পুজোয় সাধ‍্যের মধ্যে বিদেশ ভ্রমণের সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল! প্ল‍্যান করুন আজ থেকেই

IRCTC New Tour Package: কোথায় এবং কীভাবে পাওয়া যাবে সস্তায় বিদেশ ভ্রমণের টিকিট? মুশকিল আসান, আইআরসিটিসি।

উৎসবের মরশুম এসে গেল। আর সপ্তাহতিনেক পরেই পুজো, এবং ডিসেম্বর পর্যন্ত সেই আমেজ নিয়েই বাঙালির কাটবে। তারা বেরিয়ে পড়বে বিভিন্ন জায়গায়, ঘুরবে দেশ-বিদেশ। কথায় বলে, বাঙালির পায়ের তলায় সর্ষে। কিন্তু মূল্যবৃদ্ধি এবং অতিমারী-পরবর্তী সময়ে অনেকেরই আগের মতো পকেটের জোর নেই। তাই তারা খুঁজছেন এমন সব প্যাকেজ, যাতে সাধ্যমতো নিজেদের পছন্দের জায়গায় ঘোরা যাবে। এখন অনেকেই দেশের বাইরে ভ্রমণ করতে চান। কিন্তু অনেকেরই প্রশ্ন, কোথায় এবং কীভাবে পাওয়া যাবে সস্তায় বিদেশ ভ্রমণের টিকিট?

এই প্রশ্নের উত্তর, ভারতীয় রেলের ক‍্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশন বা IRCTC। সাধ্যের মধ্যে বিদেশ ভ্রমণের সমস্ত ব্যবস্থা করে রেখেছে তারা। মাথাপিছু পঞ্চাশ হাজার টাকারও কম খরচে আপনি এখন ঘুরতে পারবেন নেপাল, থাইল্যান্ড, ভুটান, ইন্দোনেশিয়ার বিখ্যাত দ্বীপ বালি এবং সিঙ্গাপুর। দেখে নেওয়া যাক, আইআরসিটিসি ঠিক কীরকম ভ্রমণ প্যাকেজের পসরা সাজিয়ে রেখেছে। এখানে বলে রাখা ভালো যে, আইআরসিটিসি আগেও বিদেশ ভ্রমণের ব্যবস্থা করত। অতিমারীর কারণে তারা এই আয়োজন বন্ধ রাখে। আবার ছুটির মরশুমের কথা ভেবে তা চালু করা হয়েছে।

Thailand tour

আলোকোজ্জ্বল থাইল্যান্ড

আলোকোজ্জ্বল থাইল্যান্ড

Nepal

নেপালের নিসর্গ আপনার অপেক্ষায়

প্রথমেই আসা যাক নেপাল ভ্রমণের বিষয়ে। সাত রাত এবং আট দিনের একটি প্যাকেজ, যেখানে মাথাপিছু খরচ পড়বে ৩৪,০০০ টাকা। তবে তিনজন একসঙ্গে সফর করলে তবেই এই মূল্যে সম্ভব। একা ভ্রমণ করলে প্যাকেজের খরচ গিয়ে দাঁড়াবে ৪৬,৯০০ টাকায়। আবার যদি দুজন যান, সেক্ষেত্রে খরচ দাঁড়াবে ৩৮,৭০০ টাকা। দুই থেকে এগারো বছরের শিশুদের জন্যে খরচ হবে ৩২,৪০০ টাকা। এই প্যাকেজে ভ্রমণ শুরু হয় মধ্যপ্রদেশের ভোপাল থেকে। সেখান থেকে একটি বিমানে দিল্লি হয়ে কাঠমান্ডু। প্রথম দিনে হোটেলে সমস্ত সামগ্রী রেখে পশুপতিনাথ মন্দির, পাটন, দরবার স্কোয়ার, তিব্বতি উদ্বাস্তু কেন্দ্র এবং স্বয়ম্ভূনাথ স্তুপ পরিদর্শন করানো হবে। পরের দিন নিয়ে যাওয়া হবে পোখরায়। সেখানের সমস্ত দর্শনীয় স্থান ঘোরানো হবে, যার মধ্যে অন্যতম মনোখামা মন্দির। তার পরের দিন শুরু হবে ভোরবেলা সুরংকোটের ট্রেক দিয়ে। সেখানে সূর্যোদয়ের সময় হিমালয় দর্শনের পর যাওয়া হবে বিন্যাবাসিনী মন্দির, ডেভিলস ফল এবং গুপ্তেশ্বর মহাদেব গুহায়। পরের দিন কাঠমান্ডু ফিরে আসা এবং সেই দিন আপনি নিজের মতো করে শহরটি ঘুরতে পারবেন।

