নববর্ষের রাতে স্যুইগিতে ঢালাও কন্ডোম অর্ডার! দেশজুড়েই কি বাড়ছে যৌনতার চাহিদা?
New Year Condom Sale: প্রায় প্রায় ৩ হাজার মানুষ নববর্ষের রাতে Swiggy Instamart থেকে কন্ডোম অর্ডার করেছেন।
ভারতীয়রা নবর্ষকে স্বাগত জানিয়েছেন কন্ডোম দিয়ে! ভারতের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ স্যুইগির ইনস্টামার্টে এবছর বর্ষবরণের রাতে কন্ডোম ডেলিভারির যা অর্ডার এসেছে তা দেখে চমকে গিয়েছে খোদ সংস্থাটিও! নববর্ষের গোড়াতেই দেশ জুড়ে কন্ডোমের চাহিদা একইসঙ্গে দু'টি প্রশ্ন তুলছে। নববর্ষের উদযাপনে যৌনতা কি অবিচ্ছেদ্য? কন্ডোমের চাহিদা বৃদ্ধি কি নিরাপদ যৌনতা সম্পর্কে সচেতনতা বাড়ারই প্রকাশ? প্রায় প্রায় ৩ হাজার মানুষ নববর্ষের রাতে Swiggy Instamart থেকে কন্ডোম অর্ডার করেছেন। স্যুইগি নিজের ট্যুইটে জানিয়েছিল, Swiggy Instamart থেকে Durex কন্ডোমের ২৭৫৭ টি অর্ডার এসেছে। শুধু স্যুইগি অ্যাপ থেকেই যদি এই পরিমাণে কন্ডোম বিক্রি হয়ে থাকে, তাহলে দোকানে বা অন্য মাধ্যমে সার্বিক চাহিদা কতখানি ছিল তার আভাস পাওয়া খুব একটা কঠিন না।
স্যুইগির এই টুইটে মজা করে Durex India জানিয়েছে, ২৭৫৭ জনের নতুন বছর বেশ উত্তালভাবেই কাটছে এবং আশা করা যায় পরদিন সকালে তাঁরা একসঙ্গেই কফিও অর্ডার করবেন। একজন টুইটার ব্যবহারকারী এই টুইটেই লিখেছিলেন, ‘নাইস’। সুইগি ইন্সটামার্ট তাঁকে উত্তর দিয়েছে, ‘ইয়ে হাম কর লেতে হ্যায়, আপ অর্ডার করকে ধুম মাচা দো’! তবে শুধুই কন্ডোম নয়, Swiggy নববর্ষের রাত্তিরে ৩.৫০ লক্ষ বিরিয়ানি, ৬০,০০০-এরও বেশি পিৎজা অর্ডার পেয়েছে!
ফুড ডেলিভারি অ্যাপ স্যুইগি শনিবার অর্থাৎ ৩১ ডিসেম্বর সাড়ে তিন লক্ষ বিরিয়ানি ডেলিভারি করেছে। রাত্রি সাড়ে দশটার মধ্যে সারা দেশে ৬১,০০০-এরও বেশি পিৎজা ডেলিভারি করেছে এই জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ। স্যুইগি আরও জানিয়েছে, টুইটার পোল অনুযায়ী, ৭৫.৪ শতাংশ অর্ডার এসেছে হায়দরাবাদি বিরিয়ানির, তারপরেই লখনউ বিরিয়ানির অর্ডার- ১৪.২ শতাংশ এবং কলকাতা বিরিয়ানি ১০.৪ শতাংশ।
2757 packets of @DurexIndia condoms delivered by @SwiggyInstamart so far. please order 4212 more to make it 6969, so we can all say "nice"
— Swiggy (@Swiggy) December 31, 2022
আরও পড়ুন-কীভাবে তৈরি হত কন্ডোম? তাজ্জব করবে ৩০০০ খ্রিস্টপূর্বাব্দ প্রাচীন কন্ডোমের এই ইতিহাস
তবে দেশে বাড়তে থাকা কন্ডোমের চাহিদা নিয়ে অনেকেই সচেতনতার ভাবনাও খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন, বর্ষবরণ বা এই ধরনের উদযাপনে যেখানে যুবক-যুবতীদের অংশগ্রহণ বেশি সেখানে প্রাধান্য পাচ্ছে যৌনতাও। বিশেষ করে মেট্রোপলিটন শহরগুলিতে যৌনতা নিয়ে ট্যাবু কাটার ফলে, বাড়ছে যৌনসম্পর্ক। দেশে ডেটিং অ্যাপের বাড়তে থাকা জনপ্রিয়তা প্রমাণ করে শুধু আলাপেই আটকে থাকে না এই জাতীয় 'ডেট'। বড় শহরগুলির পাশাপাশি শহরতলিতেও, যেখানে মেট্রোপলিটনের আঁচ লেগেছে সেখানেও পাল্লা দিয়ে বেড়েছে যৌনতার চাহিদা।
তবে, যৌনতা অবাধ হলেও সেখানে নিরাপত্তা থাকছে কী না এই সচেতনতার প্রশ্ন তুলেছেন সমাজবিদরা। একাধিক যৌনতা এবং পরিকল্পনাহীন যৌনতায় অনেকসময়ই সতর্কতা এড়িয়ে যান মানুষ। সেক্ষেত্রে নববর্ষের রাতে ঢালাও মদ্যপানের মাঝে কন্ডোমের অর্ডার করার মতো পদক্ষেপ বা চিন্তা কি প্রমাণ করছে সচেতনতারই কথা?

Whatsapp
