দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স : ভারতকে প্রথম অস্কার এনে দিল যে ৪১ মিনিটের কাহিনি!
The Elephant Whisperers Oscars: দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এক আদিবাসী দম্পতি বোম্মান এবং বেলির যত্নে বেড়ে ওঠা রঘু নামের এক অনাথ হস্তিশাবকের গল্প।
মানুষ আর পশুর সম্পর্ক ঠিক কেমন? শিশুকে বড় করতে করতে মানুষ বাবা মায়ের যা অভিজ্ঞতা হয়, কোনও বন্য জন্তুকে পোষ্য করতেও কি একই অনুভূতি? পশু আর মানুষের সম্পর্ক নিয়ে সিনেমা কম হয়নি। তবে তার জনপ্রিয়তা ও খ্যাতি আন্তর্জাতিক ক্ষেত্রে তেমন ছাপ ফেলেনি। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স ভারতবর্ষকে চিনিয়েছে অস্কারের মঞ্চে। ভারতের অস্কার জয়ের নানাবিধ জটিলতা, হতাশা, অপারগতা কাটিয়ে The Elephant Whisperers জিতেছে বেস্ট ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট বিভাগের অস্কার! কার্তিকি গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মঙ্গা প্রযোজিত দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স, ৯৫ তম আকাডেমি পুরস্কারের মঞ্চে স্বল্পদৈর্ঘ্যের বিষয়ের সেরা তথ্যচিত্রের সম্মান জিতেছে। এই বিভাগে মনোনীত অন্য চারটি তথ্যচিত্র ছিল, হলআউট, দ্য মার্থা মিশেল এফেক্ট, স্ট্রেঞ্জার অ্যাট দ্য গেট, এবং হাউ ডু ইউ মেজার আ ইয়ার? দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এই বিভাগে অস্কার জয়ী প্রথম ভারতীয় চলচ্চিত্র। এর আগে অবশ্য দু'টি তথ্যচিত্র এই বিভাগে মনোনীত হয়েছিল। The House that Ananda Built এবং An Encounter With Faces তথ্যচিত্র দু'টি ১৯৬৯ এবং ১৯৭৯ সালে সেরা ডকুমেন্টারি শর্টের জন্য মনোনীত হয়।
The Elephant Whisperers আসলে এক অনাথ হাতির গল্প বলে। মুদুমালাই ন্যাশনাল পার্কের পটভূমিতে এই তথ্যচিত্রের নির্মাণ। দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স এক আদিবাসী দম্পতি বোম্মান এবং বেলির যত্নে বেড়ে ওঠা রঘু নামের এক অনাথ হস্তিশাবকের গল্প। বোম্মান ও বেলির সঙ্গে রঘুর গড়ে ওঠা সম্পর্কের বন্ধনই তথ্যচিত্রটির প্রাণভোমরা। এর পাশাপাশিই রয়েছে বন্যভূমির প্রাকৃতিক সৌন্দর্য। মানুষ আর প্রকৃতির যূথবদ্ধতার কাহিনি The Elephant Whisperers। The Elephant Whisperers তথ্যচিত্রটি ২০২২ সালের ডিসেম্বরে Netflix-এ মুক্তি পায়। পরিচালক কার্তিকি গঞ্জালভেস এই বিশেষ পুরস্কার উৎসর্গ করেছেন তাঁর 'মাতৃভূমি, ভারত’-কে। অস্কারের মতো সম্মানের মঞ্চে দুই মহিলার এই জয় ঐতিহাসিক। ভারতীয় প্রযোজনা হিসেবে এই প্রথম কোনও অস্কার পেল দেশ।
৪১-মিনিটের এই তথ্যচিত্রের প্রেক্ষাপট তামিলনাড়ুর মুদুমালাই টাইগার রিজার্ভ। এটিই পরিচালক হিসেবে কার্তিকি গঞ্জালভেসের আত্মপ্রকাশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এর আগে কার্তিকি জানিয়েছিলেন, পাঁচ বছর ধরে রঘুর গল্পটিকে ভেবে চলেছিলেন তিনি। প্রায় ৪৫০ ঘণ্টার ফুটেজ ছিল। সেখানে রঘুর স্নান, তার খাওয়া বা খেলার হাজার হাজার দৃশ্য ধরা ছিল। সেই হাজার হাজার দৃশ্যের মধ্যে বসে ধৈর্য ধরে খুঁজে বের করেছেন তিনি এমন কিছু দৃশ্য যেখানে বেলি আম্মুকে তার পাশে বসতে বলছে। এই অপার্থিব অন্তরঙ্গ মুহূর্ত সাধারণের কল্পনাতেই আসে না, ভেবেচিন্তে এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে না। হাতি এবং আদিবাসী দুই তরফের সম্পর্ককে বুনেছে এই তথ্যচিত্র। বহু শতাব্দী ধরে মানুষ আর বন্যপ্রাণীর এই সম্পর্ক ভিড়ের উদযাপন নয়, নিবিড় যাপনের কাহিনি। যে কাহিনিই ভারতকে প্রথম নিজস্ব অস্কার এনে দিয়েছে।
ভারতের অবস্থান এই বছরের অস্কারের জগতে বেশ রাশভারিই। The Elephant Whisperers ছাড়াও, এসএস রাজামৌলির ব্লকবাস্টার সিনেমা RRR-এর বিশ্বব্যাপী ভাইরাল হওয়া নাটু নাটু গানটি সেরা মৌলিক গানের জন্য মনোনীত হয়। পরিচালক শৌনক সেনের অল দ্যাট ব্রেদস সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম বিভাগে মনোনীত হয়। ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ছিলেন অস্কারের মঞ্চের অন্যতম উপস্থাপক। পার্সিস খাম্বাট্টা এবং প্রিয়াঙ্কা চোপড়ার পরে অস্কারের মঞ্চে উপস্থাপিকা হিসেবে দীপিকাই হলেন তৃতীয় ভারতীয় তারকা।