আরও পড়ুন: অভাবনীয় প্যাকেজ ভারতীয় রেলের! জলের দরে নেপাল সফর পুজোয়

এরপর আসা যাক থাইল্যান্ডে। মনোরম সমুদ্রসৈকত, দুর্ধর্ষ খাওয়াদাওয়া, রঙিন পরিবেশের জন্য বিখ্যাত এই দেশের জন্যও প্যাকেজ খুব খরচসাপেক্ষ নয়। থাইল্যান্ড-প্রেমীদের আইআরসিটিসি রেখেছে ফুকেত-ক্র্যাবি-মিসটিগ আইল্যান্ড প্যাকেজ, যার খরচ পড়বে ৫৮,৮৫০ টাকা। পাঁচ রাত এবং ছয় দিনের এই প্যাকেজে থাকবে ফুকেত এবং ক্র্যাবি ভ্রমণ। যাত্রা শুরু হবে কলকাতা থেকে। সেখান থেকে বিমানে ফুকেত নামলেও আগে নিয়ে যাওয়া হবে ক্র্যাবি। সেখানেই রাত্রিযাপন। পরের দিন প্রাতরাশ সেরে সেখানকার চারটি দ্বীপ বোটে ঘোরা হবে। তারপর হোটেলে ফিরে আসা এবং খাওয়াদাওয়া। পরবর্তী দিন ফুকেতের উদ্দেশ্যে যাত্রা। পৌঁছে সারাদিন জায়গাটা আপনি নিজের মতো ঘুরে নেওয়ার সুযোগ পাবেন। তার পরের দিন ঘোরা হবে বিখ্যাত জেমস বন্ড দ্বীপ। পরেরদিন ফি ফি দ্বীপ সারাদিন ধরে ঘোরা এবং সেখানেই খাওয়াদাওয়া। তারপরের দিন প্রাতরাশের পর বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা।

ভুটান ভ্রমণেরও দুর্ধর্ষ ব্যবস্থা করে রেখেছে আইআরসিটিসি। ছয় দিন এবং পাঁচ রাতের এই প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৩৯,৭৫০ টাকা। প্রথম দিনে থিম্পু বিমানবন্দরে নেমেই ঘোরানো হবে পারো শহরটি। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য এই জায়গাটি বিখ্যাত। তাছাড়াও বিখ্যাত টাইগার'স নেস্ট এখানেই অবস্থিত। তারপর ঘোরানো হবে সাংস্কৃতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান সিমতোখা জং। জং (Dzong) কথার অর্থ হলো দুর্গ। ভুটানের রাজা য্রাবদাং নওয়াং এটি নির্মাণ করেছিলেন। এছাড়াও প্যাকেজে থাকবে ভুটানের জাতীয় মিউজিয়াম, কিচু লাখাঙ, মেমোরিয়াল চোরতেন-এর মতো বিখ্যাত স্থান। তাছাড়া নিজের মতো করে ঘুরে নেওয়ার সময়ও থাকবে অঢেল।

Thimphu Bhutan

থিম্ফু, ভুটান

এখন অনেক ভ্রমণপিপাসুকেই বলতে শোনা যায় যে, বালি তাদের ভীষণ প্রিয় জায়গা। অপূর্ব সুন্দর এই দ্বীপ নাকি ছাপিয়ে যায় বিশ্বের তাবড় তাবড় সমুদ্রসৈকতকে। আইআরসিটিসি তাদের জন্যও ব্যবস্থা রেখেছে, যাঁরা বালি ভ্রমণ করতে চান। পাঁচ দিনের প্যাকেজের মূল্য ৪৭,১৫০ টাকা। এই পাঁচ দিনে আপনি ঘুরতে পারবেন জিমবরন বিচ, চিন্তামণি এবং উবুদ, পবিত্র মাঙ্কি অভয়ারন্য, তীর্থ ইম্পুল মন্দির এবং তানজুঙ্গ বেনোয়া বিচ।

আইআরসিটিসির প্যাকেজে রয়েছে সিঙ্গাপুর ভ্রমণের ও সুযোগ। তিন রাত চার দিনের প্যাকেজের জন্যে আপনার খরচ হবে ৪৮,৪৯৯ টাকা। একেবারে বিলাসবহুল এই ভ্রমণ আপনাকে দেখাবে সিঙ্গাপুরের শহুরে সভ্যতা। গোটা শহর এবং যাবতীয় যা কিছু আছে এই ছোট্ট দেশে, সবই কমবেশি দেখা হয়ে যাবে আপনার এই ক'দিনে।

তাহলে আর দেরি কীসের? চলে যান আইআরসিটিসি-র ওয়েবসাইটে এবং গুছিয়ে ফেলুন আপনার ব্যাগ।

More Articles