যকৃৎ ছিন্নভিন্ন, বৃহদন্ত্র ফুটো! কী ঘটেছিল ইন্দিরার মৃত্যুর সেই দিন?
Indira Gandhi Death: ৮০ বোতল রক্ত দেওয়া হয়েছিল ইন্দিরা গান্ধীকে। শরীরে যে পরিমাণ রক্ত থাকে, এটা ছিল তার প্রায় ৫ গুণ
"আমি জীবিত থাকি অথবা না থাকি, আমার জীবন যথেষ্ট দীর্ঘ হয়েছে। এই জীবনে গর্ব রয়েছে, পুরো জীবনটাই আমি মানুষের সেবায় কাজে লাগাতে পেরেছি। নিজের শেষ নিঃশ্বাস নেওয়া পর্যন্ত এই কাজটাই করে যাব। আমার রক্তের প্রতিটা বিন্দু ভারতকে আরও মজবুত করার কাজে লাগবে।" অপারেশন ব্লু স্টার যদি কার্যকারণ হয়, তাহলে ইন্দিরা গান্ধীর হত্যা তার ফল। ইন্দিরা গান্ধী কি আগে থেকেই শুনতে পেয়েছিলেন তাঁর মৃত্যুধ্বনি? উত্তর বোধহয়, হ্যাঁ। ১৯৮৪ সালের ৩০ অক্টোবর। ওড়িশার ভুবনেশ্বর শহরের মঞ্চে ভাষণ দিতে উঠেছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ইতিহাস বলে, সেটাই তাঁর শেষ ভাষণ। আর সেই ভাষণেই ওপরের কথাগুলি বলেন ইন্দিরা। নিজের নিয়তির আঁচ কি আগে থাকতেই পেয়েছিলেন তিনি? ১৯৮৪ সালের ৩০ অক্টোবর। কয়েক মাস আগেই ঘটে গিয়েছে অপারেশন ব্লু স্টার। স্বর্ণমন্দির দেখেছিল অজস্র শিখ ধর্মাবলম্বীর রক্ত। তারপর ভুবনেশ্বরের এই ভাষণ তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছিল। অন্যান্যবারের মতো প্রধানমন্ত্রীর সেই ভাষণের খসড়াও তৈরি করেছিলেন মিডিয়া উপদেষ্টা এইচ ওয়াই শারদা প্রসাদ। সেই ভাষণের পাতাটি নিয়ে মঞ্চে উঠেওছিলেন ইন্দিরা গান্ধী। একদম শুরুতে সেখান থেকেই পড়তে শুরু করেছিলেন। হয়তো ভাষণের ফাঁকে মনে…

Whatsapp
Support quality writing
Encourge writers
Access on any device
