বিশ্বজয়ী নাটু নাটু! লেডি গাগা, রিহানাদের ফেলে ভারতের দ্বিতীয় অস্কার জিতল যে গান

Naatu Naatu Oscars 2023: এবছরই জানুয়ারিতে সেরা মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোবও জিতেছে এই গান৷

লেডি গাগা, রিহানার মতো আন্তর্জাতিক তারকাদের থেকে অস্কার একপ্রকার ছিনিয়েই নিয়েছে RRR! লস অ্যাঞ্জেলেসে ৯৫ তম আকাডেমি পুরস্কারের মঞ্চে যখন নামোচ্চারিত হচ্ছে ভারতীয় এই সিনেমার জগতসেরা গানটির, ভারতের মোবাইলে মোবাইলে বেজে উঠছে শরীরে দোলা জাগানো সেই গান। ভারতীয় সিনেমা RRR-এর 'নাটু নাটু' গানটিই এবার সেরা মৌলিক গানের জন্য অস্কার সম্মান জিতেছে। সুরকার এম এম কিরাবাণী এবং গীতিকার চন্দ্রবোস ভারতের হয়ে এদিনের দ্বিতীয় অস্কারটি জিতে নিয়েছেন। RRR সিনেমার এই গানটি সারা ভারত জুড়ে ব্যাপকভাবে ভাইরাল তো হয়ই, এমনকী বাইরের বহু দেশের মানুষকেও এই জনপ্রিয় গানটির সঙ্গে নাচতে, নেচে রিল তৈরি করতে দেখা যায়।

এসএস রাজামৌলি পরিচালিত আরআরআর সিনেমার দুই অভিনেতা রাম চরণ এবং জুনিয়র এনটিআর সহ সকলেই আকাডেমি পুরস্কারের অনুষ্ঠানে অংশ নেন। হেভি-ওয়েট প্রতিযোগীদের হারিয়ে ভারতের অস্কার তালিকাকে উজ্জ্বল করে তুলেছে এই গানটি। লেডি গাগার হোল্ড মাই হ্যান্ড ফ্রম টপ গান: ম্যাভেরিক, রিহানার লিফট মি আপ ফ্রম ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার, দিস ইজ আ লাইফ ফ্রম এভরিথিং এভরিহোয়ার অল এ্যাট অ্যাট ওয়ানস, এবং টেল ইট লাইক আ ওম্যানের অ্যাপ্লজের মতো গানকে পিছনে ফেলে সেরা মৌলিক গান হয়েছে নাটু নাটু।

ভারতীয় চলচ্চিত্রের দ্বিতীয় অস্কার জয় ছিল নাটু নাটু। এদিন অস্কারের মঞ্চে The Elephant Whisperers সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্টের পুরস্কার জেতে। ভারতের অল দ্যাট ব্রেদস সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের জন্য মনোনীত হলেও এই বিভাগে অস্কার জেতে নাভালনি।

আরও পড়ুন- দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স : ভারতকে প্রথম অস্কার এনে দিল যে ৪১ মিনিটের কাহিনি!

সারা বিশ্বকে নিজের অভাবনীয় সুরের ম্যাজিকে মাত করে দিয়েছে নাটু নাটু। এবছরই জানুয়ারিতে সেরা মৌলিক গানের জন্য গোল্ডেন গ্লোবও জিতেছে এই গান৷ অস্কারের অনুষ্ঠানের মঞ্চে গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালভৈরব লাইভ গেয়েছেন এই গানটি। ভারতীয় এই গানটির সঙ্গে মঞ্চে তখন নাচছেন লরেন গটলিব। পার্সিস খাম্বাট্টা এবং প্রিয়াঙ্কা চোপড়ার পর তৃতীয় ভারতীয় উপস্থাপক হিসেবে অস্কারের মঞ্চ মাত করেছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই গানটির সঙ্গে বিশ্বকে অস্কারের মঞ্চে পরিচয় করিয়ে দেন তিনিই। প্রতিটি শব্দ উচ্চারণের সময় উপস্থিত মানুষদের হাততালি ও অভিবাদনে তখন গমগম করছে প্রেক্ষাগৃহ।

এর আগে ভারতীয় হিসেবে অস্কার জিতেছেন কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া, সুরকার এ আর রহমান, গীতিকার গুলজার, সাউন্ড ইঞ্জিনিয়ার রেসুল পুকুট্টি, এবং সত্যজিৎ রায়। সেই তালিকায় জুড়ে গেলেন এম এম কিরাবাণী এবং চন্দ্রবোস। নাটু নাটুই হচ্ছে প্রথম ভারতীয় গান এবং RRR হচ্ছে প্রথম ভারতীয় সিনেমা যেটি অস্কার জিতল।

ব্রিটিশ ভারতের প্রেক্ষাপটে তৈরি হওয়া RRR ভারতের পাশাপাশি জাপানেও হাউজফুল! সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি সিনেমাহলে সিনেমাটির সবচেয়ে বড় স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে যেখানে দর্শকরা নাটু নাটুর সঙ্গে উদ্দাম নেচেছেন। যুদ্ধের আগে, ইউক্রেনের কিয়েভের রাষ্ট্রপতি প্রাসাদের বাইরে এই গানটির শ্যুটিং হয়।

More Articles