্রায় ৪৫ কোটি টাকা। তবে দীর্ঘদিন লাইমলাইটের বাইরেই থেকেছেন। পূজাকে নিয়ে কথাবার্তা শুরু হয়, বা বলা ভালো, পূজার নাম মূহুর্মূহ উঠে আসতে থাকে শাহরুখের জ্যেষ্ঠ সন্তান আরিয়ান খান ড্রাগ মামলায় ফাঁসার পর থেকেই।
খান পরিবারের গৌরী, আরিয়ান, সুহানা, আব্রামের সঙ্গে পূজার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পরিবারটির সুখদুঃখ আবেগ-অনুভূতি সমস্তই খুব গুরুত্বপূর্ণ পূজার কাছে। সম্প্রতি নেটে আব্রাম ও করন জোহরের যমজ সন্তান ইয়শ-রুহির সঙ্গে একটি নতুন ছবিও আপলোড করেছেন পূজা। এর আগেও এই সম্পর্কের নজির দেখা গিয়েছে। ২০১৯ সালে আরিয়ানের জন্মদিনে তার সঙ্গে একটি সেলফিতে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান পূজা। তাতে লেখা ছিল, “আরিয়ান বাবার বুদ্ধি পেয়েছে, মায়ের থেকে পেয়েছে তাঁর গুণগুলি, আর রসবোধটি ওর একান্ত নিজস্ব। খুব নরম মনের মানুষ, ভালো মানুষ। সবথেকে বড়টিকে, আরিয়ানকে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা”। আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে শাহরুখ তেমন আর প্রকাশ্যে আসছিলেন না। আরিয়ানের কেসের যাবতীয় দেখাশোনা পূজাই করছিলেন।
পূজা কাস্টডিতে থাকা আরিয়ানের সঙ্গে দেখাসাক্ষাৎ জারি রেখেছিলেন এযাবৎ। কোর্টের যাবতীয় হিয়ারিং-এ উপস্থিত ছিলেন। বেইল হিয়ারিং-এর দিনটিতেও কোর্টে দেখা গিয়েছিল তাঁকে। ৮ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। কান্নায় ভেঙে পড়েন পূজা। আরিয়ানের উকিল সতীশ মানেসিন্দে আদালতের কাছ থেকে পূজার সঙ্গে আরিয়ানের মোলাকাতের অনুমতি চেয়ে নেন এবং জানান, পূজা আরিয়ানেরই পরিবারের সদস্য। আখেরে তাইই। পূজা দাদলানি কখন অজান্তেই খান পরিবারের সদস্য হয়ে গিয়েছেন। ছেলেমেয়েগুলিকে ভালোবাসেন নিজের সন্তানের মতোই। আরিয়ানের গ্রেফতারের সময়ও ‘মান্নতে’ ছিলেন পূজা।
তবে এই কারণেই সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। ২৬ অক্টোবরে তাঁর নামে মুম্বইয়ের এম আর এ মার্গ থানায় সুধা দ্বিবেদী নামের এক উকিল এফ আই আর ফাইল করেন। এফআইআর-টিতে দাদলানি, সমীর ওয়াংখেড়ে, মনীষ ভানুশালি সহ কিরণ গোসাবির নামও ছিল। মূলত হুমকি দিয়ে জোর করে পয়সা তোলার অভিযোগ আনা হয় রিপোর্টটিতে। উল্টোদিকে বোম্বে হাইকোর্টে মামলা ওঠার আগে নার্কোটিকস্ কন্ট্রোল বিউরো বয়ান দেয়, পূজা দাদলানি নাকি মামলার একজন সাক্ষীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। তারা দাবি করে, প্রভাকর সৈল নামে এক সাক্ষীকে দিয়ে খুবই গুরুতর একটি অভিযোগ আনেন পূজা এনসিবির বিরুদ্ধে। প্রভাকরের বয়ান অনুযায়ী, কিরণ গোসাবি নামে ঐ প্রাইভেট ডিটেকটিভ মামলা মিটিয়ে নেওয়ার জন্য ২৫ কোটি টাকা চায় পূজার কাছে। কিরণ গোসাবি সেই ব্যাক্তিই যার সঙ্গে আরিয়ানের সেলফি ভাইরাল হয়েছিল। প্রভাকর আরো জানায়, এই টাকার মধ্যে ৮ কোটির ভাগ ছিল সমীর ওয়াংখেড়ের জন্য। এ বিতর্কের এখনও কোনও মীমাংসা হয়নি।
তথ্যঋণ–
Not Gauri Khan, manager Pooja Dadlani accompanied Shah Rukh Khan at Lata Mangeshkar’s funeral, n.d. . The Times of India.
Not Gauri Khan, this is who accompanied Shah Rukh Khan to Lata Mangeshkar’s funeral [WWW Document], 2022. . Hindustan Times.
October 13, I.T.W.D.M., October 13, 2021UPDATED:, Ist, 2021 16:45, n.d. Who is Pooja Dadlani, Shah Rukh Khan’s manager? [WWW Document]. India Today.
Pooja Dadlani Age, Husband, Children, Family, Biography & More » StarsUnfolded
Pooja Dadlani Wiki, Age, Husband, Children, Family, Biography & More – WikiBio
Shah Rukh Khan’s manager Pooja Dadlani shares unseen photo of AbRam, Yash and Roohi, 2022. . The Indian Express.