শিলিগুড়িতে এলজিবিটিকিউ ফ্যাশন শো: রঙিন বার্তা রূপান্তরকামীদের

LGBTQ Fashion Show: সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত হল একটি এলজিবিটিকিউ ফ্যাশন শো। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এতে অংশগ্রহণ করেছিলেন মোট ২৮ জন সদস্য।

সম্প্রতি শিলিগুড়িতে আয়োজিত হল একটি এলজিবিটিকিউ ফ্যাশন শো। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এতে অংশগ্রহণ করেছিলেন মোট ২৮ জন সদস্য। 'শিলিগুড়ি প্রাইড ওয়ক' প্রান্তিক যৌনতাবিশিষ্ট মানুষদের একটি প্ল্যাটফর্ম। তারাই এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, সমাজের গণ্যমান্য ব্যক্তি থেকে সাধারণ মানুষ─সবার সামনে এলজিবিটিকিউ সম্প্রদায়ের সমস্যাগুলি তুলে ধরা। আয়োজকমণ্ডলীর সদস্য বোধি সত্ত সাংবাদিকদের জানান,

আমাদের অনুষ্ঠানে যাঁরা অংশগ্রহণ করেছেন, তাঁরা প্রত্যেকে নিজের মেক আপ নিজে করেছেন, নিজের পোশাকও নিজেরা তৈরি করেছেন। এঁরা নিজেদের প্রতিভা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করতে চান। নিজেদের অধিকার বুঝে নিতে চান। আমাদের বিয়ের আইন নেই, দত্তকের আইন নেই, নেই উত্তরাধিকারের আইনও। আমরা চাই সরকার এই সমস্যাগুলিকে গুরুত্ব দিক। আমরা আর পাঁচজন স্বাভাবিক মানুষের মতোই যেন স্বাভাবিক ভাবে বাঁচতে পারি।

শিলিগুড়ির চাঁদনি রায় জানান এমন অনুষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়। এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বক্তব্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছবে বলেই মনে করছেন তিনি। নিজেদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারবেন এই প্রান্তিক মানুষেরা। এখনও সমাজ এলজিবিটিকিউ সম্প্রদায়কে মেনে নিতে পারেনি। কোথাও একটা ঘৃণার মনোবৃত্তি রয়েই গিয়েছে। কিন্তু তাঁরাও যে সমাজের আর পাঁচজন মানুষের মতো, এটা বোঝা দরকার।

আরও পড়ুন:ডিসেম্বরের শহরে রামধনু যাত্রা! কলকাতা কি সত্যিই সাবালক হয়েছে আজও?

রানিগঞ্জের বিবেক ঘোষ যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। তাঁর বক্তব্য,

এখনও সমাজ থেকে প্রচুর বাধাবিরোধ আসে। মানুষ মেনে নিতে পারেন না। আমি নিজে শাড়ি পরতে ভালোবাসি। মেক-আপ করতে ভালোবাসি। কিন্তু চলতি পথে লোকে আশপাশ থেকে গালি দেয়। এগুলো বন্ধ হওয়া দরকার।

২০১৮ সালে দুজন প্রাপ্তবয়স্ক সমলিঙ্গের মানুষ সম্পর্কে থাকতে পারেন বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রূপান্তরকামী মানুষের দুর্দশা তাতে ঘুচেছে কি? এখনও দিনরাত অগ্নিপরীক্ষা দিতে হচ্ছে সমকামী মানুশদের। উভকামী মানুষকে নিরন্তর লুকিয়ে রাখতে হচ্ছে একটি লিঙ্গপরিচয়। আর কতদিন─প্রশ্ন করতে করতে হাঁফিয়ে উঠছেন তাঁরা। তারই মধ্যে এমন অনুষ্ঠান এক ঝলক তাজা বাতাস।

More Articles