আমার ছেলেকে আর বাংলাদেশের কোনও সামরিক, আধাসামরিক সেনা হতে দেব না

Bangladesh Quota Movement: যে দেশে প্রতিবাদ করলে রাজাকার হতে হয়, সে দেশে লেখার ভাষা হারিয়ে ফেলেছি।

EK

আবু সাঈদকে গুলি করার দৃশ্য, হাসপাতালে মৃত ছেলেকে নিয়ে মায়ের আহাজারি, পুলিশের ট্যাংকের উপর আমার এক ছেলের লাশ নিয়ে ঘুরাঘুরি দেখে একটি রাতও ভালো করে ঘুমাতে পারিনি। এইরকম আরও অনেক অনেক হত্যাযজ্ঞ হয়েছে, হচ্ছে। খাবার গলা দিয়ে নামছে না। ৩/৪ দিন ভাত খাইনি, খেতে পারিনি। শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য যতটুকু না খেলে নয়, ততটুকু খেয়ে থেকেছি। যে দেশে প্রতিবাদ করলে রাজাকার হতে হয়, সে দেশে লেখার ভাষা হারিয়ে ফেলেছি।

আমি একজন ব্যবসায়ী। আমার নিজের একটা ফার্মেসি আছে। আমি আমার স্ত্রীকে বলেছি কোনও পুলিশ, র‍্যাব, বিজিবি বা সেনাবাহিনীর কোনও লোক এলে আমি ওদেরকে কোনও ওষুধ বিক্রয় করব না। এটা হয়তো আমার জায়গা থেকে অনেক ছোট একটা প্রতিবাদ।

আমি এটাও বলেছি, আমি কখনই আমার ছেলেকে কোনও সামরিক, আধাসামরিক বা বেসামরিক বাহিনীতে দিব না। কারণ ও আমারই টাকায় খেয়ে-পড়ে মানুষ হয়ে, আমারই দেশের মানুষের ট্যাক্সের টাকায় চাকরি করে, আমারই অন্য ছেলের বুকে গুলি করবে। এটা আমি একজন বাবা হয়ে কখনই মেনে নিতে পারব না। আমার স্ত্রী একজন শিক্ষিকা, সেই সূত্রে আমার দেশের সকল ছাত্ররা আমার নিজের সন্তান।

আরও পড়ুন- আবু সাঈদের স্বপ্নের মৃত্যু, একবার, আবার, বারবার

মৃতের সংখ্যা ২০০/৩০০ নয়। এটা ১০০০-এর অধিক। হয়তো অনেক অনেক বেশি। সেই সকল বাবা-মাদের যে কী অবস্থা, তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। একজন সন্তানকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আনতে অভিভাবকদের যে কত ত্যাগ-তিতিক্ষা করতে হয় তা অভিভাবকরাই ভালো বলতে পারবেন।

আর কী যে লিখব বুঝতে পারছি না। চোখ ভিজে যাচ্ছে বারবার। এত-এত লাশ ভাষা আন্দোলনেও পড়েনি। পাকিস্তানিরাও এত গুলি করেনি, যত গুলি আমাদের পুলিশ র‍্যাব বাহিনী আমাদের ছেলেদের উপর করেছে। একটা কথাই বলার— "সৃষ্টিকর্তা ওদের বোঝার ক্ষমতা দিক, নাহলে ধ্বংস করে দিক।"

অনেক হয়েছে! আর কোনও লাশ চাই না, চাই না আর কোনও মায়ের বুক খালি হোক।

আমি কে, তুমি কে?
রাজাকার রাজাকার!
কে বলেছে কে বলেছে
স্বৈরাচার স্বৈরাচার।

 

লেখক - ইমরান খান (নব্য রাজাকার)

More Articles