হাওড়া-পুরী’র পর এই রুটে চলবে ট্রেন, জানুন বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের টাইম-টেবিল
Vande Bharat Express : ফের নতুন ট্রেন! বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে কোন রুটে?
একদিকে প্রবল বজ্রাঘাতে ব্যাহত বন্দে ভারতের যাত্রা, অন্য দিকে এরই মাঝে ঘোষণা হল বাংলার আরও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস। দক্ষিণবঙ্গের পর এবার নতুন ট্রেনটি পেতে চলেছে উত্তরবঙ্গ। উত্তরের নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটির পথে ছুটবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস। সূত্রের খবর, সপ্তাহের সাতদিনের মধ্যে ছয়দিন চলবে ট্রেনটি। মোট ৬ ঘণ্টা সময়ে প্রায় ৪১০ কিলোমিটার পথ অতিক্রম করে আসামের গুয়াহাটিতে পৌঁছবে বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস। জানা যাচ্ছে, এর মধ্যে ট্রায়াল রানও শুরু হয়ে গিয়েছে।
গত এপ্রিল মাসেই চাকা গড়ানোর কথা ছিল জলপাইগুড়ি থেকে গুয়াহাটির পথে নতুন বন্দে ভারত এক্সপ্রেসের। সেই মর্মে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে প্রস্তুতিও শুরু করে দিয়েছিল। যদিও পরিস্থিতির অনুকূল না থাকায় দিন পিছতে থাকে। বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ বাণিজ্যিক গতি ঘণ্টায় ১৬০ কিমি। পরীক্ষার সময় প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে চালানো হয়েছে এই ট্রেন। কিন্তু এত জোরে ট্রেন চালানোর মতো রেললাইনই নেই ভারতে। বেশিরভাগ ভারতীয় রেললাইন এই ধরনের উচ্চ গতির ট্রেনের যাতায়াত সামলাতে সক্ষম নয়। সেই কারণেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতেই চালানো হয়। তার ওপর সীমান্ত রেলওয়ের পথ তুলনায় বেশি দুর্গম হওয়ায় আরও খানিকটা কম স্পিড নেওয়ার কথাই বলা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, নতুন এই গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি ট্রেনটি সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে চালানো হবে।
আরও পড়ুন - জ্যুস, নোনতা থেকে এলাহি দুপুরের থালি! কী কী থাকছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মেনুতে
প্রাথমিকভাবে আগামী তিন বছরে মোট ৪০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা ছিল ভারতীয় রেল কর্তৃপক্ষের। এমনিতেই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনায় রেলপথে পশ্চিমবঙ্গের অবস্থান এখন তুঙ্গে। নিত্যদিনই হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে চলছে বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম শাখাটি এবং যাত্রী ব্যস্ততাও জানান দিচ্ছে এই এক্সপ্রেস নিয়ে উত্তেজনা এক রত্তিও কমেনি। তার ওপর সাম্প্রতিক হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস নিয়েও যাত্রীদের মধ্যে শুরু হয়েছে চূড়ান্ত উত্তেজনা। বুকিং শুরু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় আগামী এক সপ্তাহের সমস্ত টিকিট। এই চূড়ান্ত উত্তেজনাকে জিইয়ে রেখেই এবার বাংলার তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা।
নিউ জলপাইগাড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস উত্তরের কামাখ্যা হয়ে গুয়াহাটি পৌঁছবে। সপ্তাহে ছয় দিন চলা এই সেমি-হাই স্পিড ট্রেনটি মাঝখানে মাত্র চারটি স্টেশনে থামবে। নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বোঙ্গাইগাঁও এবং কামাখ্যা। অর্থাৎ মাঝের চারটি স্টেশন এবং নিউ জলপাইগুড়ি ও গুয়াহাটি নিয়ে মোট ৬টি স্টেশন থেকে যাত্রীরা ওঠা-নামা করতে পারবেন।
সামনে এল টাইমটেবিল -
ট্রেন নম্বর ২২২২৭ নিউ জলপাইগুড়ি - গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৬:১০ মিনিটে রওনা দিয়ে দুপুর ১২:০০ টায় গুয়াহাটি পৌঁছাবে। একইভাবে ফিরতি পথে ট্রেন নম্বর ২২২২৮ গুয়াহাটি-নিউ জলাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস গুয়াহাটি থেকে বিকেল ৪.৩০ মিনিটে ছেড়ে রাত ১০.২০ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। এর মাঝে যথাক্রমে সন্ধ্যা ৬.৪৮ মিনিটে নিউ বোঙ্গাইগাঁও, সন্ধ্যা ৭.১১ মিনিটে কোকরাঝাড় এবং রাত ৮:০৬ মিনিটে নিউ আলিপুরদুয়ার দাঁড়াবে ট্রেনটি। সপ্তাহে মত ছয়দিন চলবে নয়া নিউ জলপাইগুড়ি - গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস